নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

সামুদ্রিক বর্জ দিয়ে তৈরী ভাসমান জৈব-তরীতে আবাসনের জন্য ফরাসী স্থপতী উদ্ভাবিত একটি স্থাপত্য শৈলী পরিচিতি ।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২০


কবি লিখেছেন আর শিণ্পী গেয়েছেন কাগজের এই নৌকা যদি ময়ুর পংখী হয়ে যেতো,গল্প কল্প না হয়ে সত্যি কথা হয়ে যেতো । গল্প কল্প না হয়ে সত্যি হওয়ার পথে মনে হয় জগত এগিয়ে চলেছে দৃপ্ত পদক্ষেপে । এতদিন ইউটোপিয়ান নগরীর কথা শুনছিলাম তবে তা ছিল স্থলভাগে, কিন্তু এখন তা হবে জলে, তাও আধুনিক স্থাপত্য শৈলীর অবকাঠামোতে । সেরকমই একটি কাহিনীর সচিত্র বিবরণ দেয়া হল নীচে ।

১) ভবিষ্যতে ভাসমান গ্রাম স্বকিয় শক্তির একটি উপায় হতে পারে । ভিনসেন্ট কলবাট নামক একটি ফরাসী স্থপতি প্রতিষ্ঠান আন্তর্জাতিক সামুদ্রিক জল থেকে আহরিত বর্জ্যকে রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করে একটি নতুন টেকসই সামুদ্রিক ভাসমান আবাসনের স্থাপত্য নক্সা তৈরী করেছেন । তাদের রুপকল্পে বর্জ্য গুলিকে নির্মাণ সামগ্রী হিসেবে পুণ: ব্যবহারের উপযোগী করে তোলা হবে। রাসায়নিক যৌগিক প্রক্রিয়ায় প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ এবং শেত্তলা দিয়ে একটি মিশ্রণ তৈরী করা হবে, যা হবে বায়োমেটিক এবং স্বয়ংসম্পূর্ণ ভাবে বর্ধনযোগ্য একটি পক্রিয়া। এই পক্রিয়ায় তৈরীকৃত যৌগ পদার্থ দিয়ে টেকসই ভাসমান আবাসস্থল পরিবেশ সচেতন ব্যক্তিদের জন্য একটি সমাজ বিনির্মানের কাংখিত ভিশন বলেই তারা উল্লেখ করেছেন । তাদের এই রূপকল্পটি পাশ্চাত্তের শিল্পোন্নত দেশ ও তৃতীয় বিশ্বের মধ্যে জ্বালানী শক্তি ব্যবহারের বিষয়ে দীর্ঘস্থায়ী উত্তেজনা নিরসনের একটি উপায় বলেও তারা উল্লেখ করেছেন । তাদের উদ্ভাবিত ভাসমান সামুদ্রিক গ্রামের ছবি সমুহ নিম্নে দেখা যেতে পারে ।
ছবি ১/১৬

২) একটি অপুর্ব নির্মাণ স্থাপত্য শৈলীর মাধ্যমে পুণ:নবায়ন যোগ্য শক্তি( renewable energies) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে পৃথিবীর প্রতিটি দেশের সাগর উপকুলে স্বকীয় শক্তি নির্ভর একটি ভাসমান আবাসন পল্লী সৃজন করে জ্বালানী বিষয়ক বিরোধের অবসান ঘটানো যেতে পারে বলে ভিনসেন্ট কলবাট স্থপতিগণ দাবী করেছেন । তাদের উদ্ভাবিত এই স্থাপত্য শৈলীটি অনেকের ভুয়সি প্রসংসা কুড়িয়েছে ।
ছবি ২/১৬

৩) প্রথম দর্শনে এটাকে একটি আজগুবি (utopian) স্ট্রাকচার বলেই অনুভুত হয় । এসব আবাসে বসবাসকারীদের সামুদ্রিক অধিবাসী বলে অভিহিত করা হবে । এটি একটি নতুন ধরণের ভাসমান নগরায়ন প্রক্রিয়া , যার মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ উপায়ে সমুদ্রের অম্লীকরণ (acidification) এবং দূষণকে প্রশমিত করে মানুষ বসবাস উপযোগী আবাস স্থল হিসাবে গড়ে তুলা যায় বলে দাবী করা হয়েছে ।
ছবি ৩/১৬

৪) সমুদ্রের প্লাস্টিক বর্জ্যকে রাসায়নিক পদ্ধতিতে রি সাইকেল করে তৈরী টেকসই বাসস্থান কে “একোয়ারিয়াস” নামে অভিহিত করা হয়েছে ।
ছবি ৪/১৬

৫) এই ইকো সিসটেম একবার নির্মিত হলে তা আপনা আপনি বৃদ্ধি প্রাপ্ত হবে। কারণ পানির মধ্যে থাকা ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহার করে এর বহিস্থিত কাঠামো তৈরী হবে , অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা সমুদ্রের নোনা জল লবণমুক্ত হবে এবং মা্‌ইক্রলেজ (microalgae) পদ্ধতিতে শক্তি তৈরী করে উষ্ণতা এবং জলবায়ু নিয়ন্ত্রণ করা হবে বলে দাবী করা হয়েছে ।
ছবি ৫/১৬

৬) ভাসমান গ্রামটিকে সাবমেরিন এবং জাহাজের মত স্থান হতে স্থানান্তরে সরানো যাবে এবং স্বয়ংসম্পুর্ণ একটি ভাসমানতরী সদৃশ্য গ্রামকে ২০০০০ জন মানুষের বসবাস উপযোগী করা যাবে ।
ছবি ৬/১৬

৭) প্রধান প্রবেশ পথটি পানির উপরিভাগে অবস্থিত এবং এটি দিয়ে যাওয়া যাবে ম্যানগ্রোভ মুলের উপর প্রতিষ্ঠিত ৫০০ মিটার ব্যস বিশিষ্ট গম্বুজ তলে ঢাকা চারটি ভাসমান তরণীসম আবাসে । সবগুলি আবাস নিয়ে গড়ে উঠবে একটি নিরাপদ পোতাশ্রয় ।
ছবি ৭/১৬

৮) সকল আবাসিক ইউনিটগুলিই মডুলার ভিত্তিক এবং সহ-কর্ম ক্ষেত্র সমাহার মন্ডিত , এতে থাকবে রিসাইক্লিং প্লান্ট , , বিজ্ঞান ল্যাব, শিক্ষালয়, হোটেল, ক্রীড়া ক্ষেত্র এবং একোয়াপনিক (aquaponic ) খামার ।
ছবি ৮/১৬

৯) শেত্তলা ( Algae) প্ল্যাঙ্কটন এবং খনিজ সমৃদ্ধ মুলাস্কা সংমিশ্রণে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবারের জন্য চাষ করা হবে এবং এগুলিকে "জলজ প্রাণিকুল ও উদ্ভিদকুলের জন্য নার্সারি হিসাবে পরিচালিত করা হবে জানিয়েছেন এর স্থপতিগন ।
ছবি ৯/১৬

১০) অন বোর্ড জৈব খামার হতে চাড়া জন্মানো পুর্বক পুণ:র্ব্যবহারযোগ্য জীবাণুবিয়োজ্য পাত্রে ভরে তা ব্যপকভাবে বিতরণ করা হবে সকল ভাসমান গ্রামে ফল এবং উদ্ভিজ্জ বাগান করার জন্য ।
ছবি ১০/১৬

১১) জৈব- ভিত্তিক উপকরণকে (যথা ঝিনুক ) সংশ্লেসিত উপায়ে প্রক্রিয়াকরণ করে তৈরী উপকরনাদিকে একসঙ্গে শক্তিশালী আঠালু জাতীয় পদার্থ দিয়ে জোড়া দিয়ে প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করা হবে ।
ছবি ১১/১৬

১২) একোয়ারিয়াস গ্রামগুলি শুধুমাত্র একটি স্থাপত্য প্রস্তাবনাই নয়, স্বয়ংসম্পুর্ণ শক্তি তৈরীর আধার হিসাবে (energy self-sufficiency ) একটি টেকসই প্রযুক্তিসম্পন্ন ব্যবস্থার উদ্ভাবন বলেও এর স্থপতিবিদগন দাবী করেছেন ।
ছবি ১২/১৬

১৩) দুরদৃস্টিমুলক স্থাপত্যশৈলীপুর্ণ একটি অনুভূমিক মডেল এর আওতায় সমমাত্রিক “পরিবেশ বান্ধব এন্টারপ্রেনার “ কাঠামুতে সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের উপর ভিত্তি করে একটি ইউটুপিয়ান (আজগুবি) ভাসমান স্বয়ংসম্পুর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই ফরাসী কলবাট স্থপতিদের মুল লক্ষ্য ।
ছবি ১৩/১৬

১৪) কার্বন মুক্ত একোয়ারিয়াস সমুদ্রাবাসন গৃহের বৈঠকখানার একটি দৃশ্য়
ছবি ১৪/১৬

১৫) কার্বন মুক্ত একোয়ারিয়াস সমুদ্রাবাসনগুলির মেনগ্রোভ মুলীতে স্থিতিচিত্র
ছবি ১৫/১৬

১৬) কেন্দ্রে ভাসমান আবাসের মডেল অনুসারে কার্বন-মুক্ত ত্রি মাত্রিক ডিজাইনের সামুদ্রিক ভাসমান একোইরিয়াস আবাস তরী টিকেই পাশে দেখতে পাওয়া ছোট ছোট চিহ্ন দিয়ে একটি পোতাশ্রয় হিসাবে দেখানো হয়েছে, যেখানে ২০০০০ মানুষের আবাস উপযোগী গুচ্ছ গ্রামের ব্য়বস্থা করা যাবে বলে এর নির্মাণ স্থপতিগন দাবী করেছেন ।
ছবি ১৬/১৬

শিল্পীর তুলি আর স্থপতির কলমে আঁকা এই রূপকল্পটিকে যদি পরিপুর্ণভাবে বাস্তবে রূপ দেয়া যায় তাহলে আশা করা যায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে মহাকাশে অক্সিজেন ও পানিশুন্য পরিবেশে কোটি কোটি মাইল পারি দিয়ে মনুষ্য বসতি স্থাপনের কথা বাদ দিয়ে এই ধরিত্রির বুকেই গড়া যাবে সুন্দর সুন্দর নতুন জীব বৈচিত্রময় আবাস ।
ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য ।

ছবি সুত্র : ইন্টারনেট

মন্তব্য ৭৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: কি শুনাইলেন আর কি দেখাইলেন এইটা আলী ভাই । মাথা নষ্ট হয়ে যাওয়ার মত কথা । ধন্যবাদ এত সুন্দর তথ্য ও পোস্টের জন্য ।

০৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:২৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । এটা পোস্ট করার পর কয়েকজন ছোট ছোট বাচ্চাকে দেখিয়েছি । তারা বায়না ধরেছে তাদের নিয়ে গিয়ে এটা দেখাতে হবে । তারা নাকি তাদের কম্পিউটারে দেখেছে, এটার ঘরের ভিতরের ছবি, তারা এটার নাম দিয়েছে Future House ।
তাদের ধারণা আগামী কয়েক বছরের মধ্যেই এটা হয়ে যাবে । তবে বুঝলাম আমাদের থেকে বাচ্চারা অনেক বেশী খবর রাখে মডার্ন দুনিয়ার ।
প্রিয়তে নেয়ার জন্য রইল অনেক অনেক ভাল লাগা ।
ভাল থাকার শুভ কামনা রইল এ সাথে ।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কি আর বলবো। আপনার লেখা যত পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। খুবই চমৎকার +++++++++

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় শামীম ভাই ।
প্রায় নিত্যই আপনার সুন্দর সুন্দর
মনমাতানু কবিতাগুলি দেখে
আমিও মুগ্ধ ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫

তানভীরএফওয়ান বলেছেন: কি শুনাইলেন আর কি দেখাইলেন B:-) B:-)

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগল আপনার কথা শুনে ।
শুভেচ্ছা রইল

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

ইন্দ্রনাথ বলেছেন: প্রিয়তে . . .

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ। কৃতজ্ঞতা রইল
প্রিয়তে নেয়ার জন্য সে
সাথে ভাল থাকার
শুভকামনা রইল।

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: অবাক করা বিষয়!!!! বাস্তবরূপ দেখতে মন চায়!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৬

ডঃ এম এ আলী বলেছেন: হ্যা ঠিকই বলেছেন অবাক করা বিষয় ।
বাচ্চারা চেপে ধরেছে এটা তাদেরকে
সাগরে নিয়ে গিয়ে দেখাতে
হবে । তারা নাকি এর ছবি
দেখেছে টিভিতে, তারা এটার
নাম দিয়েছে Future House
বলেন এখন কি করা । তারা
আমাদের থেকে অনেক বেশি
খবর রাখে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭

পলক শাহরিয়ার বলেছেন: অসাধারণ পোস্ট। বিশেষ করে ছবিগুলো অনেক সুন্দর যদিও গ্রফিকাল ও অ্যানিমেটেড।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ অসাধারণ অনুভুত হওয়ায় ।
হ্যা আপনার ধারনা সঠিক । বলাই হয়েছ
শিল্লীর তুলিতে আঁকা । তবে বাস্তবায়িত হলে
কতই না ভাল হত । আমরা ধরার বুকে
পেতাম বসতি গড়ার জন্য পরিবেশ
বান্ধব নতুন ধরনের আবাসন সুবিধা ।
শুভেচ্ছা রইল ।

৭| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২

অদৃশ্য বলেছেন:



বাহ্‌, দারূন ব্যাপারতো...

শুভকামনা...

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: নামের পাশে
ছবি দেখে মনে হল
সাগর পারে বসবাস।
কতই না ভাল হয় যদি
হয় তেমন একটি
আবাস ।

শুভেচ্ছা রইল ।

৮| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ পোস্ট। +

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দারুন অনুভুত হওয়ার জন্য ।
শুভ কামনা রইল ।

৯| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৬

ক্লে ডল বলেছেন: ওয়াও!! দারুন আইডিয়া ত!!!

রূপকল্পটি অদূর ভবিষ্যতেই বাস্তবায়িত হোক! সৃষ্টিজগত পাক এক নতুন বসবাসের ঠিকানা।

খুব ভাল লাগল। আপনাকে ধন্যবাদ এমন চমৎকার একটি বিষয় আমাদের জানানোর জন্য।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব খুশি হলাম আইডিয়া দারুন অনুভুত
হওয়ায়। আপনি ঠিকই বলেছেন সৃষ্টিজগত পাবে
এক নতুন বসবাসের ঠিকানা এটা বাস্তবায়ীত হলে।
শুভেচ্ছা রইল ।

১০| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ অসাধারণ চিন্তা ভাবনা। এই প্রযুক্তি বাস্তবায়ন হোক।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ অনুভুত হওয়ার জন্য অনেক ধন্যবাদ্
কামনা করি আপনার বাসনা বাস্তবায়িত হোক।
শুভেচ্ছা রইল ।

১১| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া দিনে দিনে যে তুমি আমাদের আরও কত কি না দেখাবে ভাবছি!!!!!!!!


তোমার জ্ঞানের পরিধি বিস্তৃত হোক!!!!!!

আমরাও ধন্য হই তোমাকে পেয়ে!!!!!!!!

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আপুমনি এখানে এসে এটা দেখার জন্য ।
মহা মছিবতে আছি, এক দঙ্গল বাচ্চাদেরকে এই
ভাসমান বাড়ির ছবি দেখিয়েছিলাম ।
এর জন্য কত যে তাদের কৌতুহল তা ভাবাই যায়না
সবচেয়ে মঝার ব্যপার হল এ ধরনের ছবি তারা
অনেক আগেই দেখেছে টিভিতে ও তাদের কম্পিউটারে ।
এখন জানতে চায় সাগরে এটা সত্যি সত্যি ভাসছে কিনা
এখনো না ভাসলে কবে তা ভাসবে । এখন
তোমার পালা , বাচ্চাদের সামলাও । তোমার
স্কুলের বাচ্চারাও এটা দেখেছে নিশ্চয়ই ।

প্রেরণাদায়ী আপুর প্রতি শুভেচ্ছা রইল ।

১২| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:




মানুষ নিজের নতুন ভাবনাকে কার্যকরী করে জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে থাকবে আবহমান কাল।

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

ডঃ এম এ আলী বলেছেন: যতার্থ বলেছেন । কবি শিল্পী , সাহিত্যিক, প্রন্ধকার , বিজ্ঞানী ও স্পপতিদের সৃজনশীল ধারনা গুলিই এক সময় মুর্ত হয়ে উঠে বাস্তবে । কাল্পনিকীভাবে মানুষের আকাশে উড়ে চলার ধারণা গুলি এখন এতটাই বাম্তবতা পেয়েছে যে তা একসময় ভাবাই যেতনা ।

ধন্যবাদ এখানে এসে দেখার জন্য ও মুল্যবান মন্তব্য দানের জন্য ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: আমি কেনো সামলাতে যাবো???
আমি কি লিখছি???


তোমার কাছেই পাঠায় দেবো ভাইয়া!!!!!!!!


তুমিই বলে দিও!!!!!!!!:)

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন: মুক্তির উপায় নেই , তাদেরকে
বলে দিয়েছি তোমাদের
স্কুলের টিচারদেরকে
জিজ্ঞাস করে এটার
হাল নাগাদ তথ্য
জেনে নিও ।
আমি একা পেরে উঠছিনা
আপুমনি প্লিজ আমাকে
হেলপ কর্ । প্রতি বিকালে
আমাকে বসতে হয় এক ঝাক
ছেলেমেয়ে নিয়ে কমিউনিটি
সেন্টারে ।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

জুন বলেছেন: ফরাসী ভদ্রলোকের অপুর্ব আইডিয়া। শুধু অভিনবই নয়, অসাধারণ নান্দনিক সৌন্দর্যময় এই সমুদ্রের আবাসভুমি। আপনি নিত্য নতুন এক একটি লেখায় আমাদের চমৎকৃত করে যাচ্ছেন ডা: এম আলী। শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

ডঃ এম এ আলী বলেছেন: আপনি দেখতে আসায় অনেক খুশী হয়েছি ।
কি যে বলেন আপুমনি সেইযে আপনার
নীল সায়রের অতল জলে (ছবি ব্লগ)
মুগ্ধ করে রেখেছে, তার রেশ রয়ে
গেছে এখনো অনুভুতিতে ।
সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে
আপনার বিচরন নিত্য
করছে আমাদের
সমৃদ্ধ ।

ভাল থাকার শুভকামনা রইল ।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

জুন বলেছেন: বিখ্যাত কল্প লেখক জুলভার্নের "টোয়েন্টি থাউসেন্ড লীগ আন্ডার দ্যা সী" এর কথা মনে পড়লো বাড়ী ও তার বিভিন্ন ব্যাবহারের ভাবনা চিন্তা দেখে। দেখার অপেক্ষায়।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৬

ডঃ এম এ আলী বলেছেন: অধির অপেক্ষায় রইলাম ।
দেখব তা জুন আপুমনির ব্লগে গিয়ে ।
ছবির সাথে আপনার হৃদয়গ্রাহী সরস বর্নণা
ছুয়ে যায় সুক্ষ অনুভুতির একান্ত গভীরে ।
অশেষ ধন্যবাদ আবার আসার জন্য ।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর তো!

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১১

ডঃ এম এ আলী বলেছেন: সাধু ভাই এর কাছে সুন্দর লাগা ,
সেতো অনেক অনেক ভাগ্যের ব্যপার ।
হয়েছি ধন্য করেছেন সুন্দর বলে গন্য ।
অনেক অনেক শুভেচ্ছা রইল এ জন্য ।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

মহা সমন্বয় বলেছেন: দিন দিন আপনি কিন্তু সব বিখ্যাত বিখ্যাত পোস্ট করা শুরু করছেন। :)
আপনাকে নোবেল পুরুস্কার দেয়ার তেব্রো দাবী জানাচ্ছি। B-)

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভুলে ভুলে জীবনটাই আমার কেটে গেল । ভুলের জন্য যদি কোন পুরস্কার থাকে সেটাই আমার অনেক
বড় প্রাপ্য । ভুল করে শিখি আবার একটি বড় ভুল করি । মনে হয়না এ জীবনে ভুলের হাত থেকে মুক্তি পাব । সেদিন মুক্তি পাব সেদিন শুধরানোর আর কোন সুযোগ হয়ত নাও পাইতে পারি । আমার জন্য দোয়া করবেন ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৯

নিউ সিস্টেম বলেছেন: এক কথায় অসাধারন #:-S

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৫

ডঃ এম এ আলী বলেছেন: পোস্টটি অসাধারণ অনুভুত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২০

মহা সমন্বয় বলেছেন: ভুলের মধ্যেই যাবতীয় শক্তি নিহিত রয়েছে। ভুল করে করেই তো মানব জাতি আজ এ পর্যন্ত তাই তো ভুল লিখতে্ও ভূল করি। :-P
ভুল না করলে শিখব কি করে? সূতরাং জয়তু ভুল। :)

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , তাই তো বলেছি , ভুলের হাত থেকে মুক্তি নেই, সূতরাং ঠিকই বলেছেন জয়তু ভুল। :)

২০| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩১

অরুনি মায়া অনু বলেছেন: অদ্ভুত সুন্দর স্থাপত্যশিল্প তৈরি করতে যাচ্ছে ফরাসিরা। আবাসন সংকট মোকাবেলায় এটা অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এতে আবার সামুদ্রিক জীবগুলোর ক্ষতি হবে নাতো? সুন্দর একটি পোস্ট দিয়েছেন ভাই। এই বিষয়ে কিছুই জানা ছিলনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৯

ডঃ এম এ আলী বলেছেন: উত্তরের ঘরে লিংক দেয়ার অপসন নেই তাই দয়া করে ২১ নং ঘরের মন্তব্যটি দেখে নিবেন উটা আপনার জন্যই লিখা ।
অনেক ধন্যবাদ এসে দেখার জন্য । চাদে আর মঙ্গলে গিয়ে বসতি গড়ার চেয়ে এখানে পরিবেশ বান্ধব আবাস রচনা করতে পারলে অনেক ভাল হয় । প্রকল্পটিতে যে ধরনের প্রযুক্তি ও উপাদান প্রয়োগের কথা বলা হয়েছে তাতে তো বরং এটা সামুদ্রিক জীবগুলির জন্য ভালই হবে বলে মনে হয় । এতে সমুদ্রে ভাসমান বর্জগুলিকে পরিশোধিত করে পুন: ব্যাহারের কথা বলা হয়েছে এবং শেওলা ও প্লাঙ্কটনের বিকাশ ঘটানো হবে বলা হয়েছে , এগুলিতো সামুদ্রিক মাছের উপাদেয় খাদ্য । তাছাড়া জাহাজ থেকে যে পরিমান বর্জ সাগরে পড়ছে তাতে সাগরের জীবের জন্য তৈরী হচ্ছে ভয়াবহ অবস্থা । লিংকে ক্লিক করে দেখুন কি ভয়াবহ অবস্থা বিরাজ করছে ।
Plastic Debris in the World’s Oceans
ভাল থাকার শুভ কামনা রইল ।

২১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এসে দেখার জন্য । চাদে আর মঙ্গলে গিয়ে বসতি গড়ার চেয়ে এখানে পরিবেশ বান্ধব আবাস রচনা করতে পারলে অনেক ভাল হয় । প্রকল্পটিতে যে ধরনের প্রযুক্তি ও উপাদান প্রয়োগের কথা বলা হয়েছে তাতে তো বরং এটা সামুদ্রিক জীবগুলির জন্য ভালই হবে বলে মনে হয় । এতে সমুদ্রে ভাসমান বর্জগুলিকে পরিশোধিত করে পুন: ব্যাহারের কথা বলা হয়েছে এবং শেওলা ও প্লাঙ্কটনের বিকাশ ঘটানো হবে বলা হয়েছে , এগুলিতো সামুদ্রিক মাছের উপাদেয় খাদ্য । তাছাড়া জাহাজ থেকে যে পরিমান বর্জ সাগরে পড়ছে তাতে সাগরের জীবের জন্য তৈরী হচ্ছে ভয়াবহ অবস্থা । লিংকে ক্লিক করে দেখুন কি ভয়াবহ অবস্থা বিরাজ করছে ।
Plastic Debris in the World’s Oceans
ভাল থাকার শুভ কামনা রইল ।

২২| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

অরুনি মায়া অনু বলেছেন: ধন্যবাদ আসংখ্য

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

ডঃ এম এ আলী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৩| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

জেন রসি বলেছেন: অসাধারন আইডিয়া। সামুদ্রিক গ্রাম ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তবে আপনার কাছে কিছু প্রশ্ন আছে। এই প্রকল্প নিয়ে পরিবেশবাদিদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। এতে করে সামুদ্রিক জীব বৈচিত্র্য বিনষ্ট হওয়ার কোন সম্ভাবনা আছে?

বরাবরের মতই চমৎকার পোস্ট। প্রিয়তে নিলাম।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

ডঃ এম এ আলী বলেছেন: দয়া করে ২৬ নং মন্তব্যের ঘরে আপনার জন্য লিখাটি দেখুন । এ ঘরে লিংক দেয়ার অপসন নেই বিধায় সেখানে দেয়া হয়েছে ।
ধন্যবাদ

২৪| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সর্বনাইশা পোস্ট দেখি। এত্তগুলা সুন্দর ....... সেখানে যাইতাম চাই :(

ধন্যবাদ আপনাকে

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । খাবরাইবার কিছু নাই । তারাতারি সখানে গিয়ে দেখে আসুন , তবে অনুরুধ রইল , সাথে আপনার টম এন্ড জেরীকে নিয়ে যাবেন , তারা দেখলে খুশী হবে ।
শুভেচ্ছা রইল

২৫| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪২

নীলপরি বলেছেন: অসাধারণ বললেও কিছু কম বলা হয় । প্রিয়তে রাখলাম ।

পোষ্টের জন্য ধন্যবাদ ।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি ।
প্রিয়তে নেয়ার জন্য খুশী হলাম ,
কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা রইল ।

২৬| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: @জেন রসি
ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য । সামুদ্রিক জাহাজ গুলি থেকে বছরে প্রায় ৭ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ সমুদ্রে ফেলা হয় । এটা সামুদ্রিক জীব বৈচিত্রের জন্য ভয়াবহতা ডেকে আনছে ।
প্রকল্পটিতে যে ধরনের প্রযুক্তি ও উপাদান প্রয়োগের কথা বলা হয়েছে তাতে তো বরং এটা সামুদ্রিক জীবগুলির জন্য ভালই হবে বলে মনে হয় । এতে সমুদ্রে ভাসমান বর্জগুলিকে পরিশোধিত করে পুন: ব্যাহারের কথা বলা হয়েছে এবং শেওলা ও প্লাঙ্কটনের বিকাশ ঘটানো হবে বলা হয়েছে , এগুলিতো সামুদ্রিক মাছের উপাদেয় খাদ্য । তাছাড়া জাহাজ থেকে যে পরিমান বর্জ সাগরে পড়ছে তাতে সাগরের জীবের জন্য তৈরী হচ্ছে ভয়াবহ অবস্থা । লিংকে ক্লিক করে দেখুন কি ভয়াবহ অবস্থা বিরাজ করছে ।
Plastic Debris in the World’s Oceans
শুভেচ্ছা রইল

২৭| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

নতুন বলেছেন: আমাদের দেশের জন্য এমন কিছু ভাবনা করা দরকার। :)

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , হ্যা আমাদের সকলেরই
এমন কিছু ভাবা প্রয়োজন ।
শুভেচ্ছা রইল ।

২৮| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

দি রিফর্মার বলেছেন: কল্পনার সাথে প্রযুক্তির রয়েছে নিবিড় সম্পর্ক।অদূর ভবিষ্যতে এই কল্পনা বাস্তবায়িত হবে এবং আবাসিক সমস্যার সুন্দর সমাধান দিবে। অদ্ভুত সুন্দর একটি লেখা। বিষয় ও লেখা দুয়ে মিলে একটি 3D আবহ তৈরি করেছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার মত প্রযুক্তিবিদের দুস্টিতে এটি বাস্তবায়ীত হওয়ার আশার বাণী শুনে মনে খুব আনন্দ লাগছে ।
আপনি যতার্থই বলেছেন এর উদ্ভাবক স্থপতি একে 3D বলেই অভিহিত করেছেন ।
শুভেচ্ছা রইল ।

২৯| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মম চক্ষ এই পোস্টে কি হেরিল ! :) :)
এক কথায় অসাধারণ !!!

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রিয় গিয়াস ভাই ।
পোস্টটি অসাধারণ অনুভুত
হওয়ার জন্য অনেক খুশী হয়েছি ।
ভাল থাকার শুভ কামনা রইল

৩০| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: মাথার উপর দিয়ে গেল !! ঘুম নাই তো !!

রূপকল্পটি বাস্তবে আসুক.......তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
+।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ। দাদার আশা পুর্ণ হোক এটা বাস্তবে আসুক
এ কামনাই করি ।
শুভেচ্ছা রইল ।

৩১| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩০

নতুন বিচারক বলেছেন: আমি আর কি বলবো ভাই,যা বলা তা আগেই সকলে বলে দিছে । অসাধারন । পোস্ট পুরাই অসম হইছে ।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৪

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ অনুভুত হওয়ার জন্য অসংখ ধন্যবাদ । এস এম সুলতানের উপর এর থেকেও অসাধারণ আপনার পোস্ট দেখে এলাম । তন্ময় হয়ে পড়েছি এবং অবলোকন করেছি মনলোভা ছবিগুলি । সামু খুব স্লো যাচ্ছে । মন্তব্য লিখার পরে তা কোন মতেই সাবমিট হচ্চেনা , মিনিট পাচেক যাবত চাকা চক্রাকারে ঘুরছে , চাকার ঘুর্ণি থামছেনা দেখে বাধ্য হয়ে ক্লোজ করে চলে আসছি । দেখি পরে আবার যাব । জানিনা আজ সামু কেন এত স্লো যাচ্ছে ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।

৩২| ১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৪

নাইম রাজ বলেছেন: ভালো লাগল ।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই নাইম ।
এসে দেখায় খুব খুশী হয়েছি ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৩৩| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪১

গেম চেঞ্জার বলেছেন: ওরে বাপরে! এই ব্যাপারটা অনেক আগে শুনেছিলাম বাবার কাছ থেকে! আপনার পোস্টে সুপরিসর আইডিয়া পেলাম। ধন্যবাদ এই পোস্টের জন্য! :)

১২ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৩১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এখানে এসে এই ভাসমান তরীতে একটি ইউটোপিয়্ন সমাজ গঠনে স্থপতি ও প্রযুক্তিবিদদের সচিত্র ধারণা দেখার জন্য । আমাদের বাচ্চারা একে Future House বলতেছে, তাদের দৃঢ় বিশ্বাস খুব সহসাই এটা বাস্তবায়ীত হবে । দেখা যাক কি আছে ভবিষ্যতে ।
শুভেচ্ছা রইল ।

৩৪| ১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০২

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন অনুভূতি হল সব ছবি দেখে ..।
আগেই দেখছি মন্তব্য করা হয়নী !

অনেক অনেক ধন্যবাদ :)

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আপুমনি , আপনার অসাধারণ অনুভুতি লাগার কথা শুনে খুবই খুশী হয়েছি ।
হ্যা গত কয়েকদিন যাবত সামুতে লগ ইন করা আর অনেক সময় চেষ্টা করার পরে
লগ হন হলেও কোন পোস্টে গমন বা মন্তব্য দেয়া যাচ্ছিল না । এখন সামুর স্পীড
কিছুটা বাড়লেও আগের অবস্থানে এখনো যায়নি ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৩৫| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৩

গিরি গোহা বলেছেন: অনেক ভালো লাগলো

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য ।
শুভেচ্ছা রইল ।

৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: জানিনা আরো কতো কিছু হবে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন:


জাতীয় কবি নজরুল ইললাম লিখেছেন
দেখব আমি জগতটাকে আপন হাতের মুঠোয় পুরে ।
অনেক ধন্যবাদ এসে দেখার জন্য ।
কিছু দেখার জন্য চললাম আপনার ঘরে ।
শুভেচ্ছা রইল ।

৩৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

অতৃপ্তচোখ বলেছেন: যদিও সম্ভব হয়, ব্যয়বহুল, টাকাওয়ালাদের আবাস্থল। তবুও ভাল, আমার মতো গরিবরা দূর থেকে হলেও দেখে চোখ জুড়াতে পারবে। মঙ্গল গ্রহে হলে তো চোখও বঞ্চিত হতো দেখা থেকে।

ভাল একটি সম্ভাবনাময় তথ্য, ভাল লাগলো জানতে পেরে। আপনার লেখা সত্যি হোক,

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ ঠিক্ই বলেছেন মঙ্গলে হলে তো চোখেও দেখতে পাবনা । পৃথিবীতে তো অনেক কিছই বিজ্ঞানীরা বাস্তব করে তুলেছেন । এই যেমন মহুর্তেই আমরা ভিডিউ কনফারেনসে সচিত্র একজন আরেক জনের সাথে দুনিয়ার যে কোন প্রান্ত হতে কথা বলতে ও দেখতে পারি যা কিছুদিন আগেও কেও কল্পনাই করতে পারে নাই ।
ঈদ শুভেচ্ছা রইল

৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

খায়রুল আহসান বলেছেন: একটি অত্যাশ্চর্যজনক রূপকল্প!
তবে পোস্ট পুরনো হয়েছে বলেই (ছয় বছরের) হয়তো মোট ১৬টি চিত্রের মধ্যে একটাও দেখতে পেলাম না। আর এজন্য একটু আফসোস হচ্ছে বৈকি- কেন এ পোস্টে আগে আসলাম না!

২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



বিলম্বিত প্রতি উত্তরের জন্য দু:খিত ।
আনেক পুরাতন একটি পোষ্ট দেখে
পাঠ করে মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার
জন্য কৃতজ্ঞতা জানবেন ।
ছবি কেন দেখা যাচ্ছেনা বুঝতে পাররামনা,
আপনি কি মোবাইল ফোনে দেকছেন ?
অথবা সামুর তরফ হতে আন্য কোন
টেকনিকেল ফল্ট হলেও হতে পারে ।

আপনার জন্য শুভ কামনা রইল ।

৩৯| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: "আপনি কি মোবাইল ফোনে দেকছেন?" - মোবাইল ফোনেও দেখেছি, ল্যাপটপেও দেখেছি- কোনটাতেও ছবি দেখতে পাই নি। হয়তো কোন টেকনিকেল ফল্ট হতে পারে।

০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:


আমি আমার লেপটবে লিখে ছবিগুলি পোষ্ট করেছি ।
এখনো ছবিগুলি ভালই দেখাচ্ছে ।
কোন কারণে ইন্টারনেট প্রভাইডারের তেলেসমাতিতে ইন্টারনেটের
ক্ষমতা ধীরগতি হলে অনেক সময় একটু বড় আকারের ছবি
ডাউনলোড হয়না , হলেও অনেক সময় নেয় , তবে কম্পিউটারে
আন্য কোন সমস্যা কিংবা ছবি সহায়ক এপস ইনসস্টল করা না
থাকলে ছবি দেখতে সমস্যা হতে পারে । যাহোক আশা করি
বিলম্বিত হলেও পরে ছবিগুলি দেখতে পাবেন , যদি দেখতে চান।
ধৈর্য ধরে ছবিগুলি দেখার প্রচেষ্টার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

৪০| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিকই বলেছেন এবং এবারে আপনার আশাও সফল হয়েছে। অর্থাৎ, আমি সবগুলো ছবিইদেখতে পাচ্ছি! :)

০৩ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:


ছবি দেখতে পেরেছেন জেনে খুশী হলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.