নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

২০২৪ সাল হোক সূর্য ছোয়ার প্রত্যয়ে ভরপুর; প্রেক্ষিত নাসা পরিচালিত মিশন টু টাচ সান

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৫


প্রিয় পাঠককুলের প্রতি বিশেষ অনুরোধ
এই পোষ্টে ব্যবহৃত ছবিগুলির ভিতরে বেশ কিছু লেখা থাকায় সেগুলিকে একটু পরিস্কার ভাবে দেখার সুবিধার্থে ইমগুর (an American online image sharing and image hosting service )ব্যবহার করে একটু বড় করে দেখানো হয়েছে । যারা এই বড় ছবিগুলি দেখতে পারবেন না তারা http://www.imgur.org sign in গিয়ে তাদের নিয়ম অনুসরণ করে নিলে সুবিধা হবে । এছাড়া ছবিগুলিকে ছোট আকারে এই পোষ্টের নীচে ২১ নং মন্তব্যের ঘরে দেয়া হয়েছে । তাঁরা অনুগ্রহ করে পোষ্টের মূল লেখা অংশ পাঠের পর ছবিগুলি মন্তব্যের ঘরে দেখে নিতে পারবেন ।

ভুমিকা
দাওয়াতুল ইসলাম নামক একটি ইসলামি সংগঠনের উদ্যোগে আয়োজিত শিশু কিশোরদের জন্য ধর্ম ও বিজ্ঞান বিষয়ক একটি সওয়াল -জবাব প্রতিযোগীতায় ( Quiz competition) একজন অতিথি বক্তা হিসাবে যোগদানের সৌভাগ্য হয়েছিল । সে সময় আমার বক্তব্যের এক পর্যায়ে প্রতিযোগীতায় আগত শিশু কিশোরদেরকে ধর্মীয় বিষয় ও কোরান শিক্ষা এবং পাঠের সময় তাতে থাকা ধর্মীয় বিষয়ের সাথে মানুষের দৈনন্দিন ইহলৌকিক জীবন যাপন , প্রকৃতি ও পরিবেশ নিয়ে পবিত্র কোরানে থাকা প্রকৃতি ও পরিবেশ , চন্দ্র , সুর্য , তারা ও মহাগাগতিক বিষয়াবলী নিয়ে যা বলা হয়েছে সে সম্পর্কে আরো বিশদ জানার জন্য সমসাময়িক বিজ্ঞান কি কথা বলে ,তাদের বিচরণভুমি কি, বিজ্ঞান সাধনা পদ্ধতি সে সাথে বিজ্ঞানের মুল লক্ষ্য ও অর্জনগুলি নিয়ে পড়াশুনা করলে কোরানের বাণী গুলি আরো ভাল ভাবে বুঝতে ও মানবজীবনে প্রয়োগ করতে সহায়ক হবে মর্মে কিছু কথা বলি ।

সে সময় কথা প্রসঙ্গে বলেছিলাম মহাকাশ বিজ্ঞানীগন চন্দ্র বিজয় তো সেই অর্ধ শতক পুর্বেই করে ফেলেছেন এখন ২০২৪ সালের শেষ ভাগে ডিসেম্বর মাসে তারা আমাদের কাছের নক্ষত্র সূর্যে অবতরণ করতে যাচ্ছে, এবং এখন পর্যন্ত তাদের তৈরী মহাকাশযান সূর্যের বেশ কাছাকাছি পৌঁছে গেছে । এ কথা শুনে শ্রোতা শিশু কিশোরগন অবাক বিস্ময়ে এবিষয়ে বিষদ বিবরণ জানার জন্য উৎসোক হয়ে পড়ে । তাদের আগ্রহের প্রেক্ষিতে পরবর্তী সেশনে বিষয়টি সচিত্র আকারে তাদের কাছে উপস্থাপন করার জন্য অঙ্গিকার করি । এরই প্রেক্ষাপটে ২০২৪ সনে সূর্য পৃষ্ট স্পর্শ করার জন্য আমিরিকার মহাকাশ গবেষনা সংস্থা নাসার মিশন আউট লাইন টু টাচ সান সম্পর্কে তাদের ওয়েব সাইট হতে কিছু তথ্য ও চিত্র নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রনয়ন করে উপস্থাপনে প্রয়াসী হই ।

সেই প্রণীত মেটেরিয়েলস হতেই কিছু তথ্য চিত্র আমার অতি প্রিয় বাংলা ব্লগ সামুতে পরিবেশনের ইচ্ছা পোষণ করি । আমি নিশ্চিত সামুর বিজ্ঞ ব্লগারদের মধ্যে অনেকেই ইতোমধ্যে বিশ্বের তাবত মাস মিডিয়ায় প্রচারিত এই সংবাদটি অবহিত হয়েছেন । তার পরেও ইংরেজী নববর্ষের শুরুতে বিজ্ঞানীদের এই মহামুল্যবান বিস্ময়কর সাফল্য সামুর অগনিত ব্লগারদের সাথে শেয়ার করে বলতে চাই নতুন বছরটিতে সুর্যকে স্পর্শ করার মিশনের মতই আমাদের জাগতিক বিষয়ে মানব হিতকর অসম্ভবকে জয় করার দৃঢ় প্রত্যয়ে ভরপুর হোক সকলের দেহ মন । যাহোক ,এবার ফিরা যাক সূর্যকে স্পর্শ করার বিষয়ে মুল কথায় ।

এই লেখাটি দুটি পর্বে প্রকাশ করা হবে । প্রথম পর্বে থাকবে শুরু হতে নিয়ে এখন পর্যন্ত সুর্যের প্রতি ধবামান মহাকাশটির সাফল্য ও অর্জন । দ্বিতীয় পর্বে থাকবে মহাকাশযান পার্কার সোলার প্রোব সূর্যের কাছাকাছি গিয়ে কি কি দেখছে তার সচিত্র বিবরণ ।

১ম পর্ব

ইতিহাসে প্রথমবারের মতো কোনো মহাকাশযান সূর্যকে স্পর্শ করেছে। নাসার পার্কার সোলার প্রোব এখন সূর্যের উপরের বায়ুমণ্ডলের মধ্য দিয়ে - করোনা - এবং সেখানকার চৌম্বকীয় ক্ষেত্রের মধ্য দিয়ে উড়ে গেছে , এমন সংবাদই দিয়েছে নাসা ।

নতুন মাইলফলকটি পার্কার সোলার প্রোবের জন্য একটি বড় পদক্ষেপ এবং সৌর বিজ্ঞানের জন্য একটি বিশাল অর্জনকে চিহ্নিত করে৷ চাঁদে অবতরণ যেমন বিজ্ঞানীদের বুঝাতে পেরেছিল যে সেটি কীভাবে তৈরি হয়েছিল, তেমনি এই অভিযানটি দিয়ে সূর্য কি উপাদানে তৈরি তা সূর্যকে স্পর্শ করে বিজ্ঞানীদের কাছে সৌরজগতের উপর এই নক্ষত্রটির প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করতে সহায়তা করবে।

আজ হতে এক বছর পর, ২৪শে ডিসেম্বর, নাসার পার্কার সোলার প্রোব সূর্যকে অতিক্রম করবে ১৯৫ কিমি/সেকেন্ড বা প্রতি ঘন্টায় 435,000 মাইল গতিবেগে । কোনো মানব-সৃষ্ট বস্তু এর আগে এত দ্রুত না হয়েছে অগ্রসর আর না গিয়েছে আমাদের কাছের নক্ষত্র সুর্যের এত কাছে - সূর্য "পৃষ্ঠ" থেকে এটা এখন মাত্র ৬.১ মিলিয়ন কিমি বা ৩.৮ মিলিয়ন মাইল দুরে অবস্থান করছে।

নাসা পরিচালিত ‌পার্কার সোলার প্রোব প্রকল্পের বিজ্ঞানী ডঃ নুর রাওফি বলেন, "আমরা মূলত একটি নক্ষত্রের উপর অবতরণ করতে যাচ্ছি।"
জন্‌স হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরির বিজ্ঞানী বলেছেন, "এটি সমস্ত মানবতার জন্য একটি স্মরণীয় অর্জন হবে। এটি ১৯৬৯ সালে চাঁদে অবতরণের সমতুল্য।" পার্কারের গতি সূর্যের কাছাকাছি হওয়ার সাথে সাথে উদভুত মহাকর্ষীয় টান থেকে এর গতি আরো বাড়বে। এটি মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ের মধ্যে নিউইয়র্ক থেকে লন্ডনে উড়ে যাওয়ার মতো হবে।

ওয়াশিংটনে নাসা সদর দফতরের বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন বলেছেন, "এই মাইলফলকটি কেবল আমাদের সূর্যের বিবর্তন এবং আমাদের সৌরজগতের উপর এর প্রভাবগুলির গভীর অন্তর্দৃষ্টিই শুধু দিবেনা, উরূপ্ত আমরা আমাদের নিজের কাছের নক্ষত্র সম্পর্কে যা শিখব তা আমাদের মহাবিশ্বের বাকি নক্ষত্র সম্পর্কে আরও কিছু শেখাবে।"

অন্যান্য মহাকাশযান গুলি অনেক দুর থেকে দেখে যখন সুর্য সম্পর্কে তথ্য দিতেছিল সেখানে এই পার্কার সোলার প্রোব সৌর পৃষ্টের কাছাকাছি সৌর বায়ুর মধ্য থেকে সুর্য কণার প্রবাহ, যা আমাদের পৃথিবীকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে তথ্য প্রেরণে সক্ষম ।
২০১৯ সালে, পার্কার আবিষ্কার করে যে সৌর বায়ুতে রয়েছে চৌম্বকীয় জিক-জ্যাক কাঠামো, যাকে সুইচব্যাক বলা হয়, তা প্রচুর পরিমানে সূর্যের কাছাকাছি অবস্থানে রয়েছে । কিন্তু তারা কোথায় এবং কিভাবে গঠিত হয় তা একটি রহস্যই থেকে যায়। তারপর থেকে সূর্যের অর্ধেক দুরত্ব পার হয়ে, পার্কার সোলার প্রোব তা সনাক্ত করার জন্য যথেষ্ট কাছাকাছি অবস্থানে চলে গেছে । এই পার্কার সোলার প্রোব করোনার মধ্য দিয়ে তার লক্ষ্যমাত্রার দিকে ছুটে চলার সময় - যাত্রা পথে দেখা বিষয়াবলী অধ্যয়ন করে বিস্ময়কর ঘটনাগুলির তথ্য সরবরাহ করতে থাকবে।

আসুন শুরু থেকে অধ্যাবধি পরিচালিত এই অভিযানের অর্জিত সাফল্যগুলি নাসার বিজ্ঞানীদের তৈরী করা সিচিত্র তথ্য বিবরনী হতে সংক্ষেপে অবলোকন করি ।

১. সূর্যকে ষ্পর্শ করার জন্য ফ্লোরিডার কেপ ক্যনাবেল হতে ২০১৮ সালে সোলার পার্কার প্রোব
ধারণ করে শক্তিশালী ডেল্টা IV হেভি রকেট উতক্ষেপন

২. কয়েক বছর দ্রুত গতিতে পথ চলার পর এটা সূর্যের কাছাকাছি গমন করে

৩ অবশেষে মহাকাশযানটি সূর্য়ের ৮ম কক্ষপথে এসে পৌঁছায়

৪. এই মিশন প্রকল্পের বিজ্ঞানী নূর রোফি বলেন আশ্চর্যজনক, পার্কার সোলার প্রোব সূর্যকে স্পর্শ করছে

৫.ক্যরিয়ারের শুরু হতেই তিনি এই মহুর্তটির জন্য অপেক্ষমান ছিলেন

৬. পার্কার সোলার প্রোবের অন্যতম প্রধান লক্ষ ছিল সৌর করোনার মাধ্যমে উড়ে গিয়ে সূর্যকে
ষ্পর্শ করা যা এখন সাধিত হয়েছে। এখন প্রশ্ন হলো সুর্যকে স্পর্শ করা বলতে কি বুঝায় ?

৭. এটা জানতে হলে তাকাতে হবে সুর্য়ের স্ট্রাকচারের দিকে

৮. পৃথিবীর মত সূর্যের পৃষ্ঠদেশে সলিড কিছু নেই

৯. এটি হট প্লাজমার দৈত্যাকার বল, যা নিজস্ব মাধ্যাকর্ষণ দ্বারা একত্রিত হয়

১০. এই সারফেস হতেই সৌর মেটেরিয়েল প্রবাহিত হয়

১১. তবে এটি সূর্যের চারপাশে, সূর্যের মাধ্যাকর্ষণ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা আবদ্ধ

১২ এই উপাদানটি সূর্যের বায়ুমণ্ডল গঠন করে – যা করোনা(Corona) নামে অভিহিত

১৩. অবশেষে একটা সময়ে গরম এবং দ্রুত ধাবমান সৌর উপাদানের প্রভাবে সূর্যের টান থেকে রক্ষা পায়

১৪. এবং এটা তখন সৌর বায়ু হিসাবে মহাকাশে প্রবাহিত হয়

১৫. এই অবস্থাকে Alfven critical surface হিসাবে অভিহিত করা হয়েছে

১৬. এই ক্রিটিক্যাল সারফেসের সীমানা ঠিক কোথায় তা বিজ্ঞানীরা জানতোনা

১৭. কিন্তু ইতিহাসে এই প্রথম মহাকাশজানটি একে অতিক্রম করে করোনায় ( Corona ) প্রবেশ করেছে

১৮. পার্কার সোলার প্রোব করোনায় প্রবেশ করে তার অনুসন্ধান শুরু করেছে

১৯. সৌর উপাদান স্পর্শ করে সূর্যের সাথেই আবদ্ধ রয়েছে

২০. পাতলা (উইস্পি) করোনা স্তরটি বেশির ভাগ সময় দেখতে খুব ক্ষীণ

২১. তবে এটি পূর্ণ সূর্যগ্রহণের সময় বেশ ভাল ভাবেই প্রকাশ পায়

২২. সূর্যগ্রহণের সময় সুর্যের বায়ুমণ্ডল নিয়ে শতাব্দিকাল ধরেই বিজ্ঞানিগন গবেষনা করে আসছিল

২৩. কারণ সুর্য কিভাবে সৌরজগতে আমাদের জীবনকে প্রভাবিত করে তা জানা খুবই জররী

২৪. কিন্তু করোনার অনেক কিছুই থেকে গেছে রহস্যাবৃত

২৫. প্রকল্পটির বিজ্ঞানি বলেন জ্যোতির্পদার্থবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি
চ্যালেঞ্জিং রহস্যই এমন একটি অঞ্চলে ঘটে যাকে আমরা সৌর করোনা বলি

২৬. প্রথম রহস্যটি হলো এর উত্তাপ সংক্রান্ত

২৭. ফটোস্ফিয়ারের চেয়ে করোনা প্রায় ৩০০ গুণ বেশি গরম

২৮. নীচে দৃশ্যমান সূর্য পৃষ্ঠা

২৯. দ্বিতীয়ত সূর্য থেকে প্রবাহিত কণার একটি ধ্রুবক প্রবাহ রয়েছে যা সৌর বায়ু নামে পরিচিত

৩০ এগুলি করোনা থেকে প্রতি ঘন্টায় মিলিলিয়ন মিলিয়ন মাইল বেগে ত্বরান্বিত হয় এবং জানা যায়নি এটা কিভাবে হয়

৩১. সৌর বায়ু আমাদের উপগ্রহ এবং প্রযুক্তিকে ব্যাহত করতে পারে

৩২. তাই তাদের আরও ভালভাবে সুরক্ষা দেয়ার জন্য বিজ্ঞানীদেরকে যেতে হবে যেখানে সৌর বায়ু শুরু হয়

৩৩. তাই ক্ষনকালের জন্য নাসার মূল লক্ষ্য হয়েছিল সেখানে যাওয়ার

৩৪. নাসা প্রথম ১৯৫৮ সালে সূর্যের কাছে একটি মহাকাশযান পাঠানোর ধারণাটির প্রস্তাব করেছিল

৩৫. উচ্চ তাপমাত্রায় টিকে থাকার মত প্রযুক্তি ২০০০সাল পর্যন্ত নাসার কাছে ছিল না

৩৬.সেই প্রযুক্তি অর্জনের পর ২০১৮ সালে লাঞ্চ হওয়ার পর থেকে পার্কার সূর্যের দিকে যাচ্ছে

এখানে ক্লিক করে দেখুন সূর্যের কাছাকাছি গিয়েও মাত্রারিক্ত সৌর তাপে মহাকাশযানটি কেন গলে যায়নি?

৩৭. তারপর ২০২১ সালের এপ্রিলে পার্কারের সূর্যের চারপাশে অষ্টম কক্ষপথে অবস্থান

৩৮. মহাকাশযানটি সূর্যের পৃষ্ঠা থেকে প্রায় ২০ সোলার radii বা ৮ মিলিয়ন মাইল দূরে

৩৯. যখন এটি করোনায় প্রবেশ করেছে

৪০ এটি একটি বিশাল মাইলফলক যা বিজ্ঞানীদেরকে এই বিন্দুতে আসতে ৬ দশকেরও বেশি সময় লাগিয়েছে

৪১. পার্কার সোলার প্রোব মহাকাশযানটি এখন পর্যন্ত সূর্যের দিকে যে পথ পারি দিয়েছে তার একটি চিত্র


এতক্ষন ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের শেষ পর্ব দেখার জন্য আমন্ত্রন রইল ।

তথ্য ও ছবি সুত্র : ১) নাসার অফিসিয়েল ওয়ে্ব সাইট Click This Link
২) বিবিসি নিউজ Click This Link

মন্তব্য ৬৮ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সাহসী পদক্ষেপ।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



চলুন সূর্য ছুইতে যাই ,
তার আগে নীজকে
তৈরী করি জ্বলে পুড়ে
ছাই না হইতে ।
ধর্ম না বিজ্ঞান সাধনা ?
কোনটা লাগবে এর তরে,
নাকি দুটিরই প্রয়োজন আছে
জলন্ত আগুন হতে রক্ষা
পাওয়ার তরে ।

নববর্ষের শুভেচ্ছা রইল ।

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৫

শূন্য সারমর্ম বলেছেন:



মানুষ সূর্যও ছুয়ে ফেলতে চেষ্টা করছে, তবে ঠিক কি কারণে সূর্যের স্পর্শ চাচ্ছে?

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:



মানুষ সূর্য়কে স্পর্শ করতে না পারলেও সূর্যের আলোর ছোয়া পাচ্ছে নিয়মিতই । সুর্যের অলোই আমাদের
জীবনী শক্তি ও জীবন ধারণ উপযোগী সমস্ত শক্তি ও সম্পদের উৎস। এমন হিতকারী জিনিসটিকে একসময়
এমন কি অনেকেই এখনো দেবতা হিসাবে পুজা করে । যাহোক অসম্ভবকে জয় করাই মানুষের একটি
সহজাত প্রবৃত্তি । তাছাড়া নাসার বৈজ্ঞানিকগন পরিস্কারভাবে বলেছেন মহাশুন্যে বিবিধ মানব হিতকর কর্ম
সাধনে সহায়তা করার জন্য মহাকাশে রয়েছে অগনিত মনুষ্য প্রেরিত কৃত্তিম উপগ্রহ । জানিনা আপনি এখন
কোথায় অবস্থান করছেন । তবে যদি ধরে নেই আমরা পৃথিবীর দুপ্রান্তে অবস্থান করছি তাহলে স্যটেলাইটের
মাধ্যমে আমরা মহুর্তেই আমাদের মধ্যে যোগাযোগ করতে পারছি । তাছাড়া শুন্য অকাশে বিমানে করে উড়ে
যাচ্ছেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ।বিমান যানের নিরাপত্তাও সুর্য়ের বিবিধ ক্ষতিকর প্রভাবে তারা হুমকির সন্মুখীন।
তাই, সে সব কিছুকে সুর্যের ক্ষতিকর প্রভাব/সৌর বায়ু ঝড় থেকে রক্ষা করা ও প্রযুত্তিকে নিরাপদ রাখার জন্য
সুর্যের কাছাকাছি গিয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে উপযুক্ত নিরাপত্তা বা প্রটেকটিভ ব্যবস্থা গ্রহণ করা
তাদের সু্র্যকে স্পর্শ করার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন নাসা বিজ্ঞানীগন ।

নব বর্ষের শুভেচ্ছা রইল

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: ....
আমি কি মহাকাশে চলে এলাম!!
পোস্ট আগে মাথায় ঢুকিয়ে নিই, তারপর না হয় কথা বলি!

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



মহাকাশে গিয়েতো আপনি সূর্যের কাছাকাছিই আছেন ।
এখন সেখানে কি দেখলেন, কি বুঝলেনন তা আমাদেরকে
জানালে আমরা বিশেষ ভাবে উপকৃত হবো ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬

নয়ন বড়ুয়া বলেছেন: বাপুরে সূর্যকেও ছাড় দিচ্ছে না!
আচ্ছা আমার একটা প্রশ্ন ছিলো, ভারতের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পড়ে, এই মন্তব্যটা করছি...
একটু বিষয়টা ক্লিয়ার করে দেবেন...
আচ্ছা নাসার সব কাজ কী সত্যিই? নাকি গ্রীন ক্যামেরায় ধারণকৃত? আমার এই প্রশ্নটি করার কারণ হলো, গতবছর একটা আর্টিক্যেল পড়েছিলাম, সেখানে তারা স্পষ্টভাবে বলছে, নাসা যা করে, সব নাকি বানানো...
চাঁদের অবতরণও নাকি...
যদিও ভারতে চন্দ্রযান পাড়ি না দেওয়ার আগ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কখনও কিছু বলে নাই...
চন্দ্রযান সফল হওয়ার পর এই প্রশ্নটি ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছিলাম...
আমার এগুলো সম্পর্কে ধারণা কম। আপনি যদি একটু সময় নিয়ে বিস্তারিত জানাতেন, তাহলে আমার সন্দেহটা ক্লিয়ার হতো...
ধন্যবাদ আপনার এই লেখাটার জন্য...
শুভ সকাল...

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার মন্তব্যেরর প্রেক্ষিতে একটি কথা বলি ।
বেশ অনেকদিন আগে হতেই একটি কথা অনেকের মাঝেই চলে আসছে যে
মহাকাশ বিজ্ঞানীদের চন্দ্র বিজয় সত্য ঘটনা নয় , এটা নাসার একটি
বায়বিয় রটনা ।
যাহোক, এ প্রসঙ্গে বলা যায় একজন দক্ষ মাঝি বাতাসের অনুকুলে প্রতিকুলে
দুদিকেই পালের নৌকা চালিয়ে নিতে পারেন ।
তেমনি যারা বলছেন চন্দ্রবিজয় সত্য ঘটনা নয় তারা তারা তাদের বুদ্ধি মত্তা
প্রযুক্তি খাটিয়ে তথ্য উপাত্ত ও ছবি দিয়ে তাদের কথার যথার্থতা
দেখিয়েছেন ।

অবার, নাসাও তাদের তথ্য উপাত্ত ও প্রামান্য ছবি দিয়ে মহাশুন্যে প্রয়োজন অনুযায়ী কৃত্তিম উপগ্রহ
ও রকেট উতক্ষেপন করে চন্দ্র বিজয়ের কথা বলেছেন । মহাশুন্যে নাসা বিজ্ঞানীগন প্রেরিত
কৃত্তিম উপগ্রহের কল্যানে এখন আমরা পৃথিবীর যে কোন প্রান্ত হতেই ছবি ও কথা সহ যোগাযোগ
করতে পারছি মহুর্তের মধ্যেই । তাদের সাফল্যগাথার কিছু প্রমান পাচ্ছি সকলেই হাতে নাতে ।

অপরদিকে ,এর বিপক্ষে যারা কথা বলছেন তারা কি নীজেদের প্রযুক্তি ব্যাবহার করে কথা বলছেন,
না মহাকাশ বিজ্ঞানীদের প্রযুক্তিই অবলম্বন করে তাদের বলা কথাগুলি পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্তে
ছড়িয়ে দিচ্ছেন ।

এখন ভাবার বিষয় যারা নীজেরা উপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন করে কথা বলছেন তাদের কথা বিশ্বাস করব,
না যারা মহাকাশ বিজ্ঞানীদের প্রযুত্তিই ব্যাবহার করে তাদেরই বিপক্ষে কথা বলছেন তাদের কথা শুনব ।
এখন সেটাই ভাবার বিষয় !!! It's simply a value judgement!!!

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
খুবই সুন্দর বর্ননা দিয়েছেন ছবিগুলোও সুন্দর।
তবে আফটার অল এটি ধ্বংশ হবে মানে সুর্য গিলে খাবে, বা ইতিমধ্যেই গিলে খেয়ে ফেলেছে।
তার আগেই পার্কার সোলার প্রোব পর্যাপ্ত ডাটা নাসাতে পাঠাতে পারবে।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



বর্ণনা ও ছবিগুলি সুন্দর অনুভুত হয়ায় ধন্যবাদ ।
সুর্য এটাকে গিলে খাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না ।
এখনই গিলে খেয়েছে কিনা তা খুব সহসাই হয়ত জানা যাবে ।
অন্য অনেক যানের মতই হয়ত এটা তার শেষ পরিনতির আগে
একটি SOS ম্যসেজ পাঠাতে পারবে !!

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৫

নূর আলম হিরণ বলেছেন: সূর্যের করোনা অঞ্চলে প্রবেশ করার পর সোলার পোব কিভাবে ডাটাগুলি পৃথিবীতে পাঠায়? সে অঞ্চলে সৌরঝড় থাকার কারণে ডাটা গুলি ঠিকভাবে পৃথিবীতে আসার কথা না। যেখানে পৃথিবীর দিকে একটা নির্দিষ্ট সময় এই ঝড় আসলে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি গুলি মিসবিহেভ করা শুরু করে, সেখানে সোলার পোব ডাটা এনালাইসিস করে পৃথিবীতে পাঠানোর প্রক্রিয়াটা কি?

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:



মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ । সূর্যের করোনা অঞ্চলে প্রবেশ করার পর সোলার প্রোব কিভাবে ডাটাগুলি পৃথিবীতে পাঠায় সে সম্পর্কে নাসা বিজ্ঞানীগনের সহজ উত্তর হলো -
Spacecraft send information and pictures back to Earth using the Deep Space Network (DSN), a collection of big radio antennas. The antennas also receive details about where the spacecraft are and how they are doing. NASA also uses the DSN to send lists of instructions to the spacecraft.

How Data Gets from the Sun to the Scientists | Parker Solar Probe পদ্ধটিকে এখানে ক্লিক
করে দেখতে পারেন ।



০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪

কল্পদ্রুম বলেছেন: বিষয়বস্তু, ছবি, বর্ণনা সব মিলিয়ে অসাধারণ উপস্থাপন।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



বিষয়বস্তু, ছবি, বর্ণনা সব মিলিয়ে অসাধারণ অনুভুত হওয়ার জন্য ধন্যবাদ ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩

শেরজা তপন বলেছেন: আপনার পোস্ট মানে ভিন্ন রকম কিছু। চমৎকার ছবি ও বর্ণনা অনেক কিছু জানলাম!
শেয়ার করার জন্য সবই শেষ ধন্যবাদ আপনাকে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



ছবি ও বর্ণনায় অনেক কিছু জেনেছেন শুনে খুশী হলাম ।
এটা শেয়ার করা স্বার্থক হয়েছে বলে বুঝে নিলাম ।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৫

অপু তানভীর বলেছেন: চমৎকার বর্ণনা ।
আমি কেবল ভাবছি গতির ব্যাপারটা । মাত্র ৩০ সেকেন্ডে নিউইয়র্ক থেকে লন্ডন !
ভাবা যায় এগ্লা ! :||

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



বর্ণনা চমৎকার হয়েছে শুনে ভাল লাগল ।
গতির বিষয়টি সত্যিই ভাবনার বিষয় ।
ধারনা করি মাত্র ৩০ সেকেন্ডে নিউইয়র্ক
হতে লন্ডন যেতে হলে এই যানটির জন্য
সুর্য পৃষ্ঠের কাছাকাছি স্থানের মত হতে হবে ।
কারণ সূর্যের মধ্যাকর্ষন শক্তি পৃথিবীর চেয়ে
অনেক অনেক গুণ বড় , এটা সুর্যের যত কাছে
যাবে এর গতিবেগ সূর্যের মহাকর্ষের কারণে
ততই বাড়বে ।
পৃথিবী হতে যাত্রাকালে এর গতিবেগ থাকে
ঘন্টায় মাত্র কয়েক হাজার মাইল , তার পরে
এর গতিবেগ ক্রমাগত বাড়তে থাকে ।
যাহোক, বিজ্ঞানীরা যেহেতু সুপারসনিক কনকর্ডের
মাধ্যমে এক দশক আগেই নিউইয়র্ক হতে মাত্র
৫২ মিনিটে যাত্রী নিয়ে লন্ডন আসতে পেরেছে
তখন ম মাত্র ৩০ সেকেন্ডে এ পথ পাড়ি দেয়ার মত প্রযুক্তি
তারা হয়ত এককালে উদ্ভাবন করেও ফেলতে পারে !!

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল


১০| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নাসার প্রধান কার্যালয়ের সামনে নাকি বিশাল আকারের একটা কোরআন শরীফ রাখা আছে।
ওখানকার সব বিজ্ঞানী নাকি এই কোরআন পড়েন এবং সব সমস্যার সমাধান বের করেন।
শুনে খুব ভালো লেগেছে।
এব্যাপারে আপনার বক্তব্য কী?

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



সাজ্জাদ ভাই, এটা একটা কথার মতই কথা বলেছেন ।
মহান আল্লাহ তায়ালা কোরান নাযিল করেছেন
বিশ্বের সকল মানুষের জন্যই । সকল বিশ্বাসীরাই
এটা পাঠ করেন জানা ও অনুসরনের জন্য। আবার
অনেক অবিশ্বাসীরাই এটা পাঠ করেন এর সমালোচনা
করার জন্য । কিন্তু এটা পাঠের সময় অনেক কিছুই
ধারণ করে নেন নীজেদের সুবিধার জন্য ।

যাহোক নাসার প্রধান কার্যালয়ের সামনে বিশাল
আকারের কোন কোরান রাখা আছে কিনা আমার
জানা নেই ।

তবে শুনেছি নাসায় কর্মরত বিজ্ঞানীদের মধ্যে অনেক
মুসলমান বিজ্ঞানী অছেন যাদের মধ্যে অনেকেই কোরানের
আয়াত সমুহকে ধারণ করে আছেন তাদের স্মৃতিতে
যেমনটি রাখেন কোরানে হাফেজ গন ।
অন্যদিকে বিশাল কোরানে থাকা বাণীগুলির মধ্যে একটি
বাণী আছে তা হল যারা সৎকর্মের প্রচেষ্টা করে আল্লাহ
তাদেরকে সাহায্য করেন প্রয়োজন অনুসারে।
বিশাল কোরানের এই একটি বাণীই যথেষ্ট । কারণ
এই ভাবেই আল্লাহ সকল সৎকাজে উদ্যোগীগনকে
তাদের সমস্যা বা লক্ষ অর্জনে সহায়তা করেন প্রয়োজন
অনুসারে, যে কারণে তারা তাদের কর্মে সাফল্য লাভ করেন ।

এখন প্রশ্ন উঠতে পারে যারা মানব বিধ্বংসী মারনাস্র তৈরী
করার চেষ্টা করেন তাদেরকে তাদের জটিল সমস্যা
সমাধানে সাহায্য কে করেন । এ বিষয়েও কোরানে আছে
কূকর্মে সহায়তা করে শয়তান এবং তাকে এর জন্য যথেষ্ট
ক্ষমতা দেয়া হয়েছে আল্লার তরফ হতেই সাময়িক কালের
জন্য , পরিনামে একদিন তাদেরকে তাদের কুকর্মের
প্রতিফল দেয়া হবে কঠোর ভাবে। সেদিন খুব দুরে নয়।

যাহোক বুদ্ধিমান বিশ্বাসী ও অবিশ্বাসী সকলের জন্যই
রয়েছে অনেক ভাবনার বিষয় ।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

১১| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে ব্যবহার করা ছবি গুলো দেখতে পারছি না। মনে হয় আমার নেট স্লো।
আমি আপনার এই পোষ্টে আবার আসবো।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০০

ডঃ এম এ আলী বলেছেন:




ছবিগুলি ছোট আকারে মন্তব্যের ঘরে দেয়া হয়েছে ।
এখন এসে সেগুলি দেখে যেতে পারেন ।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

১২| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭

প্রামানিক বলেছেন: আপনার পোষ্ট পড়ে অনেক অজানা তথ্য জানলাম। তবে ছবিগুলো পুরোপুরি ওপেন হচ্ছে না।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:১০

ডঃ এম এ আলী বলেছেন:




পোষ্ট পড়ে অনেক অজানা তথ্য জেনেছেন শুনে খুশী হলাম।
ইমগুর ব্যবহার করে ছবি বড় করে দেয়ায় হয়ত দেখতে পারছেন না ।
এখন মুল পোষ্টের ছবিগুলিকে ছোট আকারে ২১ নং মন্তব্যের ঘরে
যুক্ত করে দিয়েছি ।
আশা করি ছবিগুলো এখন ওপেন হবে ও দেখতে পাবেন ।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

১৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৭

ইসিয়াক বলেছেন: পোস্টটি আবার পড়বো তারপর মন্তব্য করবো।আপাতত প্রিয়তে রাখলাম।
দারুণ তথ্য সমৃদ্ধ পোস্টে ভালো লাগা জানবেন।
শুভেচ্ছা রইলো।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৩১

ডঃ এম এ আলী বলেছেন:


পোষ্টটি তথ্য সমৃদ্ধ ও ভালো গেগেছে জেনে খুশী হলাম ।
প্রিয়ত নেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

১৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

মিরোরডডল বলেছেন:




বছরের শুরুতেই আলী ভাইয়ের ইনফোরমেটিভ পোস্ট।
কত অজানা কে জানা!

আলী ভাইকে নতুন বছরের শুভেচ্ছা ।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:


অজানাকে জানাইতো আমাদের অন্যতম লক্ষ্য ।
পোষ্ট ইনফোরসেটিভ হয়েছে জেনে ভাল লাগল ।
পরীক্ষা কি শুরু হয়েছে? এনিওয়ে অসাধারণ
সাফল্য কামনা করছি ও দোয়া করছি ।

মিরোডডলের জন্যও রইল
ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা

১৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া
কি সাংঘাতিক ব্যপার স্যাপার!

সূর্য্যের মধ্যে চলে যাচ্ছে পার্কার!!!

আমার তো ভয় হচ্ছে সূর্য্য আবার না ভেঙ্গে চুরে যায় মানুষের জ্বালায়!

তখন কেমনে হবে ?

চন্দ্র সূর্য্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা। কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে........

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



হ্যাঁ সাংঘাতিক ব্যপার স্যাপারই বটে !

সূর্য্যের মধ্যে চলে যাচ্ছে পার্কার!!!
সাথে যাচ্ছে আমদের সকল আবেগ আর উশ্বাস
সুর্যতো প্রতিনিয়তই ভাঙ্গছে নীজের জ্বালাই
মানূষ মেখানে যেতে চায় শুধু তার ভাঙ্গা গড়া
প্রয়োজন মত ঠেকিয়ে বিশ্ব মানবতাকে আরো
ভাল ভাবে টিকে থাকতে সহায়তা করতে ।

চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে

আমার প্রিয় একটি গানের কথা যুক্ত করায়
এটা পাঠে নীজের মনেই গুন গুনিয়ে উঠে
এর বাকী মুলকথা গুলি -
ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

১৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কিন্তু এখনও ছবি গুলো দেখা যাচ্ছে না।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:

এখন মন্তব্যের ঘরে ছবিগুলি দেখতে
পাবেন বলে মনে করি । আবার আসার
জন্য ধন্যবাদ । আবারো আসার জন্য
আমন্ত্রন রইল ।

১৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

এক চালা টিনের ঘর বলেছেন: Shundor & valo post. Amio onek chobi dekhchina mobile theke.

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



পোষ্ট সুন্দর ও ভাল হয়েছে জেনে খুশী হলাম ।
এখন এসে ছবিগুলি দেখতে পাবেন বলে
মনে করি । ছবিগুলি সকলের দেখার
উপযোগী করে ছোট করে দিয়েছি
২১ নং মন্তব্যের ঘরে ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল ।

১৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট । নাসা সূর্য জয়ের দ্বারপ্রান্তে। দেখা যাক কি হয় ।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:০১

ডঃ এম এ আলী বলেছেন:


পোষ্ট তথ্য বহুল অনুভুত হওয়ায় ধন্যবাদ ।
ঠিকই বলেছেন মানুষ সূর্য জয়ের দ্বারপ্রান্তে।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল ।

১৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

করুণাধারা বলেছেন: বোঝা গেল, দাওয়াতুল ইসলাম নামক ইসলামী সংঘটনটি অতিথি বক্তা হিসেবে একদম সঠিক মানুষকে নির্বাচন করেছে। ব্লগের পাতায় যেমন নানা অজানা বিষয়কে আপনি সহজ এবং আকর্ষণীয় করে উপস্থাপন করেন, শিশু কিশোরদের জন্যও একটি কঠিন বিষয়কে সহজ এবং আকর্ষণীয় করে উপস্থাপন করেছেন। এই পোস্ট পড়ার আগে নাসার "মিশন আউট লাইন টু টাচ সান" সম্পর্কে আসলে আমার কিছুই জানা ছিল না। তাই আপনার শ্রোতা শিশু কিশোরদের মতোই আমিও বিস্ময় বিমুগ্ধতা নিয়ে এই সূর্যাভিযানের সম্পর্কে জানলাম।

ছবিগুলো দেখতে পেয়েছি; ক্রমান্বয়ে পার্কার প্রোব সূর্যের কাছাকাছি এগিয়ে চলেছে... দ্বিতীয় পর্বে সূর্যের কাছাকাছি গিয়ে পার্কার প্রোব কি দেখতে পেল এখন তার সচিত্র বিবরণ পড়ার অপেক্ষায় থাকলাম।

কিছু জিনিস বুঝতে পারছি না, ১)পার্কার যা দেখতে পাবে সেই তথ্য পাঠাতে গেলে সৌর বায়ুর কারণে তা ব্যাহত হতে পারে কিনা ২) পার্কার কি ধরণের ধাতু দিয়ে তৈরি যে প্রচন্ড উত্তাপেও কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি, এবং ৩) ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে এত বছরের যাত্রা করতে পার্কার কী জ্বালানী ব্যবহার করছে।‌

আশাকরি এখন সুস্থ আছেন। অনেক ধন্যবাদ জানাই এই লেখাটির জন্য। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:৫০

ডঃ এম এ আলী বলেছেন:




শ্রোতা শিশু কিশোরদের মতোই আমিও বিস্ময় বিমুগ্ধতা নিয়ে এই সূর্যাভিযানের সম্পর্কে জেনেছি ।

ছবিগুলো দেখতে পেয়েছেন দেখে ভাল লাগল । ঠিকই বলেছেন ক্রমান্বয়ে পার্কার প্রোব সূর্যের
কাছাকাছি এগিয়ে চলেছে, দ্বিতীয় পর্বে সূর্যের কাছাকাছি গিয়ে পার্কার প্রোব কি দেখতে পেল তা
দেখানোর প্রয়াস নিব পরের পর্বে ।

কিছু জিনিস বুঝতে পারছেন না সম্পর্কে প্রথমে থাকা বিষয়টি যথা ১)পার্কার যা দেখতে পাবে
সেই তথ্য পাঠাতে গেলে সৌর বায়ুর কারণে তা ব্যাহত হতে পারে কিনা এবং তা দেখার জন্য
অনুগ্রহ করে উপরে থাকা ৬ নং মন্তব্যের প্রেক্ষিতেএ আমার প্রতিমন্তব্যটি দেখে আসতে পারেন ।
২) পার্কার কি ধরণের ধাতু দিয়ে তৈরি যে প্রচন্ড উত্তাপেও কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি,
জানা ও দেখার জন্য উপরে মুল পোষ্টের ৩৬ নং ছবির নীচে দেয়া ভিডিও টি ক্লিক করে
দেখতে পারেন . নীচে ২১ নং মন্তব্যের ঘরে ৩৬ নং ছবির নীচেও এটা দেখানো হয়েছে ।
সেখানেও এটি দেখতে পাবেন ।

আর আপনার ৩ নং অভিযাচিত বিষয়ে যথা
২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে এত বছরের যাত্রা করতে পার্কার কী জ্বালানী
ব্যবহার করছে ; এ প্রসঙ্গে নাসার বিজ্ঞানীরা জানান যে -
The primary power for the spacecraft is a dual system of solar panels (photovoltaic
arrays).

A primary photovoltaic array, used for the portion of the mission outside 0.25 au,
is retractedbehind the shadow shield during the close approach to the Sun, and a
much smaller secondary array powers the spacecraft through closest approach.
This secondary array uses pumped-fluid cooling to maintain operating temperature
of the solar panels and instrumentation

এখন আল্লার রহমতে ও আপনাদের সকলের দোয়ায় অনেকটা সুস্থ আছি ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

২০| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১১

সোনালি কাবিন বলেছেন: বিকালে পড়েছিলাম। দুর্দান্ত

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৩:০১

ডঃ এম এ আলী বলেছেন:


পোষ্টটি দুর্দান্ত হয়েছে শুনে ভাল লাগল ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

২১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

ডঃ এম এ আলী বলেছেন:
যারা মূল পোষ্টে ছবি দেখতে পারেন নি তাদের দেখার সুবিধার্থে ছবিগুলিকে এখানে ছোট করে দেয়া হয়েছে ।


১. সূর্যকে ষ্পর্শ করার জন্য ফ্লোরিডার কেপ ক্যনাবেল হতে ২০১৮ সালে সোলার পার্কার প্রোব
ধারণ করে শক্তিশালী ডেল্টা IV হেভি রকেট উত্তোলন

২. কয়েক বছর দ্রুত গতিতে পথ ছলার পর এটা সূর্যের কাছাকাছি গমন করে

৩ অবশেষে মহাকাশযানটি সূর্য়ের ৮ম কক্ষপথে এসে পৌঁছায়

৪. এই মিশন প্রকল্পের বিজ্ঞানীরা নূর রোফি বলেন আশ্চর্যজনক, পার্কার সোলার প্রোব সূর্যকে স্পর্শ করছে

৫.ক্যরিয়ারের শুরু হতেই তিনি এই মহুর্তটির জন্য অপেক্ষমান ছিলেন

৬. পার্কার সোলার প্রোবের অন্যতম প্রধান লক্ষ ছিল সৌর করোনার মাধ্যমে উড়ে গিয়ে সূর্যকে
ষ্পর্শ করা যা এখন সাধিত হয়েছে । অতএব সুর্যকে স্পর্শ করা বলতে কি বুঝায় ?

৭. এটা জানতে হলে তাকাতে হবে সুর্য়ের স্ট্রাকচারের দিকে

৮. পৃথিবীর মত সূর্যের পৃষ্ঠদেশে সলিড কিছু নেই

৯. এটি হট প্লাজমার দৈত্যাকার বল, যা নিজস্ব মাধ্যাকর্ষণ দ্বারা একত্রিত হয়

১০. এই সারফেস হতেই সৌর মেটেরিয়েল প্রবাহিত হয়

১১. তবে এটি সূর্যের চারপাশে, সূর্যের মাধ্যাকর্ষণ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা আবদ্ধ

১২ এই উপাদানটি সূর্যের বায়ুমণ্ডল গঠন করে – যা করোনা নামে অভিহিত

১৩. অবশেষে একটি সময়ে কিছু গরম এবং দ্রুত ধাবমান সৌর উপাদান সূর্যের টান থেকে রক্ষা পায়

১৪. এবং সৌর বায়ু হিসাবে মহাকাশে প্রবাহিত হয়

১৫. এটা Alfven critical surface হিসাবে পরিচিত

১৬. এই সীমানা ঠিক কোথায় তা বিজ্ঞানীরা জানতোনা

১৭. কিন্তু ইতিহাসে এই প্রথ মহাকাশজানটি একে অতিক্রম করে করোনায় ( Corona ) প্রবেশ করেছে

১৮. পার্কার সোলার প্রোব করোনায় প্রবেশ করে তার অনুসন্ধান শুরু করেছে

১৯. সৌর উপাদান স্পর্শ করে সূর্যের সাথেই আবদ্ধ রয়েছে

২০. পাতলা (উইস্পি) করোনা স্তরটি বেশির ভাগ সময় দেখতে খুব ক্ষীণ

২১. তবে এটি পূর্ণ সূর্যগ্রহণের সময় বেশ ভাল ভাবেই প্রকাশ পায়

২২. সূর্যগ্রহণের সময় সুর্যের বায়ুমণ্ডল নিয়ে শতাব্দিকাল ধরেই বিজ্ঞানিগন গবেষনা করে আসছে

২৩. কারণ সুর্য কিভাবে সৌরজগতে আমাদের জীবনকে প্রভাবিত করে তা জানা থুবই জররী

২৪. কিন্তু করোনার অনেক কিছুই থেকে গেছে রহস্যাবৃত

২৫. প্রকল্পটির বিজ্ঞানি বলেন জ্যোতির্পদার্থবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি
চ্যালেঞ্জিং রহস্য এমন একটি অঞ্চলে ঘটে যাকে আমরা সৌর করোনা বলি

২৬. প্রথম রহস্যটি হলো এর উত্তাপ সংক্রান্ত

২৭. ফটোস্ফিয়ারের চেয়ে করোনা প্রায় ৩০০ গুণ বেশি গরম

২৮. নীচে সূর্যের দৃশ্যমান সূর্য পৃষ্ঠ

২৯. দ্বিতীয়ত সূর্য থেকে প্রবাহিত কণার একটি ধ্রুবক প্রবাহ রয়েছে যা সৌর বায়ু নামে পরিচিত

৩০ এগুলি করোনা থেকে প্রতি ঘন্টায় মিলিলিয়ন মিলিয়ন মাইল বেগে ত্বরান্বিত হয় এবং জানা যায়নি এটা না কিভাবে হয়

৩১. সৌর বায়ু আমাদের উপগ্রহ এবং প্রযুক্তিকে ব্যাহত করতে পারে

৩২. তাদের আরও ভালভাবে সুরক্ষা জন্য আমাদের যেতে হবে যেখানে সৌর বায়ু শুরু হয়

৩৩. তাই কিছুক্ষণের জন্য নাসার মূল লক্ষ্য হয়েছে সেখানে যাওয়ার

৩৪. নাসা প্রথম ১৯৫৮ সালে সূর্যের কাছে একটি মহাকাশযান পাঠানোর ধারণাটির প্রস্তাব করেছিল

৩৫. উচ্চ তাপমাত্রায় টিকে থাকার মত প্রযুক্তি ২০০০সাল পর্যন্ত নাসার কাছে ছিল না

৩৬.সেই প্রযুক্তি অর্জনের পর ২০১৮ সালে লাঞ্চ হওয়ার পর থেকে পার্কার সূর্যের দিকে যাচ্ছে

এই ভিডিও ক্লিক করে দেখুন A Spacecraft Touched The Sun! Why Didn't It Melt?

৩৭. তারপর ২০২১ সালের এপ্রিলে পারকারের সূর্যের চারপাশে অষ্টম কক্ষপথে অবস্থান

৩৮. মহাকাশযানটি সূর্যের পৃষ্ঠা থেকে প্রায় 20 সোলার radii বা ৮ মিলিয়ন মাইল দূরে ছিল

৩৯. যখন এটি করোনায় প্রবেশ করেছে

৪০ এটি একটি বিশাল মাইলফলক যা বিজ্ঞানীদেরকে এই বিন্দুতে আসতে ৬ দশকেরও বেশি সময় লেগেছে

৪১. পার্কার সোলার প্রোব মহাকাশজানটি এখন পর্যন্ত সূর্যের দিকে যে পথ পারি দিয়ে তার চিত্র

২২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সুইচব্যাক সম্পর্কে আরও জানার অপেক্ষায় রইলাম।

পার্কার কিভাবে সূর্য রশ্নি থেকে বাঁচলো, এই তথ্যটা দারুণ!!!

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



সুইচব্যাক সম্পর্কে এখনো অনেক জানার অছে ।

পার্কার কিভাবে সূর্য রশ্নি থেকে বাঁচলো সেটা
বের করতেও বিজ্ঞানীদের হিমসিম খেতে হয়
এবং এই প্রযুক্তি উদ্ভাবনে তাদের অনেকগুলি
বছর ব্যয় করতে হয় । যাহোক অবশেষে
সফল হয়েছে ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল ।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৫

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,




সোলার প্রব বিষয়ে জানা থাকলেও এতো খুটিনাটি জানতুম না। এই অনুসন্ধানীয় লেখাটি থেকে অনেক কিছুই জানা হলো।
সহব্লগার নয়ন বড়ুয়া, নূর আলম হিরণ এবং করুণাধারার উত্থাপিত বিষয়ে আমারও জানতে ইচ্ছে করেছিলো। দেখলুম, তার অধিকাংশই আপনি তাদের প্রতিমন্তব্যগুলোতে যতোখানি সম্ভব ব্যাখ্যা করে দিয়েছেন। সম্ভবত পরের খন্ডে আরও নতুন কিছু জানতে পারবো।

আপনার এমন পরিশ্রমী গুনটির জন্যেই আপনি ব্লগে একটি আলাদা উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আপনি থাকুন সুস্থ্য শরীরে, এমনই টগবগে একটা মন নিয়ে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:





আপনারা নানা নাতিন গ্রহ নক্ষত্র ছাড়িয়ে যেখানে নিহারিকে
নিয়ে মেতে আছেন সেখানে পার্কার সোলার প্রবের অভিযান
জানবেন না তাকি হয় । তবে নিহারিকার দুর্লভ বিষযাদি
নিয়ে মেতে থাকায় প্রবের খুটিনাটি নিয়ে মেতে থাকার
সময় কোথায় পাবেন :)

নয়ন বড়ুয়া, নূর আলম হিরণ এবং করুণাধারার উত্থাপিত
বিষয় গুলি নিয়ে আমারো তেমন জানা ছিলনা । তাদের
উত্থাপিত বিষয়ে নাক গলাতে গিয়ে আমি্ও সে গুলিকে
আরো ভালভাবে জেনেছি ও তারই কিছু সচিত্র তথ্য
ভিডিও লিংক দিয়ে তুলে ধরতে পেরেছি । কথায় বলে
জানছিলে কোথায়, উত্তর হলো ঠেকছিলাম যেথায়,
আমারো আবস্থা হয়েছিল তাই। ধন্যবাদ জানাই
তাঁদেরকে ।

এই ব্লগে আপনার উচ্চতার তুলনায় আমার উচ্চতা
পর্বত আর মুষিকের মতো । যাহোক আপনার
প্রসংসামাখা কথায় অনেক অনেক অনুপ্রানীত
হলাম। কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধাভাজনেষু ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

২৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৩

সোহানী বলেছেন: ও মাই গড!!!!!! বছরের শুরুতেই আপনার এ পোস্ট একটা শুভ লক্ষন। সারা বছর আপনাকে যেমন পাবো তেমনি বাকি ব্লগারদের লিখাও পাবো।

অসাধারন একটা পোস্ট দিয়েছেন। সাথে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন ছবি সহ তা বাচ্চা, বুড়ো, আমার মতো কম বুদ্ধিমান প্রানীও সহজে বুঝতে পেরেছে।

আমি মনে প্রানে একজন বিজ্ঞান বিশ্বাসী মানুষ। বিজ্ঞানের কোন সীমারেখা নেই। যে সূর্য্যকে কখনই কেউ স্পর্শ করতে পারবে না বলে মনে করতো তাও আজ নাগালের ভীতর। এরপর কত দূর যাবে তার গ্যারিন্টি কোথায়???

কিছু প্রশ্ন মাথায় খেলছিল, যেমন কিভাবে ডাটা পৃথিবীতে পাঠায়? কিন্তু মন্তব্যের উত্তরে তা পেয়েও গেলাম।

আবারো অসংখ্য ধন্যবাদ এমন একটি লিখা উপহার দেবার জন্য।

এবার ছোটদের জন্য বিজ্ঞানের বই লিখা শুরু করে প্লিজ। দেশে খুব কমই বিজ্ঞান লেখক আছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২২

ডঃ এম এ আলী বলেছেন:




পোষ্টটি অসাধারণ অনুভুত হয়েছে জেনে খুবই খুশী হলাম ।

দোয়া করবেন বছরটা যেন শুভতেই কাটে, ভাঙ্গা চোড়া হাত নিয়েও লেখা যেন ফুটে ।

আমিও কল্পনা করতে পারিনি জলন্ত অগ্নীর চাইতেও ১০ হাজার গুণ উত্তপ্ত সূর্য্যকে কখনই কেউ
স্পর্শ করতে পারবে , এর থেকে কোটি মাইল দুরে থাকতেই আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে
যাওয়ার কথা। অথচ সুর্য় আজ মানুষের বিজ্ঞানে নাগালের ভীতর চলে এসেছে । আল্লাহ তায়ালা
মানুষকে কত হিকমতের অধিকারী করেছেন । কৃতজ্ঞতা জানাই মানুষকে প্রভুত জ্ঞান ও হিকমত
দানকারী বিশ্ব ব্রম্মান্ডের মহান সৃস্টিকর্তা আল্লাকে । আর অভিনন্দন জানাই সেই সকল মেধাবী
বিজ্ঞানীদেরকে যাদের মেধা ও অক্লান্ত পরিশ্রমে এমনতর অসাধ্য সাধন হয়েছে ।

আপনার কিছু প্রশ্নের উত্তর এই পোষ্টের মন্তব্যের প্রতিউত্তরে পেয়ে গেছেন জেনে ভাল লাগল ।

ছোটদের অনুরোধে তাদের জন্য এই ব্লগে প্রকাশিত লেখা হতেই কয়েকটি লেখাকে কিছু কিছু
পরিমার্জন ও পরিবর্ধন করে ইতোমধ্যে কয়েকটি বই লেখার পর সেগুলী প্রকাশিত হয়েছে ।
নীচে দুটি বই এর ছবি দেখুন । বই লেখার জন্য আপনার অনুপ্রেরণা কাজে দিয়েছে ।
কৃতজ্ঞতা জানবেন ।



ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

২৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮

মিরোরডডল বলেছেন:




পরীক্ষা কি শুরু হয়েছে? এনিওয়ে অসাধারণ
সাফল্য কামনা করছি ও দোয়া করছি ।


শুভকামনার জন্য আলী ভাইকে থ্যাংকস।
কিন্তু কোন পরীক্ষা সেটাই বুঝতে পারছি না :)

আলী ভাই কি অন্য কারো সাথে আমাকে গুলিয়ে ফেলেছে, নাকি আমি মনে করতে পারছিনা কোন পরীক্ষার কথা বলেছিলাম!
এখন কি হবে #:-S

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



এইতো মাত্র দিন কয়েক আগে কোন এক পোষ্টে
পড়েছিলাম আপনি নাকি পরীক্ষার জন্য দিন কতেক
ব্যস্ত থাকবেন , সে জন্য আমি দোয়াও
করেছিলাম বলে মনে পড়ে ।
এখনতো মনে হচ্ছে বোধ হয় আমারই ভুল হয়েছে কোথাও।
বয়স বাড়ার সাথে সাথে স্মৃতি শক্তি কমে যাচ্ছে ।
কোন ভুল হলে ক্ষমাসুন্দর চোখে দেখার অনুরোধ রইল ।
এখন আর কিছু হবেনা , খুশী থাকুন :)

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৪৪

নাইমুল ইসলাম বলেছেন: অবিশ্বাস্য অর্জন! বিন্দুমাত্র জানতাম না এইটা সম্পর্কে। আমার এক ভাগ্নি space নিয়ে ভীষণ fascinated। ওর সাথে অবশ্যই এইটা নিয়ে দারুণ আলাপ হবে।

নিপুণ সংকলিত পোস্ট। ২য় পর্বের অপেক্ষায় রইলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



হ্যাঁ বিজ্ঞানীদের এই অর্জনটা প্রথমে অবিশ্বাস্য মনে হলেও
এখন তারা এটাকে বিশ্বাসে পরিনত করে ফেলেছে ।
আপনার ভাগ্নির সাথে মহাকাশ নিয়ে আলাপ
করবেন শুনে খুশী হলাম ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল ।



২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিগুলো দেখা গেল না। কত চেষ্টা করলাম

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



সেই যে বছর ছয়েক আগে আপনার মোবাইলোগ্রাফির
মাধ্যমে ইমগুর ব্যাবহার করে ছবি কিভাবে বড় করে
পোষ্ট দেয়া যায় তা শিখে যে বিদ্য প্রয়োগ করেই
এতদিন ধরে ছবি বড় করে পোষ্ট দিয়ে আসছি ।
এর জন্য কৃতজ্ঞতা জানবেন ।
যাহোক ছবি দেখা যায়নি বলে এতদিন কোন
অভিযোগ শুনিনি । ইদানিং শুনছি অনেকেই ছবি
দেখতে পারছেন না । মনে হয় অনেকেই যারা
ইমগুর ব্যবহার করেন না কিংবা ইমগুরের
লেটেস্ট ভারসান আপডেট করেন নি
তারা ছবি দেখতে পারছেন না , কিংবা
লেপটবে পুরানো উনইন্ডোস ও মোবাইলে
ইমগুর সহযোগী এপস ইনসন্টল করেননি
তারা ছবি দেখতে পারছেন না ।
যাহোক বিষয়টি আমার বোধগম্য হচ্ছেনা ।

যাহোক, ইমগুর ব্যবহার করে দেয়া ছবি যারা
দেখতে পারছেন না তাদের জন্য সবগুলি ছবি
ছোট করে সকলের দেখা উপযোগী করে
এই পোষ্টের ২১ নং মন্তব্যের ঘরে দিয়ে
দিয়েছি । বিষয়টি এই পোষ্টের একেবারে
প্রথমেই পাঠকের দৃষ্টি আকর্ষন করছি
বলে উল্লেখো করে দিয়েছি ।
যাহোক এখন মন্তব্যের ঘরে দেয়া ছবিগুলি
দেখতে পারছেন কিনা জানালে বাধিত হবো ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

মিরোরডডল বলেছেন:





আমিতো সবসময়ই ভুলোমনা, সেরকম কিছু মনে করতে পারছিনা।
কোন সমস্যা নেই, জীবন যুদ্ধের পরীক্ষা প্রতিনিয়ত দিচ্ছি, তারজন্য আলী ভাইয়ের শুভকামনা গ্রহণ করলাম :)

কমেন্ট থেকে জানি আলী ভাইও বিশেষ ভালো নেই।
আই উইশ সবসময় সুস্থ আর আনন্দে থাকবে।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:



তবে তাই হোক
জীবন যুদ্ধের সকল পরীক্ষায়
ডিসটিংশান নিয়া
মহা সাফল্য
আসুক :)

২৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪

রোকসানা লেইস বলেছেন: আগে পড়েছিলাম অফ লাইনে আর জ্বরতপ্ত শরীরে আবার মনোযোগ দিয়ে পড়লাম । ছোটদের মতন আমিও বুঝে নিলাম ব্যাপারটা।
ছোটদের বোঝানোর জন্য আসলে নিজেকে প্রচুর জানতে হয়। ভাগ্যিস আপনাকে বক্তা হিসাবে ডেকেছিল। এখন এই শিশুদের অনেকে নাশাতে পড়তে যাওয়ার আগ্রহ হবে।
এই বাচ্চাদের মনে আগ্রহ তৈরি করে দেয়াটা দারুণ একটা বিষয়। ধন্যবাদ আপনাকে।
পি এসপি ক্ষেপণের সময় ওরা খুব দ্রুত করতে পেরেছে। বর্তমান সময়ে সব কিছুই কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি সূর্যে পার্কারের উৎক্ষেপনের বিষয়টা লেখায় আনতে গিয়েও লিখিনি । ভালো হয়েছে আপনার লেখাটা একদম আনকোরা হয়ে গেলো।
সূর্য ছূঁয়ে পারকার ফিরে এলে আরো অনেক জানা যাবে আমাদের ভালো রাখার শক্তির উৎস সূর্য সম্পর্কে । সঠিক তথ্য নিয়ে বিজ্ঞান আরো এগিয়ে নিয়ে যাক আমাদের ।
আরো দারুণ চমক আসুক আপনার জ্ঞান ভান্ডার থেকে চব্বিশ সালে।
শুভকামনা রইল

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



সূর্যতাপে মনে হয় আপনার জ্বরতাপের উপসম হয়েছে,
তাতেই ফিরে আসতে পেরেছেন এখানে ।
নতুন তত্ব জানা গেলো, সুর্য়তাপে
জ্বরতাপের উপসম হয় :)

ভাল করে জানতে ও বুঝতে পারলাম এখনকার শিশুরা
ধর্মের পাশাপাশি এমনকি বেশীই বিজ্ঞানের প্রতি আনুরাগী ।
এখন সেই মসজিদে জুমার জামাজে গেলে শিশুরা কাছে
এসে সালাম দিয়ে জিজ্ঝাসা করে বিজ্ঞানের আরো নতুন কিছু
আশ্চর্যজনক বিশয দেখার মত কিছু আছে কিনা?
বিজ্ঞানের বিষয়ে শিশু কিশোরদের আগ্রহ দেখে ভাল লাগে।
মনে বিশ্বাস জাগে তাদেরকে বিজ্ঞান মনস্ক হিসাবে গড়ে
তুলতে পারলে আমরা একদল মেধাবী বিজ্ঞানী প্রজস্ম
পাব ।

অনেকের ধারনা পার্কারকে সুর্য় গিলে খাবে ,
না হয় ইতোমধ্যে গিলে খেয়েছে । এই পোষ্টে মন্তব্যের
ঘরে তেমনটিই বলেছেন ব্লগার হাসান কালবৈশাখী।
যাহোক, তারপরেও যদি মিশন শেষে পার্কার ফিরে
আসে তবে সেটি অবশ্যই ঐ মিউজিয়ামে জায়গা পাবে।
তখন না হয় দেখে আসবেন একে ।

দোয়া করুন চব্বিশ শালটায় বিধাতা যেন
সচল রাখেন আমাকে লেখালেখির তরে ।

ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

৩০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

নিমো বলেছেন: লেখক বলেছেন: এখন ভাবার বিষয় যারা নীজেরা উপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন করে কথা বলছেন তাদের কথা বিশ্বাস করব,
না যারা মহাকাশ বিজ্ঞানীদের প্রযুত্তিই ব্যাবহার করে তাদেরই বিপক্ষে কথা বলছেন তাদের কথা শুনব ।
এখন সেটাই ভাবার বিষয় !!! It's simply a value judgement!!!

এমন অসাধারণ বুদ্ধিদীপ্ত উত্তর একমাত্র আপনার পক্ষেই সম্ভব। আপনাকে নববর্ষের শুভেচ্ছা! আপনি দীর্ঘজীবি হোন।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৪

ডঃ এম এ আলী বলেছেন:


ঐ বিষয়ে আমার এর থেকে আর বেশী কিছু বলার ছিল না ।

আপনার প্রতিউ রইল নববর্ষের শুভেচ্ছা
সাথে দীর্ঘজীবি হওয়ার কামনা ও দোয়া ।

৩১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: পার্কারের সুর্য ছুয়ে ফিরে আসার পর আমরা আরো কিচু জানতে পারবো। সুর্য সম্পর্কে আমাদের আরো জানার দরকার। নক্ষত্রের গাঠনিক উপাদানের পুংখানুপুংখতা, তাদের মাধ্যকর্ষন দ্বারা একত্রিত থাকার যথেষ্ট স্বচ্ছ তথ্য জানতে পারবো? তাছাড়া আমার যে প্রশ্ন হট প্লাজমার দৈত্যাকার বল এই সুর্যের প্লাজমাকে কি আদ্যৗ স্পর্শ করা যাবে? সেটি কি সম্ভব হয়েছে? নাকি বায়ৃমন্ডলেই কেবল প্রবেশ করেছে? ২য় পর্বের অপেক্ষায় থাকলাম।

আপনার দাওয়াতুল ইসলাম নামক একটি ইসলামি সংগঠনের ছাত্রদের বিজ্ঞান কুইজ প্রতিযোগীতায় আপনার অংশগ্রহনের সংবাদ শুলে ভালো লাগলো। কারন ওদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করা উচিত। কারন ইদানিং বিজ্ঞানমনস্ক নামের ছদ্মবেশি অপরাধীরা যেনো বিজ্ঞানকে ওদের বাপের সম্পত্তি বানিয়ে দিয়েছে। ওদের ধারনা বিশ্বের সব বিজ্ঞানী নাস্তিক। বিজ্ঞান জানতে গেলেই সম্ভবত নাস্তিক। ওদের এহেন আচরনে হাসি পায়। আপনার কি মনে হয় বিজ্ঞান কি কারো বাপের সম্পত্তি? নাস্তিক আস্তেক সকলেই বিজ্ঞানের জ্ঞানে গুনিত হবে। কিন্তু কিছু ব্যাক্তির হাস্যকর এসব কথা শুনে হাসিই পাই শুধু।

স্রষ্টার এই সৃষ্টি জগৎ জানার আগ্রহ স্রষ্টাই মানুষেই মাঝে সৃষ্টি করেছে। ধর্মগ্রন্থগুলোতে নির্দেশ আছে। তবে আমার কি মনে হয় মানুষ বেশি দেয় এগুতে পারবে না। কারন এভাবে মহাবিশ্বের কতদুরই বা যেতে পারবে মানুষ। আমরা জানি মানুষ নক্ষত্র থেকে নক্ষেত্রে যাবে। কিন্তু আমাদের ছায়াপথ, যাকে মিল্কিওয়ে বলা হয়, প্রায় 100 আলোকবর্ষ জুড়ে এটির বিস্তৃতে। এমনকি যদি আমরা আলোর গতিতে ভ্রমণ করতে পারেন, আমরা 100 বছর পরে গ্যালাক্সির অপর প্রান্তে পৌঁছাবেন। আবার মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে এ্যান্ডামিডা গ্যালাক্সিতে পৌছতে ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই দূরত্বটি গণনা করতে পেরেছেন এবং এটি তার সর্পিল ডিস্কের আকারের 15 গুণ বেশি, দুই মিলিয়ন আলোকবর্ষের কম নয়। এত দুরত্বে পৌছত্বে ২/৩ জেনারেশন পার হয়ে যাবে তাও পৌছনো সম্ভব হবে না। গ্যালাক্সি থেকে গ্যালাক্তি ভ্রমন কিভাবে সম্ভব? আমার মনে হয় এর জন্য প্রয়োজন অন্য পথ। আধুনিক বিজ্ঞান যেমন হোয়াইট হোল বা টাইম ট্রাভেল জাতীয় কল্পনা করছে। এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যাবার সহজ পথ। আল কোরআনে ঠিক এমন আসমানের দরজা সমূহ সম্পর্কে বলা আছে। যেমন আল কোরআনে বলা আছে “ হে জিন ও মানবজাতি, যদি তোমরা আসমানসমূহ ও যমীনের সীমানা থেকে বের হতে পার, তাহলে বের হও। কিন্তু তোমরা তো (আল্লাহর দেয়া) শক্তি ছাড়া বের হতে পারবে না “। এখানে লক্ষ্য করুন একটি শক্তির কথা বলা হচ্ছে। যে শক্তি ছাড়া সম্ভব নয়। তবে আমার মনে হয় ঐ মুহুত্বে স্রষ্টিার প্রতি বিশ্বাসি শ্রেনিটািই পৃথিবীতে বেশি প্রয়োজন পড়বে। স্রষ্টার অনুমতি ছাড়া যেহেতু সেটা সম্ভব নয়। অতএব ধর্মের পক্ষের লোকদের বিজ্ঞান বেশি জানা দরকার। তাদেরই সময় আসছে মহাজাগতিক গবেষনায়।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৩

ডঃ এম এ আলী বলেছেন:



খুবই মুল্যবান এ্টি মন্তব্যের জন্য ধন্যবাদ ।
সুর্যের প্লাজমাকে কি আদ্যৗ স্পর্শ করা যাবে কিনা
সে সন্ত্রান্ত বিষয়ে তাদের টাচ দি সান মিশনের
অলোকে নাসার বিস্তারিত সংবাদ বিবরণীর জন্য
অপেক্ষা করছি । এবিষয়ে তাদের কথাগুলি জানার
পরে ২য় পর্ব প্রকাশের অপেক্ষায় আছি ।

আপনি ঠিকই বলেছেন , আমাদের শিশু কিশোরদেরকে যদি
তাওহিদি ধর্মীয় বিশ্বাস ও আচার আচরণ শিক্ষার পাশাপাশি
পবিত্র কোরানে বর্ণীত মানব জীবন হতে শুরু করে পরিবেশ
প্রকৃতি ও মহান খোদাসৃষ্ট মহাবিশ্বের সকল বিষয়ে
পবিত্র কোরানে বর্ণিত বিষয়াবলীর বৈজ্ঞানিক বৈষ্টাবলী
নিয়ে জানা ও সাধনার জন্য বিজ্ঞানমনস্ক হিসাবে গড়ে
তোলা যায়, তবেই না তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে
নীজের উন্নতি সহ স্বদেশ ও বিশ্বমানবতার সেবায় সঠিক
ভাবে নিয়োজিত করতে পারবে ।

গ্যলাক্সি ও মিল্কিওয়ে নিয়ে বেশ মুল্যবান তথ্য সমৃদ্ধ
আপনার কথামালা আমার পোষ্টটিকে আরো সমৃদ্ধ
করেছে , এ জন্য রইল বিশেষ ধন্যবাদ ।

আপনি ঠিকই বলেছেন ধর্মের পক্ষের
লোকদের বিজ্ঞান বেশি জানা দরকার।
তাদেরই সময় আসছে মহাজাগতিক
গবেষনায়।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

৩২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৮

সোহানী বলেছেন: আপনার বইগুলো দেখে অসম্ভব ভালো লাগছে। কিভাবে সংগ্রহ করতে পারি?

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:



ঠিকানা পেলে পাঠিয়ে দিতে পারি কোরিয়ারে,
না হয় সাক্ষাতে , যেটা ভাল মনে করেন
জানালে কর্ম হবে তেমন করে ।

শুভেচ্ছা রইল

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:






The Cow and The Frog গল্পের মতো বিজ্ঞান কি আমাদের উন্নতির শিখরে নিতে নিতে ধ্বংস করে দিবে একদিন? ঠিক বুঝতে পারছি না। যুদ্ধ বিগ্রহ দেখে দেখে মাঝে মাঝে মনে হয় আমাদের মনে হয় এতোটা উন্নতি দরকার ছিলো না।

অনেক তথ্য উপাত্ত নিয়ে লিখেছেন। লেখা পড়ে বেশ ভালো লেগেছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪২

ডঃ এম এ আলী বলেছেন:




ছবিটা খুবই সুন্দর হয়েছে । সময় নিয়ে ধৈর্য ধরে পাঠের জন্য ধন্যবাদ ।
সৃস্টি তার নীজের নিয়মেই একদিন ধ্বংস হয়ে যাবেনা । আমাদের
বিজ্ঞানকে কিছুই করতে হবে না । অমাদেরকে নিয়ে গোটা সৌর জগতটাই
বিধাতার নিয়মে নীজেই কিভাবে ধ্বংস হয়ে যাবে সে বিষয়ে পোষ্ট আসছে।
তবে এখন পাখীদেরকে নিয়ে ব্যস্ত আছে , পাখীর উড়াল শেষে সেটা
মহাবিশ্বের যেথানে থামে সেখান হতেই শুরু হবে সে কথা বলা ।

শুভেচ্ছা রইল

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:২৯

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: সূর্য সম্পর্কে অনেক দিনের ইচ্ছে ছিল নতুন কিছু জানার। আপনার গবেষণা মূলক লেখা ও বিবরণ পড়ে এবং দেখে জানতে পারলাম। পার্কার কি এখনো সূর্যের বায়ু মন্ডলে অবস্থান করছে। বিজ্ঞানীদের পরিশ্রম সফল হোক। সূর্য সকল শক্তির উৎস এটা সম্পর্কে আমাদের জানা জরুরী।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:


এসে দেখে পাঠ করে ভাল লাগা জানানোর জন্য শন্যবাদ ।
পার্কার এখনো সুর্যের বায়োসন্ডলেই আছে , এটা ২০২৪ এর শেষ দিকে সুর্যের পৃষ্ঠ দেশের কাছাকাছি
যাবে বলে নাসার বিজ্ঞানীগন জানিয়েছেন। বিজ্ঞানীদের পরিশ্রম সফৈ হোক এ কামনা আমিই করি ।
ঠিকই বলেছেন সুর্য আমাদের সকল শক্তির উৎস । তবে এর জ্বালানী অফুরন্ত নয় একদিন এর জ্বালানী
শেষ হয়ে যাবে তাতে হয়তবা কয়েক বিলিয়ন বছর সময় লাগতে পারে । তারপরেও যদি পৃথিবীর অস্তিত্ব
থাকে তাহলে যে কি হবে তা কেও বলতে পারেনা । তবে একজন অছেন যিনি মহাবিশ্বের সকল কিছুর
সৃষ্টিকর্তা , তিনিই আমাদের সকল শক্তির উৎস , যদি ততদিনে কেয়ামত না হয় তাহলে বিকল্প একটা
উপায় তিনি হয়তবা ঠিক করেই রেখে দিয়েছেন আমাদের জন্য ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.