নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
হালকা হাওয়ায় ভেসে আসে গত সময়ের এলবাম
মাঝে মাঝে থেমে যায়, আবার চলে তা অবিরাম
সময় তো এক নদীর মতো, বহমান অবিরত,
জল-কণা আর স্মৃতি বয়ে নেয় যত তার গত।
একটু থেমে যদি শুনি, মনে হয় সে চেনা সুর,
অতীতের সব কথামালাই ঝড়ে যায় ঝুরঝুর
কখনো সুখের ছোঁয়া, কখনো বিষাদের সুর,
তবু সে বয়ে চলে, নিরবধি, নিরন্তর দূর।
সময় বলে, থামিস না তুই, চল আমার সাথে,
যা কিছু ছিল মধুর, রাখিস তব স্মৃতির পাতে
আগামী পথের ডাকে সাজিস নতুন আশায়,
কারণ, জীবনটাই চলার নাম,যা থামার নয়।
হালকা হাওয়ায় সময়ের হিসাব,নিয়ে হাতে
দেখি আমি ক্ষণিকের কাব্য, চিরন্তন স্রোতে
সময়, তুই আছিস, বহমান থাকবে চিরকাল,
আমি ক্লান্ত পথিক, তোরই তালে বেশামাল ।
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
ভাই সাহেব আপনিও ছালাম নিবেন ।
ঠিকই বলেছেন জীবন চলার পথে আমরা অনেক চড়াই-উতরাই পেরিয়েছি, সেই পথে নানা বাধা এসেছে, তবুও
থামিনি, সামনে তাকিয়ে এগিয়ে চলেছি। জীবন সত্যিই কখনো আমাদের ইচ্ছেমতো পথ দেয় না, তবুও আমরা
জীবনকে আপন করে নিয়েছি। কারণ এই জীবনেই আমাদের জীবনের গল্প রচিত হয়।
জীবনকে কখনো কঠিন, কখনো সহজ মনে হলেও, আসলে জীবন নিজে কোনো কিছুর জন্য সত্যিকারভাবে দায়ী নয়।
আমরা নিজেরাই জীবনকে জটিল করি, আবার সহজও করি। তাই দিনের শেষে জীবন নিয়ে আক্ষেপের কিছু না
থাকারই কথা বরং প্রতিটি প্রাপ্তি ও অপ্রাপ্তি মিলে আমাদের একটি পরিপূর্ণ জীবনযাত্রার গল্প তৈরি হয়। আমরা
সময়ের পথিক, এবং এই পথিকেরা হাল ছাড়ে না, সুন্দর করে আশার বাণী শুনিয়েছেন। সৃষ্টিকর্তা আমাদের এই
পৃথিবীর যাত্রী বানিয়েছেন, তাই পথ চলতে চলতে প্রতিটি মুহূর্তই আমাদের কাছে নতুন শিক্ষা, নতুন উপলব্ধি
আসবেই ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ,
শুভেচ্ছা রইল
২| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৫
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল দাদা...
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার জন্যও সুপ্রভাত দাদা।
৩| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৭
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটিকে সুন্দর অনুভবের জন্য ধন্যবাদ। জটিল কথা বা শব্দমালার সমাহার ঘটিয়ে কবিতা লেখার ক্ষমতা
আমি রাখিনা ।
সহজ-সরল ভাষায় কবিতা লেখার একটি বিশেষ সৌন্দর্য ও আবেদন রয়েছে বিধায় সহজ সরল ভাষাতেই কবিতা
লিখতে পছন্দ করি । এই ধরনের কবিতা সাধারণত সবার জন্য সহজবোধ্য হয় এবং পাঠকের মনে সহজেই প্রবেশ
করতে পারে। কবিতায় যদি খুব জটিল শব্দ বা ভাব প্রকাশ করা হয়, তবে তা অনেক সময় পাঠকের কাছে দূরবর্তী
ও দুর্বোধ্য মনে হতে পারে। কিন্তু সহজ ভাষার কবিতা সবার কাছে পৌঁছানোর একটা ক্ষমতা রাখে বলে মনে করি।
সহজ ভাষার কবিতা লেখা মানে এমন নয় যে এতে গভীরতা বা চিন্তার অভাব থাকবে। বরং সহজ ভাষায় এমন কিছু
কথা বলা যায়, যা হৃদয়ের গভীরে প্রবেশ করে। কবিতায় সরল ভাষা ব্যবহার করার অন্যতম উদাহরণ রবীন্দ্রনাথ
ঠাকুরের অনেক কবিতা, যা সরল ভাষায় হলেও গভীর বোধে পূর্ণ। জীবনানন্দ দাশও তাঁর কবিতায় সহজ ভাষার
মধ্য দিয়ে গ্রাম বাংলার প্রকৃতি, মানুষের জীবন তুলে ধরেছেন।
সহজ ভাষায় কবিতা লেখার জন্য দরকার সাধারণ মানুষের অনুভূতি ও অভিজ্ঞতাকে স্পর্শ করতে পারা। জীবনের
ছোট ছোট ঘটনা, অনুভব, এবং চারপাশের সামান্য বিষয়গুলো সহজ ভাষায় সুন্দরভাবে তুলে ধরা যায়। এছাড়াও,
সহজ কবিতায় একটি স্পষ্ট ভাব প্রকাশ করা যায়, যা পাঠকের মনে স্থায়ীভাবে থেকে যায়।
একটি উদাহরণ দিয়ে বললে, জীবনানন্দ দাশের "আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে" কবিতাটি সহজ ভাষায়
লেখা হলেও বাঙালির মনের একটি গভীর জায়গায় স্থান করে নিয়েছে। কবিতাটি পড়লে মনে হয়, তিনি যেন প্রকৃতির
কাছে ফিরে যাওয়ার আকুতি প্রকাশ করছেন, যা সহজ অথচ গভীর।
অতএব, সহজ-সরল ভাষায় কবিতা লেখা মানেই পাঠকের কাছে অনুভবের সহজ একটা পথ তৈরি করা। এটি
লেখকের অনুভূতির সঙ্গে পাঠকের যোগাযোগকে সহজ ও সাবলীল করে তোলে এবং কখনো কখনো কবিতার
এই সরলতা জটিল ভাবের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে।
শুভেচ্ছা রইল ।
৪| ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫
রোকসানা লেইস বলেছেন: জীবন যতক্ষণ চলছে স্রোতের তালেই চলুন।
জীবনের চলার পথ সাজিয়েছেন ছন্দে
পড়তে ভালোলাগল,
আপনার সাথে দেখা হলো বেশ কিছুকাল পরে।
শুভকামনা
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০১
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার মন্তব্যে যেনো কবিতার ছোঁয়া! সত্যিই, জীবনের স্রোতে
তাল মিলিয়ে চলার মাঝেই লুকিয়ে আছে সুখের সন্ধান। এই সুন্দর
কথাগুলো পড়ে মন ভরে গেল। আপনাকে শুভকামনা জানাই,
আশা করি সামনে আরও সুন্দর কথায় সাক্ষাৎ হবে।
আপনার জন্য ও শুভ কামনা রইল
৫| ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা। অনেক ভালো লাগলো
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার মুগ্ধতার জন্য আন্তরিক ধন্যবাদ! কবিতাটি আপনার মনে
স্পর্শ করতে পেরেছে জেনে ভালো লাগলো। পাঠকের অনুভূতি
সবসময়ই লেখকের জন্য প্রেরণা হয়ে ওঠে। আশা করি, আগামী
দিনেও এমন সুন্দর অনুভূতির স্পর্শে থাকতে পারবো।
শুভকামনা রইলো
৬| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৪
ঢাবিয়ান বলেছেন: জীবনের কবিতা। ভাল লাগল
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
জীবনের কবিতা মাত্র দুটি শব্দে অনেক মুল্যবান কথা বলে গেলেন, দুটি কথাতেই আমি অনুপ্রানীত।
জীবনের কবিতা মানুষের অনুভূতি, সংগ্রাম, সাফল্য, বেদনা এবং আনন্দের গভীর উপলব্ধির প্রতিফলন ঘটায়।
জীবন নিজেই একটি চলমান কবিতা, যেখানে প্রতিটি দিন নতুন স্তবক, প্রতিটি অনুভূতি একটি ছন্দ এবং প্রতিটি
সম্পর্ক এক একটি কবিতার উপমা। জীবনের কবিতা জীবনের গভীরতম অভিজ্ঞতাগুলোকে তুলে ধরে, যেখানে
আমাদের আবেগ, সংগ্রাম এবং স্বপ্নগুলো মিশে থাকে।
জীবনের কবিতায় প্রেম, মানবতা, প্রকৃতি, সময় এবং মৃত্যু এমন সব বিষয় স্থান পায় যা মানুষকে গভীরভাবে
নাড়া দেয়। কবিতা এসব অনুভূতিকে শব্দের মাধ্যমে প্রকাশ করে, যা কখনও খুব গভীর, কখনও সরল এবং
কখনও অতি বিমূর্তভাবে ধরা দেয়। কামনা করি আমাদের সকলের কবিতা আমাদের অনুভূতির ভাষা হয়ে
ওঠুক, যা অনেক সময় শব্দহীন হলেও গভীর অর্থ বহন করতে পারে ।
কামনা করি আমাদের কবিকুলের লেখা কবিতা যেন আমাদের জীবনযাপনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে।
জীবনের বিভিন্ন দুঃখ-কষ্ট, বেদনা ও আনন্দকে কবিতা সহজেই ছুঁয়ে যেতে পারে, এমনকি তা যেন যেকোন ইতিবাচক
পরিবর্তনের সময়েও আমাদের নিজের অনুভূতিকে প্রকাশ করার সুর বা ভাষা দেয়। যেমন, কাজী নজরুল, জীবনানন্দ
দাশ কিংবা অরো অনেক নামি কবিদের কবিতাগুলোতে আমরা জীবনের আনন্দ ও বেদনার এক গভীর উপলব্ধি
খুঁজে পাই।
কামনা করি জীবনের কবিতা যেন আমাদের শিখায় কীভাবে স্বপ্ন দেখতে হয়, কষ্টে শক্তিশালী হতে হয় এবং কীভাবে
জীবনকে গভীরভাবে ভালোবাসতে হয়। এটি জীবনযুদ্ধের প্রেরণা দেয়, মানুষকে নতুন করে বাঁচার মানে খুঁজে দিতে
সহায়তা করে। কবিতা শুধু কল্পনা নয়, বরং এটি বাস্তবতার সাথে মিশে থাকা এক উপলব্ধির সুর, যা আমাদের হৃদয়
ও মনকে আলোকিত করে।
ভাল থাকার শুভ কামনা রইল
৭| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১১
শায়মা বলেছেন: কি সুন্দর এখ শান্ত শীতল অনুভূতির কাব্য ভাইয়া।
জীবন নিয়ে ভাবতে গেলে হাসি আনন্দ গানের সাথে সাথে দুঃখ বিষাদ কষ্ট ভয় সবই চলে আসে।
তবুও জীবন কত সুন্দর!
১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক ব্যস্ততার মাঝে হাতে সময় নিয়ে এসে মনোগ্রাহী সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ।
জীবনের প্রকৃতিই এমন যে এতে আনন্দ-বেদনা, হাসি-কান্না, আশা-নিরাশা সব একসাথে মিশে থাকবেই।
জীবন একটি পূর্ণাঙ্গ ক্যানভাসের মতো, যেখানে বিভিন্ন রঙে আঁকা হয় মানুষের নানা অভিজ্ঞতা, আবেগ ও
অনুভূতি। কখনো আনন্দের রং তাতে সজীবতা এনে দেয়, আবার কখনো দুঃখের ছায়া তাতে গভীরতা
যোগ করে।
এই দুই বিপরীতধর্মী অনুভূতি একে অপরের পরিপূরক। আনন্দকে পুরোপুরি উপলব্ধি করতে দুঃখের প্রয়োজন
রয়েছে। মানুষ যতো বেশি বেদনা অনুভব করে, ততোই তার আনন্দের মূল্য বেড়ে যায়। হাসি ও কান্নার এই
মিশ্রণ মানুষের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং তার মননশীলতাকে প্রসারিত করে।
জীবন কখনো সহজ নয়, তবু প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখই একটি শিক্ষা বলে মনে করি। সুখের সময়ের প্রতি কৃতজ্ঞ
থাকার জন্য বেদনারও প্রয়োজন। কখনো-কখনো দুঃখ জীবনকে নতুন পথে পরিচালিত করে। এটি কেবল একে
গ্রহণ করাই নয়, বরং প্রতিটি মুহূর্তের থেকে শিক্ষা গ্রহণ করাই জীবনের আসল সার্থকতা।
শান্ত ও স্থির জীবন খুঁজতে গেলে সুখ ও দুঃখকে এমনভাবে গ্রহণ করতে হবে যেনো এটি জীবনের এক অবিচ্ছেদ্য
অঙ্গ। বাস্তবিক অর্থে, কেবলমাত্র জীবনের এই বৈচিত্রময় দিকগুলোই আমাদের আত্মিকভাবে সমৃদ্ধ করতে পারে।
তোমার মুল্যবান মন্তব্য দিয়ে আমার অনুভুতিকে আরো প্রখর করে দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাইসাহেব,
সালাম নিবেন, আশা করি ভালো আছেন, আপনার লেখা থেকে আমি আপনার মন মানসিকতা বুঝার চেষ্টা করছি। ভাইসাহেব জীবন চলার পথে আমরা অনেক অনেক পথ পাড়ি দিয়েছি। এই পথ সব সময় আমাদের অনুকুলে ছিলো না। তারপরও আমরা হাল ছেড়ে দেইনি। পথ চলেছি আগামীর পানে চেয়ে।
জীবন কঠিন নয় আবার জীবন সহজও নয়। জীবন জীবনের মতো জীবনকে আমরাই কঠিন করি, আবার আমরাই সহজ করি। তাই জীবন যাপন নিয়ে দিনের শেষ বেলা আর বেশী কিছু ভাবনার নেই। জীবন আমাদের অনেক অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু কেড়েও নিয়েছে তাতে কি? - আমরা জীবনের সাথে পাল্লা দিয়ে পথ চলেছি। আমরা সময়ের পথিক। আর সময়ের পথিক কখনো হার মানে না। কেনো জানেন সৃষ্টিকর্তাই আমাদের তৈরি করেছেন যাত্রী হিসেবে। আমরা যাত্রী।
আশা করি আপনার মন কোনো কারণে অশান্ত থাকলে তা শান্ত হবে।
আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা।
আপনার ছোটভাই,
ঠাকুরমাহমুদ