নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
……………পুর্ব কথা ……………
গত রাতে এশার ফরজ নামাজের প্রথম রাকাতে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেবের সুরেলা কন্ঠে
পবিত্র কোরনের সুরা বাকারার ১০৩ হতে ১০৭ নংপর্যন্ত আয়াত গুলির শ্রুতিমধুর তেলাওয়াত শুনে
সে সকল আয়াতে থাকা বাণীর বিষয়ে হৃদয় মনে গ্রথিত কিছু অনুভুতি নিয়ে লেখা একটি কবিতা
সকলের সাথে শেয়ার করার মানষে এখানে তুলে দিলাম ।ভুল ত্রটি কিছু হলে ক্ষমা করবেন নীজ গুণে,
সংশোধনের জন্য কোন ভাল পরামর্শ এলে সে সকল কথামালা করব গ্রহন অতি সাদরে।
……………………………………………………….
কবিতা: জীবনের পথনির্দেশ
( সুরা বাকারার আয়াত নং ১০৩ হতে ১০৭ এর মর্মার্থের আলোকে )
বিশ্বাসীদের জন্য আহ্বান শুনি,
সতর্ক বাক্যে জাগে অন্তরে ধ্বনি
ঈমান আনো, আর মুত্তাকী হও,
আল্লাহর সনে শ্রেষ্ঠ সুকৃতি পাও।
"রা'ইনা"বলে করো না অবহেলা নবিকে,
বরং "উনযুরনা" বল নম্রতার সাথে তাঁকে
শুনে নাও স্পষ্ট, হৃদয়ে গেথে রাখো দৃঢ়,
অবিশ্বাসীর জন্য রয়েছে শাস্তি কঠিনতর।
আহলে কিতাব ও মুশরিকদের মনে
হিংসা জাগে আল্লাহর অনুগ্রহ দর্শনে
তারা চায় না কভু তোমাদের কল্যাণ
কিন্তু আল্লার দয়া সীমাহীন সুমহান।
কোনো আয়াত রহিত করলে তাঁর থেকে
উত্তম বাণী নিয়ে আসেন,নতুন আঙ্গিকে
তুমি কি জানো না, তাঁর ক্ষমতার কথা?
আসমান-জমিন তাঁরই রাজত্বে গাথা।
আল্লাহ ছাড়া কে আছে তোমার রক্ষক?
তোমা প্রতি সাহায্যের হাত বাড়াবে কে ?
তাঁরই নির্দেশে মানব জীবনের পথ চলা
তাঁর সাথেই চলে চির মুক্তির কাফেলা।
তাঁর কালামের আলোয় পথ চল যদি জীবনে,
সত্য সুন্দরের দিশা খুঁজে পাবে হৃদয় গহিনে
ঈমানে বলিয়ান হয়ে থাক যদি আল্লার স্মরণে,
শান্তি আর মুক্তি পাবে ইহকাল ও পুনরুত্থানে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুন।
আমাদের হেদায়াত দান করুন।