নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
……………পুর্ব কথা ……………
গত রাতে এশার ফরজ নামাজের প্রথম রাকাতে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেবের সুরেলা কন্ঠে
পবিত্র কোরনের সুরা বাকারার ১০৩ হতে ১০৭ নংপর্যন্ত আয়াত গুলির শ্রুতিমধুর তেলাওয়াত শুনে
সে সকল আয়াতে থাকা বাণীর বিষয়ে হৃদয় মনে গ্রথিত কিছু অনুভুতি নিয়ে লেখা একটি কবিতা
সকলের সাথে শেয়ার করার মানষে এখানে তুলে দিলাম ।ভুল ত্রটি কিছু হলে ক্ষমা করবেন নীজ গুণে,
সংশোধনের জন্য কোন ভাল পরামর্শ এলে সে সকল কথামালা করব গ্রহন অতি সাদরে।
……………………………………………………….
কবিতা: জীবনের পথনির্দেশ
( সুরা বাকারার আয়াত নং ১০৩ হতে ১০৭ এর মর্মার্থের আলোকে )
বিশ্বাসীদের জন্য আহ্বান শুনি,
সতর্ক বাক্যে জাগে অন্তরে ধ্বনি
ঈমান আনো, আর মুত্তাকী হও,
আল্লাহর সনে শ্রেষ্ঠ সুকৃতি পাও।
"রা'ইনা"বলে করো না অবহেলা নবিকে,
বরং "উনযুরনা" বল নম্রতার সাথে তাঁকে
শুনে নাও স্পষ্ট, হৃদয়ে গেথে রাখো দৃঢ়,
অবিশ্বাসীর জন্য রয়েছে শাস্তি কঠিনতর।
আহলে কিতাব ও মুশরিকদের মনে
হিংসা জাগে আল্লাহর অনুগ্রহ দর্শনে
তারা চায় না কভু তোমাদের কল্যাণ
কিন্তু আল্লার দয়া সীমাহীন সুমহান।
কোনো আয়াত রহিত করলে তাঁর থেকে
উত্তম বাণী নিয়ে আসেন,নতুন আঙ্গিকে
তুমি কি জানো না, তাঁর ক্ষমতার কথা?
আসমান-জমিন তাঁরই রাজত্বে গাথা।
আল্লাহ ছাড়া কে আছে তোমার রক্ষক?
তোমা প্রতি সাহায্যের হাত বাড়াবে কে ?
তাঁরই নির্দেশে মানব জীবনের পথ চলা
তাঁর সাথেই চলে চির মুক্তির কাফেলা।
তাঁর কালামের আলোয় পথ চল যদি জীবনে,
সত্য সুন্দরের দিশা খুঁজে পাবে হৃদয় গহিনে
ঈমানে বলিয়ান হয়ে থাক যদি আল্লার স্মরণে,
শান্তি আর মুক্তি পাবে ইহকাল ও পুনরুত্থানে ।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
জাযাকাল্লাহু খাইরান। আমীন। আপনার দোয়ার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ। আল্লাহ আপনাকেও উত্তম
প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আল্লাহর রহমত ও
হেদায়াত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অবারিত হোক। আমীন।
২| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৮
নজসু বলেছেন:
এইতো চলছি, ফিরছি আমরা। চলার পথে সমস্যার শেষ নেই। কখনও কখনও বাঁধার পর বাঁধা এসে জীবনকে বিপর্যস্ত করে তোলে। প্রিয় ভাই, আমরা জানি সমস্যা আছে এবং সমস্যার সমাধানও আছে। এসব সমস্যার সমাধান হলে জীবন হয়ে ওঠে আনন্দময়। তবুও জটিল সমস্যায় নিজেকে অনেক সমসয় অসহায় মনে হয়। তখন আমাদের দরকার হয় একটু নির্দেশনা ও পথপ্রদর্শন।
একজন মুমিন কখনও হতাশ হননা। কারণ তিনি জানেন কষ্টের পরে সুখ আসে। জীবনে অন্ধকার আসলে আল্লাহতায়ালা আলোর ব্যবস্থা করে দেন। একমাত্র কুরআনই দেখাবে শান্তির এবং সঠিক পথ। বিশ্ব ব্রক্ষ্মান্ডের মালিক আল্লাহ সর্বদা আমাদের সাথেই থাকেন।
ধন্যবাদ প্রিয় ভাই। কবিতায় সুন্দর করে ফুটে তোলার জন্য। ঈমান ঠিক সব ঠিক।
আল্লাহতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। দোয়া রইলো। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন। দোয়া করবেন।
আরও সুন্দর সুন্দর লেখা পাঠ করার অপেক্ষায় রইলাম।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ প্রিয় ভাই, আপনার গভীর ও আন্তরিক মন্তব্যের জন্য। সত্যিই, জীবনের পথে বাঁধা-বিপত্তি আমাদের
সঙ্গী হয়, কিন্তু সেগুলোই আমাদের ধৈর্য ও ঈমানকে আরও মজবুত করার সুযোগ এনে দেয়। আপনার কথাগুলো
আমাদের মনে করিয়ে দেয় যে, প্রতিটি কষ্টের পরেই আল্লাহতায়ালা আমাদের জন্য সুখের দ্বার উন্মুক্ত করে দেন।
কুরআনের আলো সত্যিই আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান এবং শান্তির পথ দেখায়। একজন মুমিন
কখনও হতাশ হন না, কারণ তিনি জানেন যে তার রব সর্বদা তার পাশে রয়েছেন। এই আশার বাণী এবং আল্লাহর
উপর অবিচল বিশ্বাসই আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দেয়।
আপনার দোয়ার জন্য কৃতজ্ঞ। আল্লাহতায়ালা আপনাকেও উত্তম প্রতিদান দান করুন এবং আপনার পরিবারকে
সুখী ও সমৃদ্ধ রাখুন। আপনার দোয়ায় আমরাও সামিল হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে
পরিচালিত করুন। আমীন।
৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
আহরণ বলেছেন: ভাইয়া, আপনার ঈশ্বরের নিস্ফল হুমকি ধামকী আর অমুসলিমদের প্রতি এত ঘৃনার কারণ কী??
চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর......... এর অবিশ্বাসীরা সূরা বাকারা/টাকারা না পড়েও ১০০ গুন এগিয়ে আছে। অন্ধ বিশ্বাসের যাতাকলে পিষ্ট হয়ে আর কত কাল পিছেয়ে থাকতে হবে!! ভাইয়া?
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, যা নিয়ে ভাবা প্রয়োজন। তবে
আমি অনুরোধ করব, বিষয়টি ধর্মীয় বিশ্বাস এবং বাস্তবতার আলোকে গভীরভাবে বিশ্লেষণ করুন।
ধর্ম একজন ব্যক্তির আত্মিক ও নৈতিক পথপ্রদর্শক হতে পারে, কিন্তু সাফল্যের একমাত্র মাপকাঠি ধর্ম নয়। চীন
, জাপান বা সিঙ্গাপুরের উন্নতির পেছনে রয়েছে শিক্ষা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, এবং বৈজ্ঞানিক মনোভাব।
আমরা যদি এসব গুণাবলিকে জীবনের অংশ করতে পারি, আমাদেরও উন্নতি করা সম্ভব।
একই সঙ্গে, কারো ধর্মীয় বিশ্বাস বা অবিশ্বাসের প্রতি শ্রদ্ধা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। ঘৃণা নয়, বরং
আলোচনার মাধ্যমে আমরা পারস্পরিক বোঝাপড়ার জায়গা তৈরি করতে পারি। আসুন, নিজ নিজ বিশ্বাসের
প্রতি আন্তরিক থেকে মানবিক গুণাবলিকে গুরুত্ব দেই।
আপনার চিন্তাভাবনার গভীরতা এবং আন্তরিক প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ।
৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার আরো হায়াত দান করেন।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার আন্তরিক শুভকামনার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতা, দীর্ঘায়ু
এবং তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার তাওফিক দান করেন। আপনার দোয়ার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল,
এবং আমার পক্ষ থেকেও আপনার জন্য কল্যাণ ও শান্তির দোয়া রইল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের
পথে অবিচল রাখুন। আমিন।
৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ আপনার নেক হায়াত দান করুন।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হায়াত ও নেক আমল করার তৌফিক দান করুন। আপনার এই
দোয়াটি মানুষের জন্য কল্যাণ কামনার এক উজ্জ্বল উদাহরণ। আমাদের উচিত সর্বদা পরস্পরের জন্য এমন
কল্যাণকর দোয়া করা এবং ভালো কাজের জন্য একে অপরকে অনুপ্রাণিত করা। আল্লাহ আপনার জীবনে
শান্তি, বরকত ও কল্যাণ দান করুন
৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
খুব সুন্দর হয়েছে ভাইজান
১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
ওয়াইয়্যাকুম, আলহামদুলিল্লাহ! আপনার সুন্দর মন্তব্যের জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এটি আমার জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আপনার দোয়া এবং সমর্থনই আমাকে আরও ভালো কিছু লেখার
দিকে এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জন্য কল্যাণ বরকত নসীব করুন। আমিন।
৭| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩
মনিরা সুলতানা বলেছেন: মন প্রশান্ত করা লেখা।
২৬ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। জীবনের পথনির্দেশ নিয়ে লেখা আমার এই কবিতাটি যদি আপনার
মনকে প্রশান্ত করতে পারে, তবে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। পাঠকের হৃদয়ে এমন শান্তির স্পর্শ দিতে
পারা একজন লেখকের জন্য পরম আনন্দের। আপনাদের মতামতই আমাদের নতুন সৃষ্টিতে প্রেরণা জোগায়।
ধন্যবাদ আপনার ভালোবাসার জন্য।
৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন।
অভিবাদন প্রিয় ড. এম এ আলী ভাইজান।
কাব্যানুবাদেরও মূল কথাগুলো সাবলীল প্রকাশ রয়েছে।
অনেক অনেক ভাল লাগা রইলো।
+++++
২৬ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই ,
আপনার মুগ্ধতাভরা মন্তব্যের জন্য। আপনার প্রশংসা এবং ভাল লাগা আমার লেখার প্রতি অনুপ্রেরণা জোগায়।
কাব্যানুবাদে মূল ভাব ও আবেগটি সাবলীলভাবে তুলে ধরার যে প্রশংসা করেছেন, তা সত্যিই আমার জন্য
পরম প্রাপ্তি। আপনাদের ভালোবাসা ও উৎসাহেই আমার লেখার পথ আলোকিত হয়।
আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুন।
আমাদের হেদায়াত দান করুন।