![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাই বা বললাম কিছু, খুব বেশি ক্ষতি হবে কি?
কানাডা’র সাসকাচুয়ান প্রভিন্স থেকে OID স্ট্রীমে আমি নমিনেশন পেলাম। সুখবরটা হাতে এলো গত ১৭ অক্টোবর, ২০১৬ অর্থাৎ মাত্র তিনদিন আগে। এই খবরটি আমার জীবনের অন্যতম খুশীর খবরগুলোর একটি বলেই আজ সবার সাথে শেয়ার করছি।
কানাডা’র ইমিগ্রেশনের পথে আমার যাত্রা শুরু হয় ২০১৫ সালের মাঝামাঝি। তখনও ভাবিনি যে, এতটা পথ পাড়ি দিয়ে আমি শেষ পর্যন্ত কানাডা'র সাসকাচুয়ান প্রভিন্সে নমিনেশন লাভ করবো। আমি বাংলাদেশের ঢাকা শহরের বাসিন্দা। আর যারা ইমিগ্রেশন নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন, তারা প্রায় সবাই হয়তোবা জানেন যে, বাংলাদেশের 'সিস্টেমে' ইমিগ্রেশনের কাগজগুলো ready করা কতটা কঠিন এবং ঝামেলাপূর্ণ। আমি কিন্তু হাল ছেড়ে দেইনি। লেগে থেকেছি। পাসপোর্ট, বার্থসার্টিফিকেট থেকে শুরু করে প্রতিটি ডকুমেন্ট-এর একটা একটা করে ready করেছি মাথার ঘাম পায়ে ফেলে। এখন নমিনেশন পাবার অর্থ হলো, আমার বাকী সব কাগজপত্র যেগুলো ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার কাছে চেয়েছে, সেগুলো দ্রুত তাদের কাছে পাঠিয়ে দেয়া। এরপর শুধু অপেক্ষার পালা। আশা করছি সব ঠিক থাকলে ২০১৭ সালের কোন এক কাকডাকা ভোরে আমার যাত্রা শুরু হবে কানাডা'র পথে।
ইমিগ্রেশনের কাজে হাত দেবার আগে প্রথমে ভেবেছিলাম যে, এটি খুব কঠিন একটি কাজ এবং এর জন্যে অনেক অনেক জ্ঞান প্রয়োজন এবং সর্বোপরি শুধুমাত্র কিছুসংখ্যক ভাগ্যবান/ভাগ্যবথী মানুষের জন্যেই এটি আল্লাহপাক ঠিক করে দিয়েছেন। ইমিগ্রেশনের কাজ আসলেই কঠিন এই অর্থে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক তথ্য কাজে লাগিয়ে সঠিক কাগজগুলো তৈরি করা এবং ধৈর্য্যসহকারে এই কাজগুলোর পেছনে লেগে থাকা আসলেই কঠিন ব্যাপার। এছাড়া বলতে পারি, 'এটি কোন রকেট সায়েন্স নয়'। সুতরায় একটু সময় দিলেই যে কেউ নিজেই নিজের ইমিগ্রেশন প্রসেসিং করতে পারবেন।
মজার ব্যাপার কি জানেন? ইমিগ্রেশন যে রকেট সায়েন্স নয় এবং আমি যে নিজেই নিজের ইমিগ্রেশন প্রসেসিং করতে পারি এই কথাটাই আমি জানতাম না। তাই যখন কানাডা’র স্বপ্ন দেখা শুরু করলাম, চটকদার এক বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রথমেই চলে গেলাম ধানমণ্ডিতে অবস্থিত একটি স্বনামধন্য কনসালট্যান্সি ফার্মের সুন্দর ইন্টেরিয়র-সুসজ্জিত অফিসে। যে আপুটি আমাকে খুব সুন্দর করে ইমিগ্রেশনের তার 'নিজের কাহিনী' শোনালেন এবং বোঝালেন, তাতে আমি যারপরনাই হতাশ হলাম। তার বক্তব্য অনুযায়ী, তাদের কনসালট্যান্সি ফার্মে আমাকে বিশাল অঙ্কের টাকা শুরুতেই দিতে হবে। এবং তারপর তাদের নিয়ম অনুযায়ী ধাপে ধাপে আরও টাকা পরিশোধ করতে হবে। ইমিগ্রেশন বিষয়ক আমার বেশকিছু প্রশ্নের উত্তরে সেই আপুটি বললেন যে, এই উত্তরগুলো এখনই দেয়া যাবেনা। একমাত্র টাকা দিলেই আমি আমার প্রশ্নের উত্তর পেতে পারি।
আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ঢাকায় একটা বেসরকারী ব্যাংকে চাকরী করছি। বেতন যা পাই, তা সামান্যই। বাবা-মা-কে নিয়ে কোন মতে চলে যায়। আমার পক্ষে ওই কনসালট্যান্সি ফার্মের এত টাকা দেয়া কিভাবে সম্ভব, সেটা চিন্তা করতে করতে বাসায় ফিরলাম। তারপর?
তারপরের কাহিনীটুকু গল্প বলে মনে হতে পারে। কিন্তু এটাই আমার জীবনরে বাস্তব ঘটনা। সামহোয়ারইন প্ল্যাটফরমে ২০১৫ সালে আমার পরচিয় হয় কানাডা প্রবাসী ব্লগার পয়গম্বর -এর সাথে। সামুতে আমার নিজের তখন কোন অ্যাকাউন্ট ছিলোনা। কিন্তু সামু'র ওয়বেসাইটে ঢুকে আমি অন্যদের লেখা পড়তাম। এভাবেই একদিন ব্লগার পয়গম্বরের ’কানাডায় কিভাবে সেটেল হওয়া যায়’ - এই বিষয়ক লেখাগুলো আমার নজরে আসে। আমি তাকে সামহোয়্যার ইন ব্লগে নিয়মিত ফলো করা শুরু করলাম। আর একদিন সাহস করে ইমিগ্রেশনের ধাপগুলো জানতে চেয়ে ছোট্ট একটা ইমেইল-ও করে ফেললাম। তিনি সবিনয়ে জানালেন, ইমিগ্রেশন প্রত্যাশীদের জন্যে তাঁর বিস্তারিত লেখাগুলো খুব শীঘ্রই সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত হবে।
ব্লগার পয়গম্বর তাঁর কথা রেখেছেন। তাঁর সঠিক তথ্যসমৃদ্ধ পোস্টগুলো ইমিগ্রেশন প্রত্যাশী যেকোন ব্যাক্তি এবং কানাডায় সেটেলমেন্টের জন্যে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।
আমি এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল খুলি ২০১৬ এর মাঝামাঝি। কিন্তু তারও আগে থেকে IELTS প্রস্তুতি থেকে শুরু করে ECA করানো, EE প্রোফাইল ক্রিয়েট, প্রভিন্সিয়াল অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি, SINP -তে আবেদন পর্যন্ত সবকিছুতে আমি ব্লগার পয়গম্বর -এর যে প্রত্যক্ষ সহযোগীতা পেয়েছি, তার জন্যে তাঁকে ধন্যবাদ জানানোর আমার কোন ভাষা নেই। এমনকি গত অক্টোবরে খুব স্বল্প সময়ের জন্যে খোলা SINP EE ইন্টেকে আমার আমার আবেদন-ও তিনি দশ মিনিটের মাথায় অনলাইনে সাবমিট করছেনে। ব্লগার পয়গম্বর- এর জন্যে আমার শুভকামনা রইলো।
আমার এই সুসংবাদটি লাভের পেছনে আমার বন্ধু-বান্ধব এবং মেন্টর, যারা আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সহযোগীতা করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর সবশেষে আমার বাবা মা -এর অবদান না বললেই নয়। আমি তাদেরকে ভালোবাসি তারা আমার বাবা -মা বলেই শুধু নয়, বরং তারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা'দের অন্যতম।
আমার টাইমলাইনটি সবার জন্যে তুলে ধরছি:
Application: 30st August, 2016 (SINP Occupation In Demand)
NOC code: 1225
In Process: 1st October, 2016
Fund Conversion: No
ADR: 14th Oct, 2016
Doc sent: 17th Oct, 2016
In Process: 17th Oct, 2016
Nomination: 18th October, 2016
আমার প্রোফাইল এবং এডুকশেনাল কোয়ালফিকিশেন:
Master of Businesses Studies (Management) Institute- National University
Age- 28
IELTS- L/W/S-6.5 R-7=overall 6.5
Work experience - Almost 6 year Current job- in a regulated Bank in logistic support division NOC-1225 ( purchase officer)
আমার ফেসবুক প্রোফাইল
https://www.facebook.com/alia.nur.524?fref=ts
সবার জন্যে মিষ্টি
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৫
আলিয়া নূর বলেছেন: ধন্যবাদ।
২| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯
কাগজের নাও বলেছেন: বিশাল খবরতো! আরও মিষ্টি চাই!
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৫
আলিয়া নূর বলেছেন: ভাইয়া, বাসায় এসে মিষ্টি খেয়ে যাও
৩| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৬
লাবিবা তানজিম খান বলেছেন: আপু, খবরটা শুনে সত্যিই খুব ভালো লাগছে। আপনার পরিশ্রম সার্থক হলো। অভিনন্দন আপনাকে।
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৭
আলিয়া নূর বলেছেন: আপু তোমাকে ধন্যবাদ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮
গেম চেঞ্জার বলেছেন: নিজে নিজে প্রসেস করতে পেরেছেন এটাই হলো ভাল খবর!!
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮
আলিয়া নূর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮
কোলড বলেছেন: What will you do in Saskatchewan? They sell Potash only. Extreme hot (45C) in summer.
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২১
আলিয়া নূর বলেছেন: কানাডা'র সাসকাচুয়ানে যাওয়া মানে এই নয় যে, সেখানেই আমাকে সারাজীবন কাটিয়ে দিতে হবে। কানাডা'র পারমানেন্ট রেসিডেন্ট পাওয়া মানে পরবর্তীতে সিটিজেনশীপলাভ করা। যেখানে জব থাকবে, থাকার ভালো জায়গা থাকবে এবং সর্বোপরি লাইফ সিকিউরিটি থাকবে, সেখানেই যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়?
৬| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৬
অসীম বড়ুয়া বলেছেন: কঠিন ব্যাপার! আমিও ট্রাই করছি। দেখি আপনার সাথে অচিরেই যোগাযোগ করবো। অভিনন্দন!
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫১
আলিয়া নূর বলেছেন: অবশ্যই যোগাযোগ করুন ভাই। আমার ফেসবুকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩
শ্রাবণধারা বলেছেন: অনেক অভিনন্দন । OID আর Express Entry স্ট্রীমের পার্থক্য কি? আপনি কি ভিসা/ COPR পেয়ে গেছেন?
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৩
আলিয়া নূর বলেছেন: আমি নমিনেশন পেলাম। এখন বাকী কাগজপত্র ঠিকমতো জমা দেবার পর ইনশাল্লাহ ভিসা পাবার সম্ভাবনা রয়েছে। আপনি OID আর Express Entry স্ট্রীমের পার্থক্য জানার জন্যে অনুগ্রহ করে ব্লগার পয়গম্বরের নিচের লিঙ্কটি দেখতে পারেন:
http://www.somewhereinblog.net/blog/splashk56/30148824
৮| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৫
ক্লে ডল বলেছেন: আপনার পরিশ্রম সার্থক! অভিনন্দন!
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৪
আলিয়া নূর বলেছেন: ধন্যবাদ।
৯| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৫
নায়লা হাসান বলেছেন: চমৎকার! খুব ভালো সংবাদ!
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৪
আলিয়া নূর বলেছেন: ধন্যবাদ।
১০| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৭
কেএসরথি বলেছেন: কনগ্রাটস। অনেক কষ্টের পর যখন ইমেইলটা আসে, তখন আসলেই মনে হয় কষ্টগুলো সার্থক।
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৪
আলিয়া নূর বলেছেন: ধন্যবাদ রথি ভাই।
১১| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১২
রুপমিতাবিশ্বাস বলেছেন: অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৫
আলিয়া নূর বলেছেন: রুপমিতাকে ধন্যবাদ।
১২| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার ছোট ভাই একই সাথে সুইডেন এর ভিসা আর বাংলাদেশের একটি বেসরকারী ব্যাংকের ২৫০০০ টাকা বেতনের চাকুরি পায়। সে আমার মতামত জানতে চায়। আমি তাকে বলেছি, নিজের দেশের এই ভালো চাকুরি ৫/১০ বছর পর যখন ইউরোপ ভালো লাগবেনা তখন এসে আর পাবে না। সে দেশের চাকুরি বেছে নেয়। আলহামদুলিল্লাহ। ৭ বছরের মাথায় তার বেতন প্রায় ১ লাখ টাকা। সে নিজেই এখন বছরে ২/৩ দেশ ঘুরতে যায় পরিবার নিয়ে। আমি নিজে প্রবাসী। কিন্তু নিজ দেশের ভালো পজিশন ছেড়ে প্রবাস জীবনকে আমি ঘৃণা করি। আপনি ব্যাংকার হয়েও কেন কানাডা যেতে চাচ্ছেন জানি না। যাই হোক, হয়তো কানাডা গেলেই বুঝবেন নিজের দেশের প্রতি টান...
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৬
আলিয়া নূর বলেছেন: দেশের প্রতি টানতো থাকবেই। আমার জন্যে দোয়া করবেন।
১৩| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৯
চাঁদগাজী বলেছেন:
সেই দেশে থাকাকালীন অর্থনৈতিক অবস্হা ভালো হলে, " আপনাকে পড়াতে বাংলার মানুষের যে পরিমাণ টাকা খরচ হয়েছে, সেই পরিমাণ টাকার স্কলারশীপ দিবেন কোন গরীবের ছেলেমেয়েদের"।
শুভ কামনা
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৮
আলিয়া নূর বলেছেন: আমি অবশ্যই চেষ্টা করবো। প্রথমে নিজেকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপর মানুষকে সহযোগীতা করতে হবে।
১৪| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫
রেজাউলকরিমবাবলু বলেছেন: চাঁদগাজী ভায়াও তো মনে হয় আম্রিকা থাকেন। আপনেরে পড়াইতেওতো মেলা টেকা খরচা হইছে বাংলাদেশ গভর্নমেন্টের। আপনে কি স্কলারশীপ দিতেছেন?
১৫| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ে বুঝতেই পারছি, আপনি এখন আনন্দে প্রায় আত্মহারা। আর তা হবেনই বা না কেন? ইমিগ্রেশনের প্রক্রিয়া নিজে নিজে এতদূর এগিয়ে নিতে পারাটা তো সত্যিই এক বিরাট সাফল্য। তাই প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি আপনাকে। সেই সাথে আপনাকে এই লেখাটার জন্য এবং ব্লগার পয়গম্বরকে ব্লগের ইমিগ্রেশন প্রত্যাশী পাঠকদেরকে তার বিভিন্ন লেখার মাধ্যমে সহযোগিতা করার জন্য সাধুবাদ জানাচ্ছি।
শুভকামনা রইলো।
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৮
আলিয়া নূর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৬| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪১
চাঁদগাজী বলেছেন:
@রেজাউলকরিমবাবলু ,
আমি ১২ ক্লাশ অবধি পড়েছি জাতির খরচে, বাকীটুকু আমার নিজের খরচে।
সব সময় জাতির অবদানের কথা স্মরণে আছে; সাধ্যমতো অন্যদের পড়ালেখায় সাহায্য করছি; এ ব্যাপারে ব্লগার "এক্সট্রাটেরেস্ট্রিয়েল স্বর্ণা" জানেন।
এ ছাড়া চট্টগ্রামের "প্রতিবন্ধী নাগরিক সংগঠনের" মাধ্যমে চোখের চিকিৎসার জন্য টাকা দিয়েছি। আরও কিছু যায়গায় সাহায্য করছি।
এগুলো বলা উচিত নয়, কিন্তু না বললে, উপরে করা আমার কমেন্টটা প্রশ্নের সন্মুখীন হচ্ছে!
১৭| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪০
রুবু রুবু বলেছেন: আপুনি, আমাকেও সাথে করে নিয়ে যাও প্লিজ
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৯
আলিয়া নূর বলেছেন: চলো তাহলে আমার সাথে।
১৮| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫
রেজাউলকরিমবাবলু বলেছেন: @চাঁদগাজী ভায়া, এবার তাহলে আপ্নে চেয়ারম্যান ইলেকশনে খাড়ায় পড়েন।
১৯| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫০
এ কে এম রেজাউল করিম বলেছেন:
@রেজাউলকরিমবাবলু,
আপনি ব্লগার চাঁদগাজী-কে যে প্রশ্ন করেছেন তা আমি একজন প্রবাসী ও ব্লগার হওয়ায় আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। আপনি সচেতন একজন বাংলাদেশী হলে এ কথা আপনার জানা থাকা দরকার প্রবাসীরা কত ভাবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করে রেখেছে।
২০| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩৮
চাঁদগাজী বলেছেন:
@রেজাউলকরিমবাবলু ,
বাংলাদেশে সরকার এলাকার ৫০০০ সবচেয়ে দুস্ট লোককে ভয়ংকর দখলবাজি করার জন্য "চেয়ারম্যান" পদে রাখছে; এই পদটির অবসান দরকার; সেখানে দরকার উচ্চ-শিক্ষিত সরকারী এডমিনিস্ট্রেটর দরকার, এতে ৫০০০ শিক্ষিত যুবকের চাকুরী হবে।
২১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৮
রেজাউলকরিমবাবলু বলেছেন: @চাঁদগাজী ভায়া, সেইসব দুষ্টু লোকদের দুষ্টুমি বন্ধের উদ্দেশ্যেই আপনি উদ্যোগ নিন। ক্লাস ১২ অবধি জাতির টাকায় পড়েছেন, কিছুটা হলেওতো জাতির ঋণ শোধ করা প্রয়োজন। কাজেই আম্রিকায় বসে না থেকে দ্রুত দেশে চলে আসুন। চেয়ারম্যান পদটি গ্রহণ করুন। আমিন।
২২| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৮
রক্তিম দিগন্ত বলেছেন:
অভিনন্দন আপু। মিষ্টি তো ছবিতে দিলে চলে না, আমি আবার মিষ্টি খাইও না। অন্যকিছুর ব্যবস্থা করেন। নাহলে অভিনন্দন রহিত করে নিব!!!
[চাঁদগাজি ও রেজাউলকরিমবাবলু - আপনারা আপনাদের পোস্টে গিয়ে ইচ্ছামত খিস্তি দেন একজন আরেকজনকে। কেউ বাঁধা দিবে না। এই পোস্টে এসব করাটা খুব সমীচিন হচ্ছে না।]
২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৯
আলিয়া নূর বলেছেন: রক্তিম কে রক্তিম শুভেচ্ছা ও ধন্যবাদ। সুগার ছাড়া মিষ্টি দিলে চলবে?
২৩| ২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৮
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ভাল খবর
২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০
আলিয়া নূর বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৪| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৫
শহুের বাউল বলেছেন: আপনাকে অভিনন্দন আপা ।
২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০
আলিয়া নূর বলেছেন: ধন্যবাদ বাউল ভাই।
২৫| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৩
মাহী চৌধুরী বলেছেন: অনেকদিন পর একটা ভালো খবর শুনলাম। আলিয়া, আপনাকে অনেক অনেক অভিনন্দন!
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৫
আলিয়া নূর বলেছেন: মাহীকে ধন্যবাদ।
২৬| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: সাদিয়া স্বাতী ওরফে আলিয়া নূর, আপনার জন্য শুভ কামনা
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৭
আলিয়া নূর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৭| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকে অভিনন্দন।
তবে একই সাথে কয়েকটা সাবধান বার্তা দিয়ে রাখি। বাংলাদেশের শিক্ষাগত ও চাকুরীর অভিজ্ঞতা নিয়ে কানাডায় আসার পরে চাকুরী পাওয়ার সম্ভাবনা শতকরা ১% এর চেয়েও কম। বাংলাদেশের শিক্ষা ও চাকুরীর অভিজ্ঞতা ভুলে যান। বাংলাদেশের শিক্ষা ও চাকুরীর অভিজ্ঞতা দিয়ে দোকানে সর্বনিম্ন মজুরির (প্রভিন্স ভেদে ৯ থেকে ১২ ডলার প্রতিঘন্টা) কাজ পাওয়া সম্ভব এর চেয়ে বেশি কিছু না।
পিআর নিয়ে কানাডায় এসে নতুন করে কানাডার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রী নেওয়ার মানসিক প্রস্তুতি নিন এখন থেকে। কমপক্ষে ১ বছরের কোর্স বেসড মাস্টার্স বা প্রফেশনাল ডিগ্রী নিতে হবে কানাডা এসে। বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মানসিক ভাবে প্রস্তুতি নিন কমপক্ষে ৫ বছর অপেক্ষা করতে হবে ভাল চাকুরী পাওয়ার জন্য।
কানাডায় ৭ বছর ২ মাস থাকার অভিজ্ঞতা দিয়ে কথাগুলো লিখলাম। মন্তব্যটি আপনার ভাল লাগবেনা তাই আগেই দুঃখ প্রকাশ করে নিলাম।
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮
আলিয়া নূর বলেছেন: আপনার কথাগুলো ভালো লাগলো। ধন্যবাদ।
২৮| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০১
সুমনা হক ০১ বলেছেন: আপু আপনাকে অনেক অনেক অভিনন্দন। অনেকে আপনার এই শুভ সংবাদে হয়তোবা খুশী হতে পারেনি তাদের সংকীর্ণ মনোভাবের জন্যে। যেমন চাঁদগাজী ভাই আপনার এই সংবাদে খুশী হননি বলেই তিনি একটা আপনার বিরোধী পোস্ট প্রসব করেছেন।
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৬
আলিয়া নূর বলেছেন: আপনাকে ধন্যবাদ। ব্লগে সবাই সবার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতেই পারে। মন্তব্য প্রকাশের সময় অন্যকে ছোট না করে বরং পারস্পরিক সম্মানবোধ থাকাটা অত্যন্ত জরুরী।
২৯| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৭
নীলিমায়নীল বলেছেন: আমিও দেশ ছাড়ার জন্যে আপ্রাণ চেষ্টা করছি। এই নষ্ট পরিবেশে আমি না হয় আমার অর্ধেকের বেশি জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু আমার ভবিষ্যত প্রজন্মকে এই কলুষিত পরিবেশ আর নোংরা রাজনীতি থেকে বাঁচাতেই হবে। আমি ব্লগার পয়গম্বর -এর সাথে যোগাযোগ করেছি। তিনি আসলেই হেল্পফুল একজন মানুষ যিনি কোন কিছু বিনিময়ের আশা ব্যতীতই অগণিত মানুষের উপকার করে চলেছেন এবং আশির্বাদ লাভ করছেন। আপনার সহযোগীতাও আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি আপনাকে ফেসবুকে ইনবক্স করবো। আশাকরি সহযোগীতা পাবো আপনার। অনেক অনেক ভালো থাকবেন।
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৭
আলিয়া নূর বলেছেন: আপনি কাইণ্ডলি আমাকে ফেসবুকে ইনবক্স করুন প্লিজ।
৩০| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৬
তানিয়াজামানরুম্পা বলেছেন: অভিনন্দন! ইউ ডিড এ গ্রেট জব!
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৭
আলিয়া নূর বলেছেন: থ্যাংক ইউ
৩১| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০
বিপলব বড়ুয়া বলেছেন: আমি ও কানাডা র পিআর হোলডার। ৪৫ বয়সে কানাডা র ডিগ্রি নিয়ে সেটেল হতে পারবো কিনা দিধায় আছি । একটা বেসরকারী বাংক এ লক্ষাধিক টাকা সেলারি পাই। বাছছাদের কথা চিনতা করে আবার যাবো কিনা বুঝতে পারছিনা।সময় ও বেশি নেই। নিজেকে আপডেঠ করতে না পারলে সারা জীবণ তো সারভাইভাল জব করতে হবে। কঠিন এক পরীক্ষায় আছি।
৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: আপনি কি এখন কানাডা’র সাসকাচুয়ান প্রভিন্সে বাস করছেন? আমার বড় ছেলে, বৌমা আর আমার বড় আদরের নাতনি পবিত্র ঈদুল আযহার আগের দিন মধ্যরাতে আমার বাসা থেকে রওনা হয়ে যায় কানাডা’র সাসকাচুয়ান প্রভিন্সের Regina'র উদ্দেশ্যে। ঈদের দিন সকাল সাতটার সময় ওদের প্লেনটা আমার বাসার ছাদের উপর দিয়ে উড়ে যায়। আমি খুব, খুবই মিস করছি ওদেরকে। বৌমা এখানে ভাল সরকারী চাকুরী করতো, দুই বছরের 'লিয়েন' নিয়ে গেছে। সে University of Reginaতে Public Policy এর উপর দুই বছরের মাস্টার্স কোর্স করবে। আমার ছেলে এখানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চপদে চাকুরীরত ছিল। ওদের পি আর হয়েছিল প্রায় দেড় বছর আগে। তখন একবার টরন্টোতে গিয়ে ১ মাস থেকে এসেছিল। ছেলে এখানকার ভাল চাকুরী ছেড়ে দিয়েই চলে গেছে।
৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
বিশাল অর্জন.... জাতি গর্বিত...
৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
@রেজাউলকরিমবাবলু ,
বাংলাদেশে সরকার এলাকার ৫০০০ সবচেয়ে দুস্ট লোককে ভয়ংকর দখলবাজি করার জন্য "চেয়ারম্যান" পদে রাখছে; এই পদটির অবসান দরকার; সেখানে দরকার উচ্চ-শিক্ষিত সরকারী এডমিনিস্ট্রেটর দরকার, এতে ৫০০০ শিক্ষিত যুবকের চাকুরী হবে।
ঠিক এই বিষয়টি নিয়ে ১৯৯৫ সালে আমি ঢাকার একটি বহুল প্রচারিত পত্রিকার চিঠিপত্র কলামে চিঠি পাঠিয়েছিলাম। তারা ছাপেননি। কেননা, গণতন্ত্র। সেই লেখাটি পেলে আজ আবার পোস্ট করতাম।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৯
হেমকান্ত বলেছেন: আপনাকে অভিনন্দন!