![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পানি দাও, পানি দাও!"- আর্তচিৎকার!
পানি দিল না, দিল ঘাম আর অশ্রুবারিধার।
হস্তপদে বাঁধা ছিল তার মলিন দেহখানি,
তৃষ্ণার্ত চেহারা খেতে চাইল জীবনের-
অন্তিম ফোঁটা পানি।
তাও জুটল না; জুটল তাও লৌহদন্ডাঘাত!
সাশ্রুসজল নেত্রে, মাগিল সাহায্যের হাত।
"বাঁচাও, বাঁচাও!"- আর্তচিৎকারে-
নির্লজ্জ চোখে দেখল সবাই কেবল, আসল না তার তরে।
অসহায় রাজন তো এটাই ভেবে মরে;
কেউ তো হাত বাড়াবে তার ব্যর্থ চিৎকারে।
ওরা নরপিশাচ, অমায়িক অসুর!!
রাজন মরিল; কাঁদিল নিষ্ঠুর মানুষেরা।
জানাইল মোদের, পৈশাচিকতার শেষ ধাপে-
আজ দিল তারা হাজিরা।
©somewhere in net ltd.