![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...
ফড়িং ধরা দিনে
তোমার প্রজাপতি রং
মনের হাজার স্বপ্ন
আর
শিকারী মন
যে কিশোরের সারা জীবনের
স্বপ্ন শিকার করে
ভালেবাসার খরস্রোতা
নদী হয়ে ভেঙ্গে নিলে তার
একূল ওকূল
তার কথা কি মনে পড়ে
সে আজো ফড়িং ধরে
তোমায় দিবে বলে
২.
কাজল ধূয়ে গেলে
তোমার অনাথ দৃষ্টি আরো মায়াভী
আভায় যত হরণবাণী ছড়ায়
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭
আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।
ভালো থাকবেন।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক সুন্দর +
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭
আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
সময় সাধন বলেছেন: ভালোলাগলো