![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...
শেষ রাতে রাস্তায় বিলাপরত
কুকুরের পাল টের
পায়, আঁধার ফুরালেই ধারালো
অস্ত্রে ভরে যাবে সব সাদা
কাপড়ের তলদেশ।
বিকাশিত পুষ্পের লাল পাঁপড়ির
ছোপ ছোপ রক্তজবা দলিত
হবে কালো পিছে, শুধু
শুকুরের বিলাপ জুড়ে থাকা
সন্ধ্যায় অপমানিত হবে
পবিত্র রক্ত।
জ্বলে যাওয়া কাপড়ের ফাঁকে
যুবকের চোখ যাবে
ক্ষুধার্ত পেটের দিকে
যৌনতার স্বাদ পেতে টুপি
খুলে ভাঁজ করে কোচড়ে
রেখে মশাল হাতে
আবারো পুরোনো শুকুনের পাল।
একদিন বৃক্ষরা সব
আত্মহণনের পথ বেচে
নেয়, শকুনকে আশ্রয় দিয়েছে বলে।
এখনো ডাইনী আছে
পালে তাকে আঁচলের তলে।
১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৫
আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর...
২| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৪
শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে ।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৮
আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর...
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
উফ! টু মাচ স্ট্রাইকি +