![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...
সন্ধ্যাটা মধু জ্যোৎন্সায় ধোয়া
বাতাসে হাস্নাহেনার ছোঁয়া
বাঁশপাতা রাত নেচে নেচে নামে
দূরে ডাকে রাত জাগা পাখি
দুচোখে জ্যোৎন্সা রাখি
লাগে রাতের হিমেল ছোঁয়া...
হীম হীম ভয়ে কেঁপে উঠে বুক
পাতা পড়া শব্দও টেরপাই
জানালা খোলা তবু কাপড় খুলছে
আহা কি দেখছি, ধুর ছাই!
বিকেলের রোদে দেখেছি তাকে
ওরনায় মোছা লাল চোখ
ঠোঁটে চেপে ধরা হরণের হাসি
বুকে জমারাখা চাপা শোক
লাল নীল বাতি জ্বেলে
উড়ে রাত ডানা মেলে
ডালায় বিচানো শরির
বিক্রিয় আশায়, খদ্দর রাশি রাশি
মেঘে মুখ লুকায় শশী
শশী জ্যোৎন্সারা শোক চেপে রেখে
বুক তোলে দেয় পাতে
বিকেলে রোদে বেদনার বিষ
দিয়েছি শশীর হাতে
কাপড় খুলে চোখ খুলে তার
এক তার আর দশ লুটেরার
আজ তার সেই এক দিন
আজ শোধ হবে সব ঋণ
প্রতিদিন তুই সব যাস নিয়ে
প্রতিদানে আজ তোকে চাই
ধাক্কা দিয়ে বলে, ধুর ছাই!
প্রতিদিন যার চরনে লুটাই
যাকে নিয়ে রোজ অভিসার
যাকে দিয়ে রোজ তৃপ্ত ভুবন
তাকে কি দিতে পারি অধিকার?
চাঁদ বাড়ি যায়
শশী ঘরে ফেরে
জ্যোৎন্সা ও ফিরে কাজে
ভোরের বাতাসে শিউলী বেদনা
ঝরাপাতা সুরে বাজে
বাঁশপাতা রোদ নেচে নেচে পড়ে
মেঘ কেটে কেটে ছিন্ন কাপড়ে...
(রিপোষ্ট)
©somewhere in net ltd.