![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...
কানাকড়িরও মূল্য আছে
এত হেলার হলাম কবে
চুলের সাথে চোখ পেকেছে
ফিরে দেখার সময় হবে!
সময় আছে? সেও মরেছে!
বেঁচে থাকুক ইচ্ছেগুলো
চোখ নেইতো কি হয়েছ
শুঁকে নেব পথের ধূলো!
কান্না ঠাসা বুকের পাঁজর
চোখগুলো কেন অশ্রুহারা
ফুটো পযসার মুল্য দিলে
সুখে হবো আত্মহারা
বুড়ো হলে ভুলিস নারে
চোখ গেছে তো স্মৃতি গেছে
তোকে চাওয়ার সপ্নগুলে
শিশু হয়েই বেঁচে আছে —
২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
আলী প্রাণ বলেছেন: মন্তব্যে নিরন্তর শুভেচ্ছা।
ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন হয়েছে -- ভাল লেগেছে ভীষণ