![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...
ওড়না
ওরা টানবেনা তো টানবে কারা
কার আছে এমন বুকের পাটা
ওরা খড়গ হাতে রাক্ষস সব
আমরা কবেলি বলির পাঁঠা
গুলি
বুকেতো মারেনি, পায়েতে লেগেছে
দেশটা তোদের বাপের নাকি?
এই আমলে এমনই চলে
প্রাণটা যাওয়ার থাকলো বাকী
শোন
সামনরে দিন বহুদূরে
আজকেই তোল হাতের লাঠি
মুঠির ভেতর শক্তি পুরে
ভাঙ্গবো ওদের দাঁতের পাটি
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৫
বাকা পথ বাকা চোখ বলেছেন: সুন্দর স্বাগতম