![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...
বিষাদ মেঘ আরো নীলাভ হয়ে
গাছের মাথা ছুঁয়ে আছে যেন
স্থির দৃষ্টি পলক ফেললেই
ভাসিয়ে দিবে বুক
শুধু জমানো প্রীতিটুকু টিকিয়ে
রাখতে আর কত খরা সয়ে যাবে
কন্যাদায়গ্রস্ত পিতা
শেষ শ্রাবণে নৌকা ভর্তি ফলের
বিনিময়ে পাওয়া চৈত্রের খরা
শরত হেমন্ত শীতে ভিজে নাই মোটে
তার উপর ফাল্গুনে নানা বনে যাওয়ায়
চৈত্র চেখে নিলো শেষ জলটুকু
অতিথ না খেয়ে আসলে কী হত!
ভাষার চাবুকে রক্তাক্ত বুকে
ভাষা জাগে প্রণয়ের
মুখে বিষ পুরে ঠোঁটে হাসি ধরে
বেয়াইন যে কি কয়!
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭
আলী প্রাণ বলেছেন:
২| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কন্যাদায়গ্রস্ত পিতার মর্মপীড়া ফুটে উঠেছে। যিনি কন্যাকে সুখী করতে নিজে সর্বশান্ত হচ্ছেন। তার উপর নানা হয়ে যাওয়ায় সেই ভোগান্তিটা হয়ত চরমে উঠেছে। তবুও হাসিমুখে বেয়াইনের ব্যঙ্গ সহ্য করে নিচ্ছেন। পিতৃস্নেহের দৃষ্টান্ত ফুটে ওঠেছে কবিতায়। ধন্যবাদ
শেষ শ্রাবণে নৌকা ভর্তি ফলের এখানে কি ফলের পরিবর্তে ফসল হওয়ার কথা ছিল?
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪
আলী প্রাণ বলেছেন: ফলাদি নিয়ে কন্যা দর্শণ।
৩| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮
হাতুড়ে লেখক বলেছেন: অতিথ টা কি? বুঝি নাই।
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫২
আলী প্রাণ বলেছেন: অতিথী, কথ্য।
৪| ১২ ই মার্চ, ২০১৭ ভোর ৫:২৭
মিঃ আতিক বলেছেন:
শুধু জমানো প্রীতিটুকু টিকিয়ে
রাখতে আর কত খরা সয়ে যাবে
কন্যাদায়গ্রস্ত পিতা
১২ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৫৬
আলী প্রাণ বলেছেন: নিরন্তর শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
৫| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সব দিক থেকেই সুন্দর।
১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৭:২৪
আলী প্রাণ বলেছেন: নিরন্তর শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
যদি কোন কবি কিছু বুঝেন, সেটা হবে সাফল্য