![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...
১.
মিটে গেলে সব
পারিবারিক কোলাহল
আমাকে ভেবে তুমি
ফেলোনা চোখের জল
২.
ভেজা শেষে পাখা মেলে
গান গায় ঘরমুখী কাক
অনাবাদি বৃষ্টিরা
ভালো থাক, বেঁচে থাক
৩.
মাঝে মাঝে মনে হয়
আমি পরের চেয়েও পর
চুমু পেতে গাল পাতলেই
বসিয়ে দিবে চড়
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৯
আলী প্রাণ বলেছেন: ভালোবাসার পাগলামী, মানতেই হবে!
নিরন্তর শুভেচ্ছা, ভালো থাকুন সবসময়।
২| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২০
আহা রুবন বলেছেন: বেশ ভাল। শেষে না হেসে পারলাম না।
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২
আলী প্রাণ বলেছেন: বেশতো! প্রাণ খুলে হাসুন,
শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকুন সবসময়।
৩| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৬
মাহবুবুল আজাদ বলেছেন: দারুন
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২২
আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকুন সবসময়।
৪| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ভাল হয়েছে,আরও দিতে পারতেন।
২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫
আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকুন সবসময়। পারতাম।
#
ত্যাগেরও থাকে ক্ষত
তপ্ত ধাতুতে পোড় খাওয়ার মত
৫| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৬
মো: খায়রুল ইসলাম বলেছেন: সঠিক উক্তি সবকটি।
২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪১
আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকুন সবসময়।
৬| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৮
সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো বিশেষ করে শেষের টা
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮
আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকুন সবসময়
৭| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩
ধ্রুবক আলো বলেছেন: ছন্দে ছন্দে বেশ দারুন লিখেছেন +।
৮| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন
৯| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ছিল।
১০| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ হয়েছে ভাই। তিনটি পর্বই চমৎকার সাজিয়েছেন।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৬:২৫
এম এ কাশেম বলেছেন: চুমু পেতে গাল পাতলেই
বসিয়ে দিবে চড় --- শুধু চুমু খাবেন, চড় খাবে তবে কে?
সব গুলো সুনদর হয়েছে।