![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...
১২.
তোমার বুনো প্রণয়ে
বেনো চুম্বনে লুণ্ঠিত
কিশোর হৃদয়
ফিরিয়ে দাও
১৩.
আলসেমীর পিঁড়ি পেতে
আগলে রাখো এক উঠান
রোদ
উকুনের মতো ধরো
উড়ে যাওয়া অতীতের
ফুল
১৪.
নিরীহ বিরহেরা মাতাল
হলে পদতলে আকাশ
নাচে
মদের গৌরব গিলে
বিলাসী বরফ
১৫.
আমি তোমার ভোরের দোয়েল
তুমি আমার ব্লু হোয়েল
১৬.
ছুঁ'তে গালের টোল
বাজলো পিঠে ঢোল
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫
আলী প্রাণ বলেছেন: শুভচ্ছো নিরন্তর
ভালো থাকুন সবসময়।
২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১২
ভ্রমরের ডানা বলেছেন:
দারুণ কিছু অনু পড়লাম!
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৬
আলী প্রাণ বলেছেন: নিরন্তর শুভেচ্ছা, শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮
ফয়সাল রকি বলেছেন: আমি তোমার ভোরের দোয়েল
তুমি আমার ব্লু হোয়েল +++