![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।
এমন অনেক দিন চলে গেছে আর আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,হে জননী,জনভুমি বাংলা মা আমার।একটি সুন্দর আগামীর জন্য তো কতদিনই অপেক্ষা করলাম।
জানিনা এই অপেক্ষার শেষ হবে কিনা।না অপেক্ষা গুলো প্রতীক্ষায় পরিনিত হবে।লেখার মধ্যে কি সব বলা যায়।
মনের কথা,প্রানের কথা,প্রতিরোধ,প্রতিবাদ আর প্রতিশোধের কথা কি শব্দ মালা দিয়ে গাথা যায়।জানি না তবুও চেষ্টা করছি আমাদের শক্তি আর দুর্বলতাগুলো প্রকাশের।
ও দেশবাসী একবার মাটি আর মানুষের দিকে তাকাও।এখনও গভীর অন্ধকার রাত শেষ হয়নি।অন্ধকার এখনও যে তোমার বুকের উপর বসে আছ।
কঠিন পাথরের চাপায় পড়ে তুমি নিশ্বাস নিতে পারছনা।মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মত থাবা উঁচিয়ে বসে আছে।তুমি যেভাবে পার ঐ জগদ্দল পাথরকে সরিয়ে দাও।
আর আকাশের ভয়ংকর কে শান্ত গলায় বল যে তুমি ভয় পাওনা।মাটি তো আগুনের মত ফুটবে যদি তুমি ফসল ফলাতে না জান।যদি তুমি বৃষ্টির গান ভুলে যাও, তাহলে এই বাংলা তো মরুভূমি হবেই।
যে মানুষ গান গাইতে জানেনা ,যখন প্রলয় আসে সে তখন বোবা আর অন্ধ হয়ে যায়।অনেক আনুগত্য তো করলাম স্বৈরাচার,গণতন্ত্রের,কিন্তু কি পেলাম ?
আচ্ছা দেশের শিরদাঁড়াটা কি বেকে গেছে,মানুষ কেন আলোকে বিদায় দিয়েছে অনেক দিন।এক অদ্ভুত শূন্যতার জালে আমরা কেন ঢাকা পড়ে আছি।
অন্ধকার মাটিতে মরার গন্ধ,রাস্তার খোয়ায় খোয়ায় কেন শোকের টুকরো আজ।
আজ কত সহজে একজন মানুষ আর একজন মানুষকে খুন করছে।
কাক,চিল,বাঁদর,শেয়াল,শুয়োর,ভালুকও তার স্বজাতি কে এমনি নিঃশব্দে খুবলে খুবলে খায় না।
কি লিখব কলমে শুধু অন্ধকার গড়িয়ে পড়ে।
যে দেশে জৈন,বৌদ্ধ ধর্মের পরে শান্তির ধর্ম ইসলামের বানী এসেছে সেই বানী গুলো কেন ফানুসের মত আকাশে উড়ে।হিংসা কমছে না বরং বেড়ে চলেছে।
বেড়েছে হত্যা,লুণ্ঠন,ধর্ষণ,ছিনতাই,রাহাজানি,আর মিথ্যার জিব অক্টোপাসের মত জরিয়ে ধরেছে আমাদের।
আচ্ছা সত্যের কি মৃত্যু হয়েছে।মৃত্যু হলে কারও চোখে পানি নাই কেন।সত্যের এই কবরের মিছিলে কেন শামিল আমরা।
ও আল্লাহ এই অবস্থার কি পরিবর্তন হতে পারে না।আমরা কি সত্য কে বাঁচাতে পারি না।একবার তাকাও মানুষের দিকে। দেখ তারা কি চায়।আমরা কি জেগে উঠতে পারি না।
জাগো না তোমরা জেগে উঠোনা......................................................
©somewhere in net ltd.