![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফিদাতো আলী সরকারের আম্মা। আমার লেখাগুলো আমার ছেলেই কম্পিউটারে কম্পোজ করে দিবে।
কে দিল নিভায়ে আমার প্রদীপ শিখাটিরে
আমি তো জ্বালিয়েছিলেম অনেক আশা নিয়ে
তবে কেন এলে নিভায়ে দিতে প্রদীপ শিখাটি
জ্বলেছিল প্রদীপ কত সুন্দর রশ্মি ছড়ায়ে
আমি দেখেছি সেই আলোর মাঝে
কত নূতন নূতন নামে আশা।
একি তার রূপ আঁধারে আঁধারে ঢাকা
এ আঁধারে ঢেকেছে এই ভুবন খানি
শিখা নিভে গেছে শুধুই এক প্রদীপখানি।
©somewhere in net ltd.