![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফিদাতো আলী সরকারের আম্মা। আমার লেখাগুলো আমার ছেলেই কম্পিউটারে কম্পোজ করে দিবে।
এ জীবনে যে দাগা পেয়েছি তা ভুলার যে বড় দায়
দিওনা আর দিওনা আমায় এর চেয়ে বেশী ব্যথা ।
এ ব্যথা যায় না ভুলা ওগো যায় না ভুলা
বলে দাও মোরে সেই পথ খানি,
যা নিয়ে কাটিয়ে দিতে পারি বাকী সময়।
ভুলে যেন থাকিতে পারি কিছুক্ষণ,
আঘাতে আঘাতে ভেঙ্গে গিয়েছে মোর হৃদয়।
©somewhere in net ltd.