![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফিদাতো আলী সরকারের আম্মা। আমার লেখাগুলো আমার ছেলেই কম্পিউটারে কম্পোজ করে দিবে।
আমার মনের বীণা তারহীনা
বাজে কেবল আপন মনে
সে সুর পায় না কেউ শুনিতে
পারে না তো কেউ জানিতে,
বাজে সদাই নীরবে নীরবে
কে বুঝিবে এ সুর কত করুণ।
কতটুকু ব্যথা জড়ানো
এ ব্যথা যায় না ভুলা,
যায় না ভুলা ওগো নিঠুর
এ সুর দেহ মন পুড়ে ছাই হয়ে যায়।
রচনাকালঃ১৯৬৮
©somewhere in net ltd.