![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফিদাতো আলী সরকারের আম্মা। আমার লেখাগুলো আমার ছেলেই কম্পিউটারে কম্পোজ করে দিবে।
আমি বাধন হারা এক পাখী
নেই বাধা দেবার মত কেউ
যেথায় খুশী যাই যে উড়ে
ইচ্ছে যেথা বসি উড়ে।
লা লা লা
হো হো
যে ছিল মোর বাধা দেবার
সে গেছে চলে দূরে
অনেক দূরে বহু দূরে
হো হো
আর তো আমি কারো বাধা
মানবো নারে মানবো নারে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫
ফিদাতো আলী সরকার বলেছেন: দারুন।