![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফিদাতো আলী সরকারের আম্মা। আমার লেখাগুলো আমার ছেলেই কম্পিউটারে কম্পোজ করে দিবে।
আমি অসহায় তাই এত ভাবি
আমি শুধু বসে বসে ভাবি
আমার বাকি দিন গুলো
কেমন করে যাবে ।
আমি অসহায় তাই এত ভাবি
তুমি কেন চলে গেলে জানিনা
কি ছিল মোর অপরাধ
তবে কেন মোরে বল না ।
ওগো তুমি আবার ফিরে এসো
আমারই ব্যথিত জীবনে
কিছুটা লাঘব কর আমারই ব্যথার
গড়ে তোলে না হয় মধুর করে
মোর ব্যথিত জীবনটাকে।
রচনাকালঃ ১৯৬৯
©somewhere in net ltd.