![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফিদাতো আলী সরকারের আম্মা। আমার লেখাগুলো আমার ছেলেই কম্পিউটারে কম্পোজ করে দিবে।
চেষ্টা তো করেছি অনেক অনেক
তোমাকে ভুলিতে
কিন্তু কোথায় পেরেছি কি ?
না ! না !! না !!!
কেন! কেন পারছি না তোমায় ভুলিতে
ওগো বলে দাও কেমনে ভুলি
যতই করি চেষ্টা আমি
ব্যর্থ হয়ে যাই
যতই চাই ভুলিতে আমি
মনে পড়ে বারে বারে হায়।
কেন এমনটি হয়
কেন এমনটি হয়
প্রিয় হয়েছ বলেই তো
পেরেছ এত ব্যথা দিতে ।
রচনাকালঃ ১৯৬৯
২| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন: ভাল লাগল।
৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২১
ফেরারী আউট-ল বলেছেন: সুন্দর লিখেছেন।
৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৬
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
৫| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:২৫
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭
ফিদাতো আলী সরকার বলেছেন: অসাধারণ।