নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

বিয়ের সাজ দেশে দেশে। (ছবি ব্লগ)

০৩ রা জুন, ২০১২ রাত ১১:৫৯

বলা হয়ে থাকে বিয়ের সাজে নাকি মেয়েদের সবচে সুন্দর লাগে! দেখে নেয়া যাক দেশে দেশে মেয়েদের বিয়ের সাজ কেমন হয় !!



চীন







মিশর







ক্যামেরুন







বাহরাইন







কাজাখস্তান







জাপান







জাভা







মায়ানমার







মঙ্গোলিয়া







মরোক্কো







নাইজেরিয়া







ওমান







সৌদি আরব







সুদান







সুমাত্রা







থাইল্যান্ড







তুরস্ক





নিচের ছবিগুলো ব্লগার শামীম আরা সনি আপুর পরামর্শে যোগ করে দিলাম



পাকিস্তান





পাঞ্জাব





গুজরাট





বাংলাদেশ







কোন দেশের মেয়েদের বিয়ের সাজ ভালো লাগল জানাতে ভুলবেন না!! :)









ছবি সুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১১৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৬

megher_kannaa বলেছেন: জটিল লাগলো মরোক্করটা ;)

২২ শে জুন, ২০১২ রাত ২:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: যদ্দেশে যদাচার !!!

২| ২৬ শে জুলাই, ২০১২ রাত ৯:৩৮

নেফেরতিতি বলেছেন: আরে মিশরের টা ত আমি!!!

২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: মিশরীয়রা মনেহয় তাদের ঐতিহ্য অনেকটাই ধরে রেখেছে।

৩| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৪

চিপাভুত বলেছেন: আপনি বাংলাদেশেরটাই দিলেন না...........

২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: সরি ভাই, গালতি ছে মিসটেক হয়ে গেছে !!!

৪| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪১

একাকি একজন বলেছেন: যেটা নেই !!! বাংলাদেশ

২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: সরি ভাই, আমার হয়েছে মক্কার মানুষ হজ পায়না অবস্থা। বেশী কাছের বলে হয়তো মিস করে গেছি। ৩ নং এ একটা দিয়ে অপরাধ স্খলনের চেষ্টা করেছি। এখানে আমার নিজের তোলা আরেকটা ছবি দিলাম।


৫| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৪

মোটামানুষ বলেছেন: জাপানীটা পছন্দ হয়েছে।

২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ মোটামানুষ ভাই

View this link

৬| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৪

জটিল বলেছেন: জাপান, ওমান, চীন

২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১১

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ! আপনার জন্য আরেকটা ছবি



৭| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৮

নুভান বলেছেন: কোরিয়ান বিয়ের সাজ, পোশাকটির নাম 'হানবক' (যদিও ছবির মেয়েটি ভিয়েতনামিজ)।

২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ নুভান ভাই! আমার ব্যাক্তিগত অবজার্ভেশন বলে কোরিয়ান মেয়েরা তাদের আশেপাশের দেশের মেয়েদের থেকে অনেক বেশী স্মার্ট।

৮| ২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লাগলো। কিন্তু মরক্কোরটা এবা ক্যা? :-/

২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: বিষয়টা নিয়া আমিও চিন্তায় আছি।

অটঃ আমার ব্লগে আপনার পুনরাগমন আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে কেননা আমার ব্লগ বাড়িতে আপনি ছিলেন প্রথম ভিজিটর। আমার শুন্য ব্লগ বাড়ির ভিজিটর লিষ্টে হঠাৎ একদিন দেখি একটা নাম। আর সেই নামটা হচ্ছে হাসান মাহবুব।

৯| ২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

কাউসার রুশো বলেছেন: চীন, জাপান, থাই, ওমান

মরক্কোরটা দেইখা তো পুরাই টাস্কিত!!

২৭ শে জুলাই, ২০১২ রাত ৮:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: আমিও কিছুটা টাস্কিত!

নিচের ছবিটাও মরোক্কোর একটা ট্র্যাডিশনাল ড্রেস। কিন্তু এইটা মনেহয় ওয়েডিং ড্রেস না

১০| ২৭ শে জুলাই, ২০১২ রাত ৮:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন:


কি সুন্দর তাই না ! B-)) ;)

২৭ শে জুলাই, ২০১২ রাত ৮:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: মিস ফ্যাট এন্ড বিউটিফুল ২০১১ :D

১১| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫১

শব্দহীন জোছনা বলেছেন:
জাপানের টা শুভ্র আর পবিত্র লাগল...

মরোক্কো এর টা ভয়ংকর...

মিশররের টা হট এন্ড সেক্সি :P

যদি বিয়ের সাজের কথাই বলেন তাইলে চীন...

কিন্তু সবচেয়ে ভালো লাগছে মায়ানামারের টা কেমন যেন দেশী দেশী ভাব।


তবে ভাই রাগ করছি ;) আপনে তো পোস্টে দেশী বিয়ের সাজ দিলেন না...তাছাড়া উপমহাদেশের দেশ গুলাও দিতে পারতেন B-) B-)

++

৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ :) হট সেক্সি থেকে সাবধান !!! ফারাওদের বংশধর কিন্তু :P

দেশী বিয়ের সাজ না দেয়াটা বিশাল একটা মিস্টেক হইছে :( ৩ নং কমেন্টের রিপ্লাইয়ে একটা ছবি দিয়া কিছুটা দোষ স্খলনের চেষ্টা করেছি।

১২| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:২৭

ইসরা০০৭ বলেছেন: আমিও বলতে চেয়েছিলাম বাংলার বধুর সাজ নেই কেন? বাট যেহেতো ক্ষমা চেয়ে নিয়েছেন তাই আর বললামনা।:)

সুন্দর।

৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:০২

*কুনোব্যাঙ* বলেছেন: ক্ষমা করার জন্য ধন্যবাদ। :)

১৩| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৪৪

শামীম আরা সনি বলেছেন: বাংলাদেশ,ইন্ডিয়া পাকিস্হান এই তিনটা মূল পোস্টে দিয়ে দেন, তআহলে একদম পূর্নাঙ্গ হয়ে যাবে:)

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১২:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: যোগ করে দিচ্ছি। তবে উপমহাদেশের প্রায় সব জায়গার বিয়ের পোষাকই অলমোষ্ট সেইম। তাছাড়া ইদানিং মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি মনেহয় কালচারালি আমাদের সবাইকে এক করে দিচ্ছে!

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃ্তজ্ঞতা।

১৪| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৪৮

শামীম আরা সনি বলেছেন: যতগুলো দিয়েছেন তারমধ্যে মায়ানমারটা বেস্ট

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১:০২

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার জন্য একটি ফেসবুক লিংক :)

View this link

১৫| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৬

শামীম আরা সনি বলেছেন: এতোদিন পর আপনার এই পোস্ট টা দেখতে আসলাম।
পরামর্শ রাখার জন্য ধন্যবাদ:)

১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: পুনরাগমনের জন্য অনেক ধন্যবাদ :)

১৬| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৭

শামীম আরা সনি বলেছেন: আপনার দেয়া ফেবু লিংকটা যে কাজ করছেনা!

১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: এখানে ক্লিক করুন আশাকরি কাজ করবে

১৭| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৯

চাচু বলেছেন: ওমানরে ভালা পাইলাম :#> :#> :#>

১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ওম্যান ইন ওমান !

বিঃদ্রঃ সুলতানাতে শাহেনশাহ হিজ ম্যাজিস্ট্রি সুলতান কাবুস বিন সাঈদ ওমানী নারীদের বিদেশী কাউকে বিবাহ কঠোর ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন :(( :(( X((

১৮| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: শুধু মেয়েদেরই সাজ? :(

১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: বিয়ের সাজে মেয়েদের যতটা সুন্দর লাগে ছেলেদের ঠিক ততটাই ক্লাউন লাগে /:) (পারসোনাল অবজারভেশন!)

১৯| ১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনার অবজারভেশনের সাথে আমিও একমত। কিন্তু আমিতো ছেলেদের দেখতে চাই :P =p~ =p~ =p~

১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: কিছুদিন অপেক্ষা করেন, যখন শশুর বাড়ী যাবেন তখন আপনার সাথে বিয়ের সাজে একজন ছেলের যাওয়ার কথা পাকা করে রেখেছি :) :D

২০| ১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ !:#P

১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: :) :) :)

২১| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ২:৩১

শামীম আরা সনি বলেছেন: দু:খিত, সার্ভার এই মুহূর্তে ব্যস্ত আছে।

একটু পর আবার চেষ্টা করুন।
এছাড়া এই লিংকে ক্লিক করে এখনি এই পেইজটি রিফ্রেস করতে পারেন
অথবা ব্রাউজারের রিলোড বাটন (অথবা উইন্ডোজ, লিনাক্স থেকে ctrl+f5 বা ম্যাকিন্টোশ থেকে command+shift+R) ব্যবহার করে পেইজটি রিলোড করতে পারেন।
আপনার লিংকে ক্লিক করলে এটা দেখায়।

২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: আমি ফেল । মিয়ানমার ওয়েডিং এর একটা ফেসবুক পেজের লিংক দিয়েছিলাম। :(

২২| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ২:৩৮

ঘর কুনো বলেছেন:

ওমাণ

২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: ওমান গার্লস সো মাচ বিউটিফুল !! :)

২৩| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ২:৪৬

পাতিকাক বলেছেন: বাংলাদেশের উপর কিছু নাই।। :) :) :)

২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: বিকজ ইউ আর বাংলাদেশী :) :)

২৪| ২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬

মুনলাইট বলেছেন: বাংলাদেশের একটা ট্র্যাডিশানাল বউয়ের ছবি দিলে ভালো হত, মানে লাল টুকটুকে। বউগুলা অধিকাংশই সুন্দর।

মরক্কোরটা দেখেত জামাই ভয় পেয়ে যাবে।

২৩ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০১

*কুনোব্যাঙ* বলেছেন: লাল টুকটুকে বউ এখন মনেহয় ইতিহাস! আর যেখানে আছে সেখানে মনেহয় ক্যামেরার বহুল প্রচলন তেমন একটা নাই । গ্লোবালাইজেশনের ছোঁয়া মনেহয় খুব ভালোভাবেই আমাদের দেশী বিয়ের সাজকে প্রভাবিত করেছে :(

২৫| ২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫৭

দারাশিকো বলেছেন: জাপান :)

২৩ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০৭

*কুনোব্যাঙ* বলেছেন:



কিমানো

২৬| ২৩ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০৭

ফুরব বলেছেন: নাইস কালেকসন,চীন,ও পাঞ্জাবের টা বেশী জোস লাগছে, সরাসরি প্রিয়তে।

২৩ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: পাঞ্জাবী বিয়ের সাজে বলিউড নিউ সেনসেশন ক্যাটরিনা কাইফ :)


২৭| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৩৭

শামীম আরা সনি বলেছেন:



আর লাগলে বলেন:)

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: ছবিতে প্লাস !! আমি নেটে অনেক খুজেও লাল টুকটুকে বউ পেলামনা।

২৮| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৪২

শামীম আরা সনি বলেছেন:
এইটা আমার খুব প্রিয়:)

২৯| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৪

শামীম আরা সনি বলেছেন: আপনি হয়ত জানেন না বাংলাদেশী বিয়ের ছবি দিয়ে আমার পিসি ভর্তি:)
বিয়ৃ ছবি আমার খুবই ভালো লাগে:)

২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: মেয়েদের বিয়ের সাজ আমারো ভালোলাগে আর ছেলেদের ক্লাউন। :) মেয়েদের ট্র্যাডিশন্যাল পোষাকও ভালো লাগে।

৩০| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৪

শামীম আরা সনি বলেছেন: বিয়ের*

৩১| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার কাছে বাংলাদেশী গুলোই ভালো লাগছে। তবে, ওমান সত্যিই দারুন। +++

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, বিয়ের সাজে নিজ দেশী মনেহয় সবচে সুন্দর।


ওমান সত্যিই দারুণ , একমত !!!

৩২| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৫১

বিরোধী দল বলেছেন: ++++++++++++ প্রিয়তে :)

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাসের জন্য ধইন্যা!!! আশাকরি যেকোন এক দেশের সাজ ভবিষ্যতে আপনার কাজে আসবে :)

৩৩| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৫৫

পিদিম বলেছেন: বিয়া করুম।সারা দান কোন ......................।

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: ক্লিক দিস লিংক :)

৩৪| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৫৭

একজন আরমান বলেছেন: 1. Bangladesh
2. Japan
3. Oman :) :) :)

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: পছন্দ জানানোর জন্য ধন্যবাদ। আপনার জন্য একজন দূর দ্বীপ বাসিসী বা একজন আরব্য রজনীর কন্যার প্রত্যাশায় ! :)

৩৫| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:০৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: জাপানেরটা বেশি ভাল লাগল, দেখেই এক শুভ্র মুগ্ধতা জেগে উঠল...আর বাংলাদেশের উপর তো কথা নাই,সবার সেরা :P
তবে ব্যক্তিগত মত হল সনিপুর দেয়া পিক থেকে ১,৩,৫ এর যেকোন একটা মূল পোস্টে এড করলে ভাল লাগত বেশি।বাঙ্গালি বধূর কথা ভাবলেই কেন যেন লাল টুকটুকে বউয়ের ছবিই আগে চোখে ভাসে

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: সনি আপুর পিকে প্লাস !! আমারো লাল বউ দেয়ার ইচ্ছা ছিল কিন্তু নেটে খুজে লাল বউ পাইনি :(

৩৬| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:০৩

সুপারনোভা ০০৭ বলেছেন: বিয়া করবার মন চায়। ওমান, বাংলাদেশ, জাপানের সাজ গুলো ভালো লাগলো।

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার মন কামনা পূর্ণ হউক :)

পছন্দ জানানোর জন্য ধন্যবাদ !!!

৩৭| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:০৪

রেজোওয়ানা বলেছেন: বাংলাদেশেরটাই সব চাইতে সুন্দর!

আর সুদান ও মরোক্কো ভয়াবহ!

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: মুনলাইট বলেছেন: মরক্কোরটা দেখেত জামাই ভয় পেয়ে যাবে। :P

৩৮| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:১৪

চানাচুর বলেছেন: বাংলাদেশী বউয়ের সাজই ভাল্লাগে। কিন্তু আজকালকার বউগুলোর মুখ বেশি সাদা সাদা করে ফেলে এজন্য ভাল্লাগে না।

২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: সহমত :( :( :(

৩৯| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:১৪

শামীম আরা সনি বলেছেন: আমিতো বুঝেছি ছেলেরা আসলে ওমানি মেয়েটার প্রেমেই পড়ে গিয়েছে:):)
আরো ছবি দিলাম




মেয়েটি সম্ভবত ওমানি মডেল:)

২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০২

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা , , , , ঘটনা মনেহয় সত্য :)


মেয়েটা সৌদি অ্যারাবিয়ান, নাম ফাতেমা কুলসুম। কিন্তু এখানকার ছবিগুলো সব ওমানি ফ্যাশনের।

৪০| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:১৭

শামীম আরা সনি বলেছেন: @চানাচুর সাহেব /এখন আর সাদা সাদা মেকাপ চলে না, যারা এমনিতেই অনেক বাড়তি মেকাপে হয়ত আরো সাদা দেখায়।
এখন কিন্তু নো মেকআপ লুকের যুগ, মানে হলো মেকআপ ব্রাইট দেখাবে ঠিকই কিন্তু মেকআপ করা হয়েছে খুব বেশী মনে হবেনা।

২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: আশাকরি চানাচুর সাহেব আশ্বস্ত হবেন। :)

৪১| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: বুজছি বিয়া করন লাগবো ২ টা একটা বাংলাদেশে আরেকটা ওমানে ;)

২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১১

*কুনোব্যাঙ* বলেছেন: সুলতানাতে ওমান শাহেনশাহ হিজ ম্যাজিস্ট্রি সুলতান কাবুস বিন সাঈদ ওমানী নারীদের বিদেশী কাউকে বিবাহ কঠোর ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন :(( :(( X((

৪২| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:২৩

শামীম আরা সনি বলেছেন: যারা এমনিতেই অনেক ফর্সা*

৪৩| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:২৫

শামীম আরা সনি বলেছেন: চেয়ারম্যান দেখি পাজির পাজি B:-)
কেনো আপনি যেখানে আছেন সেখানকার মেয়েরা কেমন;)

২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: চেয়ারম্যান বলে কথা ;);):P

৪৪| ২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৩

সপ্নবাজ_আমি বলেছেন: শামীম আরা সনি এবং লেখক ঃ আপ্নারা যাকে ওমানি মডেল হিসেবে চিন্তেছেন আসলে ওনার নাম Fathima Kulsum Zohar Godabari . উনি সৌদি আরবের রানী । ওনার এই ছবিগুলো ইন্টারনেট এ কে বা কারা ছেড়ে দিয়েছে ।

২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০১

*কুনোব্যাঙ* বলেছেন: আমিও শুনেছি উনি সৌদী প্রিন্সেস (তবে নিশ্চিত নই) এবং সম্ভবত ইউকে তে বিজনেস স্টাডিজের উপর পড়াশুনা করেছেন। আর উপরে আমার দেয়া ছবি এবং শামীম আরা সনি আপুর দেয়া ছবিগুলো উনার ওমান ট্যুরের সময় তোলা এবং এগুলো ওমানি সাজ।

৪৫| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ২:৪০

শামীম আরা সনি বলেছেন: @সপ্নবাজ_আমি/হুম। তবে সৌদি মেয়েরা কিন্তি কঠোর পর্দাপ্রথা মানে। সাজটা ওমানিই।
আর মেয়ে তো অসম্ভব সুন্দর:)

২৬ শে আগস্ট, ২০১২ রাত ৩:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: সাজটা ওমানিই।

সহমত !! ছবিতে উনার ব্যবহৃত গহনাগুলোও মূলত ওমানি ট্র্যাডিশনাল ধাচের গহনা।

৪৬| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ২:৪১

শামীম আরা সনি বলেছেন: কিন্তু*

৪৭| ৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৫:২৩

একজন আরমান বলেছেন: লেখক বলেছেন: পছন্দ জানানোর জন্য ধন্যবাদ। আপনার জন্য একজন দূর দ্বীপ বাসিসী বা একজন আরব্য রজনীর কন্যার প্রত্যাশায় ! -
ধন্যবাদ।

কিন্তু আমার একজন দূর দ্বীপ বাসিসী বা একজন আরব্য রজনীর কন্যা চাই না। আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে, আমার সাথে থাকবে মৃত্যুর পূর্ব পর্যন্ত, আর ভালবাসবে মৃত্যুর পরও। :)

৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:১২

*কুনোব্যাঙ* বলেছেন: দূর দ্বীপ বাসিনীরা কিন্তু ঐতিহ্যগত ভাবেই সাংঘাতিক পতি প্রবণ। তাদের পতিভক্তির ঐতিহ্য সরবজন সীক্রিত। আর আরব্য রজনীর কন্যাদের মন জয় করা সাংঘাতিক কঠিন, জয় করতে গেলে বিড়ালের খেলনা হওয়ার চান্স প্রবল কিন্তু একবার যদি জয় করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি সম্পদ পেলেন। এমন একজনকে পেলেন যে সুখে দুখে কষ্টে আনন্দে হতাশায় পরাজয়ে যেকোন পরিস্থিতিতে অন্তরের অন্তস্থল থেকে আপনাকে জড়িয়ে রাখবে। গ্যারান্টি !!!


আশাকরি আপনার মনের মানুষটি আপনাকে অনেক অনেক ভালবাসবে ঠিক আপনি যেমন চান। :)

৪৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৭

একজন আরমান বলেছেন: হা হা হা।

ধন্যবাদ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৪৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:২৮

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: biya kortay monchae.....

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: দিল্লী কা লাড্ডু !! না খেয়ে পস্তানোর চাইতে খেয়ে পস্তানোই ভালো :)

৫০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৪১

অন্ধকারের রাজপুত্র বলেছেন: জাপানের টা ভালো লেগেছে ...
মরক্কোর টা দেইক্ষা তো :-& :-& :-& :-& :-&

+++++++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: মুনলাইট বলেছেন: মরক্কোরটা দেখেত জামাই ভয় পেয়ে যাবে :P

৫১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৫৩

কালো ছায়া বলেছেন: চিন এবং মিশর ;) ;) ;)
আর ওমানের কথা বললাম না =p~ =p~ =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১১

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার জন্য চৈনিক ট্র্যাডিশনাল বিয়ের একটি ভিডিও :)

৫২| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৩

আয়রন ম্যান বলেছেন:

বিষেয়র সাজ ছাড়া সাধারণ পোষাকে Fathima Kulsum Zohar Godabari এর ছবি। সত্যিই তিনি অসাধারণ সুন্দরী।

১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল। সাধারণ পোষাকে ফাতিমা কুলসুমের ছবি এর আগে দেখিনি। প্রকৃত আরবরা আসলেই অতুলনীয় সুন্দরী। তবু ভালো এরা ঘরের বা পর্দার ভেতর থাকে। সবাই যদি বাইরে বেরুত আমার ধারণা শুধুমাত্র রুপের জোরে দুনিয়ার সব নাম যশ ক্ষমতা সম্পদ দখল করতে তাদের এক সপ্তাহের বেশী সময় লাগত না! বলার অপেক্ষা রাখেনা সৌন্ধরযের দিক দিয়ে আরব মেয়েদের ধারে কাছে কেউ নেই। মরুভূমির মতো এমন কাঠখোট্টা জায়গার মেয়েরা এত সুন্দরী হয় কি করে সে এক রহস্য!

৫৩| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৪১

কাকঁন বলেছেন: সব...গুলো সুন্দর !:#P

১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ আপনাকে :) বিয়ের সাজের চাইতে সুন্দর সাজ মেয়েদের আর কখন থাকে!

৫৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

সবুজ মহান বলেছেন: সব সাজই ভাল লাগল তবে মিশর আর বাংলাদেশ বেস্ট ।

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: :) :) :)

৫৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন: তাড়াতাড়ি কইরা পোস্ট প্রিয়তে নিলাম একসাথে এত দেশের বউরে ভাই আমিত গেছি শেষ ;)

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: এখন কি হপে :( যাউজ্ঞা যত্নয়াত্তি কইরেন ঠিকমতো ;)

৫৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৩

দূর দ্বীপবাসীণি বলেছেন: জাপানিজ টা সবচয়ে কিউট!!!

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: View this link :)

৫৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩৪

দূর দ্বীপবাসীণি বলেছেন: দেখলাম,আমি একবার কিমোনো পরেছিলাম!

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: তাইনাকি! বঙ্গ নারীদের কিমোনোতে কেমন লাগে সেটা দেখার একটা আগ্রহ তৈরী হলো।

৫৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২০

রাইয়ান মনসুর বলেছেন: জাপানীটারে দেখার পর থেকেই বুকের বাম দিকে কিঞ্চিৎ ব্যথা করতেছে... :( :( :(

০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: তাহলে গানটা শুনুন


View this link

৫৯| ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৮

সালমাহ্যাপী বলেছেন: বাহ বাহ বাহ

সব বউই তো সেই রকম সুন্দর।


অনেক অনেক ভাল্লাগছে পোস্ট টা :)

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :) লোকে বলে মেয়েরা নাকি বিয়ের সাজেই সবচে সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.