![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজনিতী ঘৃনা করি। বন্ধু ভালবাসি । দেশকে ভালবাসি......।
আমরা উলঙ্গ থাকতে চাইনা, জামাকাপড় পরে থাকি । যার আর্থিক সমস্যা থাকে তার হয়ত দুই একটা বোতাম থাকেনা, যার আরও টাকা থাকে না তার হয়ত দুই এক জায়গায় জামাটা ছেঁড়া থাকে, খুব বেশি সমস্যা থাকলে হয়ত জামা না পরেই থাকে। শীতকাল টাও কষ্ট করে পারকরে দেই।
আমাদের দুইটা কিডনির মধ্যে একটা হলেও আমরা বেঁচে থাকি । তাই বলে কি আমরা আমাদের কিডনি বিক্রি করে জামা কাপর কিনি?
যদি তা নাই করি তাহলে কেন সুন্দরবন কে হুমকির মুখে ফেলে বিদ্যুৎ কেন্দ্র গরে তুলবো?
প্রয়জনে আমরা সরকারকে বাধ্য করব এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সুন্দরবন কে হুমকির মুখে না ফেলতে!!
©somewhere in net ltd.