![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজনিতী ঘৃনা করি। বন্ধু ভালবাসি । দেশকে ভালবাসি......।
০৮/০৫/২০১২ রাত ১.৩০---
রোগীর sense আসে রাত ১ টায়, extubation করা হয় রাত ১.৩০ এ,
রোগীর প্রথম কথা, ডাঃ আমার wife কে ডেকে দেন। বললাম এত রাতে তো ICU তে আসতে দেয়া যাবে না। তাহলে তাকে জানান আমি ভাল আছি, সে যেন চিন্তা না করে, তাকে খাওয়া দাওয়া করতে বলেন, আমি জানি সে না খেয়ে আছে। তার এই কথার পর আমি আর পারলাম না, নিজে wife কে ডেকে আনি। wife এর দুই চোখ দিয়ে পানি ঝরতেছে আর লোকটা তাকে বলতেছে আমি ভাল আছি, যাও তুমি খাওয়া দাওয়া কর, বাসায় গিয়ে বিশ্রাম কর।
০৮/০৫/২০১২ সকাল ৮ টা ---
একই রোগী একই wife
রোগী- " হারামির বাচ্চা, ****** *****, আমি মরলেই তো তোর আত্তা শান্তি পাইব, ২ টা রুটি আর ভাজি আনতে তোর এতক্ষণ (জানানোর পর মাত্র ১০ মি লাগছে) লাগে কেন? এখনও wife এর দুই চোখ দিয়ে পানি ঝরতেছে ( এবারের টা লজ্জায়) আর লোকটা তাকে সিস্টার, ডাঃ এর সামনে ঝারি মারতেছে।
©somewhere in net ltd.