![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজনিতী ঘৃনা করি। বন্ধু ভালবাসি । দেশকে ভালবাসি......।
আমরা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারি, কিন্তু আমরা খেলার মধ্যে কোন দূর্নীতি করি না।
আমার নিজের একটা স্ট্যাটাস। (March 31 2013)
ক্রিকেট......আমাদের দেশের হাজার অভাব আর অশান্তির মাঝে একমাত্র সুখের পরশ বুলিয়ে দেয়। লিগ-দল, মুসলমান-হিন্দু, ধনি-গরিব সবাইকে এক কাতারে আনে এই ক্রিকেট। বাংলাদেশ দল যতই খারাপ খেলুক আমি কখনই বাংলাদেশের ক্রিকেটার দের গালিগালাজ করিনাই। বরং আমি আমার স্যার। Asst Prof. সিনিয়র এর সাথেও বাংলাদেশ ক্রিকেট দল কে নিয়ে তর্ক করেছি। সেই ক্রিকেট কে কলঙ্কিত করেছে যারা তাদের সঠিক শাস্তি অবশ্যই হওয়া উচিত। আবেগ তাড়িত হয়ে বেশি শাস্তি দেয়া যেমন ভুল তেমনি কান্না দেখে ক্ষমা করে দেয়াটাও অন্যায়। যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে, আর তাহলেই ভবিষ্যতে এই অপরাধ হবেনা ইনশাআল্লাহ। দোয়া করি যেন এই কালো অন্ধকারের থাবা পার হয়ে আমাদের ক্রিকেট আরও সুন্দর করে আমাদের এক কাতারে আনতে পারে। দুই এক জনের অপরাধ কিংবা ভুলের জন্য আমি আমার ক্রিকেট দল কে গালি দিতে পারি না।
শুরু দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশ ক্রিকেট দল তোমাদের কাছে আমার একটাই দাবি, আমাকে আবারও ৩১শে, মার্চ ২০১৩ তারিখের স্ট্যাটাস টা দেয়ার সুযোগ করে দেও।
©somewhere in net ltd.