নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলুকনা এই জীবন আপন নিয়মে, সীমানা যেথায় তাঁর।\n\n

আল মামুন রাজীব

আল মামুন রাজীব › বিস্তারিত পোস্টঃ

অহংকার

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭

মানুষ আমরা একটু বেশীই অহংকারী। খুব অহংকার করে মানুষেরা। সামান্য ক্ষমতার মালিক হলেই আমরা বদলে যাই। এই বদলে যাওয়াটা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীর বুকে এমন হাজারো মানুষ শুধুমাত্র ক্ষমতাকে পুঁজি করে অহংকারী হয় ।
-
তখন আর স্বজাতিকে (মানুষকে) মানুষ হিসেবে দেখেনা। এমন করে বদলে যাওয়াটা সত্যি অদ্ভুত ব্যাপার। তারা কি এই বিশাল সৃষ্টির স্রষ্টার কথা স্মরণ করতে পারেনা?? আমাদের স্রষ্টা! যিনি সব সৃষ্টি করেছেন। স্বয়ং তিনিই নিরঅহংকারী। তার সৃষ্টি জীব হয়ে আমরা কিভাবে অহংকার করি??.
-
মানুষই সবচেয়ে দুর্বল প্রাণী। প্লাটফর্মে শত মানুষের পদতলে বালিশবীহিন পেপার বিছিয়ে ঘুমিয়ে থাকে, সেও মানুষ। রাজপ্রসাদের অন্দরমহলে ফুলসজ্জায় ঘুমিয়ে থাকে, সেও মানুষ। রাজপ্রাসাদে শুয়ে থাকা মানুষটা কিভাবে অহংকার করে?? স্রষ্টা চাইলে এর বিপরীত করে দিতে পারতেন!!
-
আজ আমাদের মাঝে প্রচলিত উক্তি হলো। "জনগণই সকল ক্ষমতার উৎস"
আচ্ছা বলুনতো ! কিভাবে আমরা সকল ক্ষমতার উৎস??
যখন ভূমিকম্পের তীব্র ধাক্কায় দক্ষিণ বাংলা থেকে উত্তর বাংলা পর্যন্ত নড়ে উঠে। তখন আমাদের ক্ষমতা কোথায় থাকে??। যখন তীব্র বর্ষণে ভেসে যায় মানুষের বাড়ী ঘর, বিলীন হয় নদীর বুকে। তখন ক্ষমতাধর মানুষগুলো থাকে কোথায়??.।
-
সামান্য মশা মাছির কাছে হার মেনে যাওয়া অসহায় মানুষগুলো কিভাবে সকল ক্ষমতার উৎস হতে পারে??
খুব অহংকারপূর্ণ কথা।
-
এত অহংকার এই মানুষগুলোর থাকা উচিৎ না, একদম না।
এই সাময়িক ক্ষমতার মালিক হয়ে আজ গরিবকে পদপিষ্ট করে চলা স্রষ্টা একদম মেনে নিবেনা। তিনি শুধু দূর আকাশের কর্ণারে দাঁড়িয়ে চেয়ে থাকেন। স্রষ্টার আজাবকে তোমরা দুইহাতে কামাই করে নিয়ে আসো। আর যখন গজবে পতিত হও তখন স্বীকার কর! "প্রভু আমরা কিছুই পারিনা। তুমি সব পারো।"
-
অহংকার নিয়ে মাটির উপরে চলাচল করোনা। কারণ তুমি সেই মাটির উপর দাঁড়ানো যেই মাটি একদিন তোমাকে সহ তোমার অহংকারকে মাটির সাথে মিশায়ে দিবে। জীবনটা সাময়িক । যেভাবেই ব্যায় করনা কেন। এই সময়টা চলে যাবে। একটাই জীবন! কাজে লাগাও, ফল পাবে। দুদিনের পৃথিবীতে অহংকার করে লাভ নেই। ঘুরেফিরে এই মাটির নিছেই তোমাকে যেতে হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১১

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের মধ্যে প্রকৃত শিক্ষার অভাব আছে যার কারনে আমরা অহংকার করি

২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫

বিপরীত বাক বলেছেন: অহংকার ই সকল উন্নতির মুল।

৩| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

বিজন রয় বলেছেন: অহংকার থাকা ভাল। তবে কারো যেন ক্ষতি না হয়।

৪| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

আল মামুন রাজীব বলেছেন: জ্বী ঠিক বলছেন। অনেক অনেক ধন্যবাদ মোস্তফা ভাইয়া

৫| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

আল মামুন রাজীব বলেছেন: কিভাবে বুঝলেন?? বিপরীত বাক

৬| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯

আল মামুন রাজীব বলেছেন: ধব্যবাদ। বিজয় রয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.