নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলুকনা এই জীবন আপন নিয়মে, সীমানা যেথায় তাঁর।\n\n

আল মামুন রাজীব

আল মামুন রাজীব › বিস্তারিত পোস্টঃ

সুইসাইড

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩


সেদিন এক মেয়ে সুইসাইড করেছিলো। ১৬ বছর বয়সী ঐ যুবতীটা ধর্ষিতা হওয়ার পর চার দেয়ালের বদ্ধ ঘরে নিজেকে কারাবন্দী রেখেছিলো আধামাস। নিজের বালিশটা কতটুকু অশ্রু গিলে নিয়েছিলো তাঁর চক্ষু থেকে! তা আমার জানা নেই। প্রতিদিনের নিঃশব্দ কান্নাগুলো তাঁকে কতবার মেরে ফেলেছে সেটাও জানিনা।

নিষ্ঠুর নিয়ম শুধু নিজেকে খুন করা। কিন্তু এই মেয়েটি ঘরের কোণার সেই চোট্টা রুমটার মধ্যে নিজেকে শতবার খুন করেছিলো। সুইসাইড করার আগের দিন মেয়েটি আমার সামনে এসে বুকেভরা কষ্ট আর অশ্রুময় চোখে আমাকে বলছিলো ------"ভাইয়া জীবন মানে কি?? তুমি জীবনকে কি হিসেবে দেখ??"

নিরুপায় হয়ে গেলাম আমি! কোন কোন প্রশ্নের উত্তর থাকেনা। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি। আক্ষেপ!! এই পৃথিবী সকল প্রশ্নের উত্তর রেখেছে। এই প্রশ্নটার উত্তর রাখেনি।

ক্ষুদ্র মস্তিষ্কের ডিকশনারি খুঁজে আমি তাঁকে এমন কোন উত্তর তাঁকে দিতে পারিনি। যেই উত্তরটা তাঁকে বেঁচে থাকার স্বপ্ন দেখাবে। যেই উত্তরটা শুনেই মেয়েটি কান্না বন্ধ করে নতুন করে পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে। নিজের ব্যথাগুলো ভুলে যাবে।

রাতে মেয়েটার সুইসাইডের খবর পেয়ে হাত পা শীতল হয়ে গেলো।
আহ্.....! আমি যদি আজ তাকে জীবনের উত্তরটা দিতে পারতাম। তাহলে তাঁকে বাঁচানো যেতো। নিজেকে সবচেয়ে অপরাধী আর অসহায় মনে হয়েছিলো তখন! যখন চেয়ে দেখলাম তার রুমের ফ্যানটা তাকে নিষ্ঠুরের মত ঝুলিয়ে রাখছে।

নামিয়ে আনার পর আমার বড্ড ইচ্ছে করছিলো আমি তাকে জিজ্ঞেস করি।
"আপু মৃত্যু মানে কি?? তুমি মৃত্যুকে কি হিসেবে দেখ??"
-
সেদিন আমার এমন কোন উত্তর জানা ছিলো না। যেই উত্তরটা তাঁকে বাঁচিয়ে রাখতো পৃথিবীর বুকে।

জীবনটা এভাবেই চলে! চোখের সামনে মানুষগুলো পর হয়ে যেতে থাকে। পৃথিবীর নিষ্ঠুর নিয়মের বিপরীতে তাঁদের জন্য কিছুই করা যায় না। কিছুই না

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯

সোজোন বাদিয়া বলেছেন: হৃদয়বিদারক। এখানে যে বিষয়টা ধর্ষিতাকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে তা হালো একজন ধর্ষকেরই জীবনে পরাজয় বরণ করার কথা, তার নয়। ধর্ষক তার জীবনে যে ক্ষতি করেছে সে যেন সেই ক্ষতি আরও বাড়িয়ে না দেয়, তার চ্যালেঞ্জ সেটিকে অতিক্রম করা, সেটিকে সফল করা নয়।

২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:১০

আল মামুন রাজীব বলেছেন: এই মানুষগুলো তা মানতে চায়না তারাও চলে যায় না ফেরার দলে। ধন্যবাদ মন্তব্যের জন্য। প্রিয় ব্লগার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.