![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন থেকে শুনে আসছি ইসলাম ধর্ম সংবিধানে রাখা হবেনা। সেখানে স্থান পাবে ধর্মনিরপেক্ষতা।
আচ্ছা ধর্মনিরপেক্ষতা কি??.
*একজন হিন্দু যখন মন্দিরে গেলো, পূজা করলো, ভেদ পড়লো। তখন সে কি ধর্মের পক্ষে গেলো নাকি ধর্মের নিরপেক্ষ হলো?
*একজন খৃষ্টান যখন বাইবেল পড়লো, নিজেদের নিয়মে উপাসনা করলো, ঈসা (আঃ) কে আল্লাহর ছেলে বলে সম্বোধন করলো, তখন সে খৃস্ট ধর্মের পক্ষে গেলো নাকি নিরপেক্ষ হলো??
*একজন মুসলিম যখন কালেমা, নামায, রোজা, হজ্ব, যাকাত, ইত্যাদি শরিয়তের নিয়ম মেনে চললো। তখন সে কি ইসলাম ধর্মের পক্ষে গেলো নাকি নিরপেক্ষ হলো??
-
সমস্ত জাতির আলাদা আলাদা উপাসনালয় আছে, আলাদা ধর্মগ্রন্থ আছে। আলাদা বিধি নিয়ম আছে। সবাই যারযার নিয়মে স্বধর্ম পালন করে আসছে যুগ যুগ ধরে। আজ এই বাংলায় নাকি সেই ইতিহাসকে মুছে দিবে, শুনো শিক্ষিত জ্ঞানীরা, এই বাংলায় তোমরা ইসলামকে উঠিয়ে দিবা!!। আর আমরা ষোল কোটি জনতা কি চুপ করে থাকবো???
-
ওটা ভেবোনা, সবকিছু পরিবর্তন হলেও কেবল ইসলাম পরিবর্তন করা যাবেনা। একদম না। তুমি আজ অনেক বড় ক্ষমতার মালিক, অনেককিছু করতে পারো। চেয়ে দেখ ইতিহাসের পাতায় তোমার মত শত হাজার মানুষকে আল্লাহ কেমন শিক্ষা দিয়েছে। ইসলামকে নিয়ে ঠাট্টা মশকারা চলেনা। সেই নমরুদ, ফেরাঊন, আবু জাহেলের ইতিহাসের দিকে তাকাও, ক্ষমতা তোমার চেয়ে শত গুণ বেশি ছিলো তাঁদের।
-
তাঁদের মত ক্ষমতাশীল লোককে জুতা দিয়ে পিটিয়ে দুনিয়া ছাড়া করেছেন, হাঁটু পানিতে চুবায়ে আজো মিশরের জাদুগরে সাজিয়ে রেখেছেন ফেরাঊনের লাশ। সহস্রাব্দের স্বাক্ষী সেই লাশের দিকে তাকিয়ে আজো সাবধান হও। বিশ্বাস কর। সে আল্লাহ এখনো আছেন। সে আল্লাহ আজো এসব করার ক্ষমতা রাখেন,
বাংলাদেশের সব মানুষের নাম বদলানো সম্ভব হতে পারে। বঙ্গোপসাগরের সব পানি শুকিয়ে যেতে পারে। সকল অসম্ভব কথাগুলো সম্ভব হতে পারে, শুধু সংবিধানে ইসলাম ধর্ম বদলানো হবে। এই কাজ কক্ষনো সম্ভব না। বাংলার মানুষ মরে নাই, মনে করেছ আমরা বোকা?? বারবার আমাদের তোমরা ধোকা দিয়ে যাবে। আর আমরা মুখ বুঝে সহ্য করে যাবো।
-
ইসলামকে নাড়ানো যাবেনা। শরীরের শেষ রক্তবিন্দু যদি থাকে সেই রক্তের বিনিময় হলেও ইসলামকে সংবিধানে আমরা চাই।ইসলামকে রাখতেই হবে। কোরআন হলো সুপ্ত আগ্নেয়গিরি, খবরদার ফুঁ দিয়ে নিভাতে যাবেনা।ফুঁ দিতে গেলেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তুমি নিভে যাবে কোরআন নিভানো যাবেনা।
-
এই পৃথিবীর রঙ্গমঞ্চে অনেক মানুষ এসেছিলো নাটক করতে। আর সব একের পর এক বিদায় হয়ে গেলো। যাদের জন্য আকাশও কান্দে নাই জমিনও কান্দে নাই। ইন্নালিল্লা পড়ার মতও লোক নাই। সময় চলে যায়নি এখনো, সাবধান হও!! না হলে এই ইসলাম প্রিয় জনতা তোমাদেরকে সাবধান করতে বাধ্য হবে।
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৫
আল মামুন রাজীব বলেছেন: হ্যাঁ। ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৩
ইবাদ বিন সিদ্দিক বলেছেন: সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সহায় হোন।