![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেলে আসা সময় কাঁদায় এখনএ স্রুত বয়ে যাবে সারাটি জীবন
সাভারে ভবন ধসে নিহত গার্মেন্টস কর্মীদের ভুয়া স্বজন সেজে লাশ নিতে আসার অভিযোগে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা
পরে তার শরীর তল্লাশি করে ৪টি মোবাইল ফোন ৩টি মানিব্যাগ ও রানা প্লাজায় কর্মরত নিখোঁজ ৩ জনের ছবিসহ বেশকিছু ঠিকানা পাওয়া যায়
গতকাল মঈলবার বিকেল ৩টার দিকে সাভারের অধরচন্দ্র স্কুল মাটে এই ঘটনা ঘটে
নিখোঁজ গার্মেন্টস কর্মীদের স্বজনেরা জানান দাড়িওয়ালা লোকটি অধরচন্দ্র স্কুলে এসে স্বজনের সন্ধান না পাওয়া লেকদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে এছাড়াও কার কে হারিয়েছে কয় তলায় চাকরি করতো এসব ঠিকানা সংগ্রহ করতে থাকে
এরপর অপেক্ষমান স্বজনদের জন্য বিতরণ করা খাবারও খায়
একপর্যায়ে তার কাছে বিভিন্ন জনের সন্ধান চাই এমন ছবি সম্বলিত কাগজ পত্র দেখলে স্থানীয়রা তার কে হারিয়েছে প্রশ্ন করলে তার অসঈতি কথা ও উল্টা পাল্টা তথ্য দাতে থাকলে উপস্থিত লোকজন তাকে গণধোলাই দেয়
সিরাজগঞ্জ থেকে ভাগ্নেকে খুঁজতে আসা রহমান আলী জানান নিখোঁজ ভাগ্নে সোহেল রানার ঠিকানা ও ছবি তার কাছ থেকে ফুসলিয়ে নিয়ে যায় এখন তাকে আর দেখা যাচ্ছে না অপেক্ষমান স্বজন মোজাম্মেল জানান তার নিখোঁজ ছোট বোন পারভিনের তথ্যও বিভিন্ন কায়দায় আদায় করে নিয়েছে সে
পরে সাভার মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় এ সময় আটককৃত ভুয়া স্বজন জানায় তার নাম মাহফুজ বাড়ি গণকপাড়া মুন্সিগঞ্জ সে দাবি করে তাকে স্বরাষ্ট্র মন্রণালয় থেকে বালা হয়েছে এখানে এসে লোকজনকে খুঁজে পেতে সাহায্য করতে কে তাকে এই দায়িত্ব দিয়েছে এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি সে
২| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৫৭
নতুন বলেছেন: উপস্থিত লোকজন তাকে গণধোলাই দেয়
ধোলাই না দিয়া পুলিশে দেওয়া ভাল... এক অন্যায়ের শাস্তি দিতে আরেক অন্যায় করা ঠিক না... পাবলিক পিটাইয়া মাইরাও ফেলতে পারে...
লাশ নিয়া প্রতারনার চেস্টা দুক্ষজনক..
৩| ০১ লা মে, ২০১৩ রাত ১১:৫৮
হারকিউলিস বলেছেন: পিটা ধৈরা
৪| ০২ রা মে, ২০১৩ রাত ১২:০৩
মেকগাইভার বলেছেন: তার লাশ বানায়া দেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ রাত ৯:৩২
ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: প্রতারকদের ব্যাপারে সচেতন থাকতে হবে।