![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওডেস্ক এ একাউন্ট করতে গেলে
প্রথমত: First name:
এরপর দিতে হয়- Last name.
উদাহরণ স্বরূপ কারো নাম যদি ভোটার আইডি এবং ব্যাংক একাউন্টে এমন থাকে:
মো: হাবিবুর রহমান।
ইংরেজিতে – Md. Habibur Rahman.
কিন্তু সে যদি Md. এর পর স্পেস না দিয়ে habibur ছোট হাতের অক্ষর দেয়
তথা- Md.habibur Rahman এরূপ দেয়
তবে পরবর্তীতে লেন-দেনের ক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা?
দ্বিতীয়ত: বিষয়টি চলমান একাউন্টে ঠিক করা যায় কিনা?
তৃতীয়ত: চলমান একাউন্ট ঠিক করা না গেলে একাউন্ট ডিলিট করে অথবা না করে নতুন একাউন্ট করলে কোন সমস্যা আছে কিনা?
বি:দ্র: এখনো প্রোফাইল ০% তথা এডিট এ হাত দেয়া হয় নাই।
সামুর কোন ভাই-বোনদের বিষয়টি জানা থাকলে অনুগ্রহ পূর্বক জানালে বিশেষ ভাবে উপকৃত হব।
হাকীম আল-মীযান।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
পাউডার বলেছেন:
আবারো বলছি, আউটসোর্সিং জগতে আপনার প্রবেশ না করাই দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে বলে আমার ধারনা। কি লাভ দেশ ও জাতিকে অপমান করে!
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
আল মীযান বলেছেন: ভাই- নিক নেইম পাউডার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ । রেসপন্স করার জন্য। আপনার দেয়া লিংকটা খতিয়ে দেখার চেষ্টা করব। আমার মতে, মানুষ অজানা বিষয়ে অ,আ, ক,খ থেকেই শিখতে শিখতে---একদিন বানান না করেই দ্রুত রিডিং পড়তে পারে। আমি কম জানি বলে লজ্জা বা অপমান বোধ কোনটাই করি না। করলে আর সামনে চলা সম্ভব হবে না। এটাই আমার বিশ্বাস। দু'আ করবেন- পাউডার বলেছেন:
প্রিয় হাকীম আল-মীযান।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
পাউডার বলেছেন:
প্রিয় হাকীম আল-মীযান,
প্রশ্নগুলোতে এটা প্রমাণিত যে আপনার অফিসিয়াল প্রসিডিউর, ইন্টারনেট, ইংরেজি সম্পর্কে সাধারণ জ্ঞান নেই বললেই চলে। এই ক্ষেত্রে আপনার আউটসোর্সিং জগতে প্রবেশের আশা না করাই ভাল।
প্রথমতঃ
Md. Habibur, Md.habibur, haibba, habib pagol - এগুলো সবই ভিন্ন ভিন্ন নাম। দয়া করে কমন সেন্স ব্যাবহার করুন (যদি থেকে থাকে)।
দ্বিতীয়ত এবং তৃতীয়তঃ
নাম পরিবর্তন করা যায়। লিঙ্কটি মনোযোগ সহকারে দেখুন।