![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সুপ্রিয় পাঠক সমাজ,
আসসালামু আলাইকুম।
আমি মো: মিজানুর রহমান।
পেন নেইম শুরুর দিকে -
মিজানুর রহমান লিটন এবং
বর্তমানে; হাকীম আল-মীযান।
অবশেষে চিন্তা করে দেখলাম;
আমার নতুন-পুরাতন লেখা-লেখি গুলো
সামহোয়্যার ইন (বাংলা) ব্লগে-
ক্রমান্বয়ে প্রকাশ করবো। ইনশা-আল্লাহ।
আমার লেখালেখির আসল কারণ
ছিলো; প্রকৃত সত্যের উন্মোচন
এবং তা জন-স্বার্থে প্রকাশ করে
মানবাধিকার বাস্তবায়নে-
সামান্যতম হলেও অংশ গ্রহন।
সাহিত্য ক্ষেত্রে লেখক সর্বদাই
পাঠক ব্যতীত একাকীত্বে বর্তমান,
উভয়ের জীবনে নানা ব্যস্ততার মাঝেও
চলুন খুঁজে ফিরি সৃজনশীলতার ঘ্রাণ,
বাংলা মোদের মাতৃভাষা এবং দেহ-প্রাণ।
পাঠক, লেখক, ব্লগার এবং প্রকাশকদের জ্ঞাতার্থে আমার পক্ষ থেকে কয়েকটি শর্ত:
১। কোন লেখার বিষয়ে পাতলামিতে অভ্যস্থ ব্যক্তির মন্তব্য নিস্প্রয়োজন।
২। সকল লেখা লেখকের বিনা অনুমতিতে অন্যত্র কপি/পেষ্ট সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
৩। কোনো লেখা কারো কাছে ভালোলাগলে শুধুমাত্র সামহোয়্যার ইন ব্লগের লিংক দিলে
লেখকের পক্ষ থেকে কোন অভিযোগ থাকবে না।
৪। কোন লেখায় চিন্তা ও ভাষাগত কোন ভুল-ত্রুটি মনে হলে তা সুন্দর ভাবে বুঝিয়ে
জানালে শুধরিয়ে দেয়ার আশ্বাস রইলো। ইনশা-আল্লাহ।
বাংলা ভাষা-ভাষী সকল লেখক, পাঠক, ব্লগার এবং প্রকাশক তথা সবার কাছে দোয়ার দরখাস্ত।
নিবেদক- মো: মিজানুর রহমান ওরফে হাকীম আল-মীযান। তারিখ: ১৫- ০১ - ২০১৬ ইং।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
চৌধুরী ইপ্তি বলেছেন: আমি অধির আগ্রহে অপেক্ষা করছি। লেখক ভাইয়া, প্লিজ আপনার রাইটিংসগুলো আমাদের একে একে উপহার দিন। উই আর রিয়েলি ওয়েটিং।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: জি আপনার লেখার জন্য এতোদিন বাংলা ব্লগ হা পিত্যেশ করছিল| আপনি আসায় ব্লগে প্রাণ ফিরে এল| আপনি বীর দর্পে লিখতে থাকুন| ও আপনার সালামটা নেয়া হয় নাই| ওয়ালাইকুম
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
আল মীযান বলেছেন: সালাম বাদ, উপরোক্ত তিনজনকেই আন্তরিক ভাবে ধন্যবাদ। হাতে সময় কম থাকায় বিস্তারিত কিছু লিখতে পারলাম না। প্রথম পর্যায়ে আমার "অপ্রত্যাশিত কাব্যিক" পান্ডুলিপি থেকে আজ দু'টি কবিতা প্রকাশ করছি। যার একটি আমাকে নিয়ে মীর মোহাম্মদ আলী(নান্টু) এর লেখা-"কল্পলোক"। অন্যটি সেই লেখাকে কেন্দ্র করে-"অপ্রত্যাশিত কাব্যিক" কবিতা । কেমন লাগলো জানাবেন।
শুভেচ্ছান্তে- হাকীম আল-মীযান।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
গেম চেঞ্জার বলেছেন: ওয়ালাইকুম সালামু রাহমুতুল্লাহি ঔা বারাকাতুহু ঔা মাগফিরাতুহু
সালাম বাদ কেন? সালাম সহ আপনাকে এই একবিংশ শতাব্দীর কাব্যিক নাড়ন (আন্দোলন) শুরু করার জন্য আমার পক্ষ হতে এক ঝাক সাদা পায়রা নীল আসমানে ওড়ানোর শুভেচ্ছা।
বর্তমান ঐ নষ্টদের যুগে ভাল সুলিখিত কবিতাদের ঘাড় ধরে যেভাবে বিদায় করা হচ্ছে সেখানে আপনার মতো সুস্থ ও সাবলীল, সুন্দরতম মননের অধিকারী মণীষাকে স্বাগত না জানালে বড়ই গুনাহ হবে।
সম্মানিত ভাই, আমরা আপনার সাথেই আছি। কোন শত্রুপক্ষ আপনার সাথে পাতলামো করলে উচিত শিক্ষা দেবার জন্য ডান্ডা রেডি করতেছি। কুনো চিন্তা করবেন না ভাই।
আপনার মতো উন্নত মানসিকতার কবিকে বহুদিন ধরে সামুতে খরা চলছিল। আপনার আগমনে যেন বেজে ওঠলো কাব্য বসন্তের আগমনী গান।
আমি সামুর মডারেশন প্যানেলের নিকট অনুনয় সহকারে আরজি করতেছি যেন, অবিলম্বে এই পোস্টটিকে দৃষ্টি আকর্ষণের নিমিত্তে স্টিকি করা হোক।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
আরণ্যক রাখাল বলেছেন: স্টিকি হোক| কারণ পাতলামি বেড়ে গেছে| এটা তো মানা যায় না| সবার নজর আপনার উপর থাকা চাই
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
রাফা বলেছেন: আমিও আপনার সুলিখিত পাতলামি শব্দটির মর্মার্থ উদ্ধারে ব্যার্থ হইয়া অধির আগ্রহে অপেক্ষা করিতেছি।ইহার শানে নজুল বর্ণনা করিয়া কৃতার্থ করিবেন।আপনার মহামূল্যবান লেখার দ্বারা এই ব্লগ জগতকে আলোকিত করিবেন আশা করিতেছি।
এই পোষ্ট'কে সামুর ইতিহাসে স্বরনিয় করে রাখার স্বার্থে এখনি লটকানো হউক।
ধন্যবাদান্তে একজন নালায়েক বলগার।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
রক্তিম দিগন্ত বলেছেন: পাতলামি বলতে না বুঝে অতিরিক্ত কথা বলাকে বুঝানো হয়েছে মনে হয়!!
স্টিকি হউক!!
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
আইএমওয়াচিং বলেছেন: সামুর মডুদের কাছে আবেদন এই যে, লেখকের এই পোস্ট স্টিকি করাতেই শুধু সীমাবদ্ধ না থেকে এই লেখককে সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু,(কন্ঠশিল্পী মজনু মোরশেদ চৌধুরী)র মতন মরণোত্তর ব্লগীয় সম্মাননা আগাম প্রদান করা হউক ।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
আল মীযান বলেছেন: আপনাদের সবার উত্তর আজ ২৬-০১-২০১৬ ইং এ সকালের পোষ্ট ' সাহিত্যে সমালোচনা ' নামক লেখায় দিয়েছি।
http://www.somewhereinblog.net/blog/almizanblog/30104362
দু'আ রাখবেন। হাকীম-আল-মীযান।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
জাদিদ বলেছেন: আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহাবারাকাতু।!
জনাব, বাংলা ভাষায় বিশ্বের সর্ববৃহৎ ব্লগস্ফিয়ারে আপনার দাক্ষিন্যসুলভ পদধূলির পাইয়া আমরা সমুহ ব্লগবাসীগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ ও গর্বিত। এই বিংশ শতাব্দীর প্রারম্ভে মানবের মানসিকতা যখন জীর্ণতার খোলসে আচ্ছাদিত,অপ্রতিরোধ্য অপশক্তির আস্ফালনে যখন আকাশে অপসংস্কৃতির কালো মেঘ, যখন নীতি নৈতিকতা উপেক্ষিত করিয়া চলিতেছে বিভিন্ন পেইজে চৌর্যবৃত্তির মহা উৎসব, সুস্থ সংস্কৃতির দ্বার রুদ্ধ হইয়া যখন অন্দর থেকে আসিতেছে 'বেইবী ডল' গানের ধুন, ঠিক তখনই অন্ধকারের গাঢ়তা ভেদ করিয়া, আলোর মশাল হাতে নিয়ে আর্বিভাব হইল মহাশয় আপনার।
বাংলা ব্লগে যখন বুদ্ধিদীপ্ত, জ্ঞানগর্ভ, বিশ্লেষক, বিবেচক, বুদ্ধিজীবি ঘরনার সুলেখক খরায় ভুগিতেছে, তখন আপনারই মত একজন কবি, দার্শনিক, ধর্ম বিশারদ এবং সুলেখকের বড়ই প্রয়োজন ছিল। ইহাই সময়ের দাবি।
তাই আপনি লিখিবেন, আপনার লেখা পাঠ কবিবার আনন্দ পাইতে হইলে আমাদের কম বেশি কিছু শর্ত মানিতে হইবে, ইহার কঠিন কি? আমরা পাঠক গণ আপনার সকল শর্তেই রাজি হইয়াছি।
জনাবের চরনে বিনীত নিবেদন এই যে, আপনার শর্তাবলীতে উল্লেখি ১ নাম্বার অংশে 'পাতলামিতে' অর্থ প্রকাশ করিয়া আমাদিগকে বাধিত করিবেন। আরো সবিনয় নিবেদন এই যে, দয়া করিয়া পোস্টে প্রাপ্ত কোন মন্তব্য মুছিবার চেষ্টা করিবেন না। আমরা যারা কতিপয় পাতলামি পাঠক আছি, তাহাদিগকে কিঞ্চিত পাতলামি করিবার সুবিধা প্রদান করা যাইবে কি না?