নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

সময় নিয়ে একটি কবিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সময়ের মহাকাব্য

হাকীম আল-মীযান।

সময়!
আল্লাহর দান;
আল্লাহ মহান।
আমাকে, তোমাকে এবং সবাইকে
আসলে তিনি যা দিয়েছেন-
তাই হলো: সময়।

সময়ই একদিন আমাদের
এক সাথে করেছিলো-
গড়েছিলো বন্ধুত্বের অমর মহাকাব্য
সময়ই একদিন ঠিক করে দিয়েছে
যার যার গতি ও গন্তব্য।

সময় অবাধ্য নয়,
সময়ই সময়কে করেছে জয়!
হে বন্ধু আমার; চিরাচরিত নিয়মে
সময় চলেছে সময়ের প্রত্যাশায়।

মানুষ চিরদিন এক সাথে থাকে না
বাস্তবতার নানা প্রতিচ্ছবি-
সময়ের প্রয়োজনেই
আমাদের মেনে নিতে হয়।

সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে
ঘুরছে পৃথিবী নামক গ্রহ,
তেমনি পৃথিবীকে কেন্দ্র করে
ঘুরছে আকাশের রূপালী চাঁদ।

প্রতিনিয়ত হচ্ছে
দিন-রাত, সপ্তাহ,মাস, বছর,
যুগ থেকে যুগান্তর, শতাব্দী পেরিয়ে
বারংবার আমাদের বলতে হয়,
সময়েরই কথা।

সময়ের মতো ঠিক তেমনি;
ঘুরছি; তুমি আর আমি
পেশাগত বাঁধনের কক্ষপথে-
সময়ের আবর্তনে; আবর্তিত হচ্ছি
জীবন নদীর বাঁকে বাঁকে
অমরত্বের নৌকায়।

সময় আসে, সময় যায়
সময়ই মানুষকে হাসায়-কাঁদায়,
সময়ই একদিন নিয়ে যাবে-
সৃষ্টিকর্তার সামনে; দাঁড়াতে হবে
হিসাবের কাঠগড়ায়।

জান্নাতের আশা রাখা ভালো
আল্লাহর ভয় আর
ভালোবাসার মাঝেই
রয়েছে পবিত্র ঈমান;
হে শব্দের কারিগর!
তুমি বলো- অবাধ্য সময়ের কথা
আমি বলি- হায়াতের কথা তথা।

হায়াত আল্লাহর দান,
জন্ম থেকে মৃত্যু অবধি প্রাণ,
দুনিয়ায় আমরা-
মানুষ রূপে কিছু দিন ঘুরে-ফিরে
অবশেষে- অনন্তের দেশে প্রস্থান।

সময় আল্লাহর দান,
সময় থাকলেও হায়াতই প্রধান,
সময়ের সৃষ্টিকর্তা আসলেই সুমহান।

* কবিতাটি লিখেছি: ১৭/১২/২০১৫ইং। পুন: সম্পাদনা করেছি: ২/২/২০১৬ইং এবং ৩/২/২০১৬ ইং।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.