![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাকীম আল-মীযান
আল্লাহর খেলা বুঝা বড় দায়!
দুনিয়ায়-
কে বা আসে, কে বা যায় রে!
কে করে হায় হায়?
বারো কুতুব বারো নম্বর
কালসী আছে কবরস্থান রে;
সে’খানেতে কতো কুতুব
শুয়ে আছে হায়!
ঢালের নিচে পাবলিসিটি
লালমাটিয়ায় আরেক নীতিরে;
সব কিছুকে তুচ্ছ করে
দেখনা কে যায়; খাটিয়ায়?
আল-মীযান তাই লেইখা গেছে
হকের টানে গাইয়া গেছে রে;
আল্লাহ-রাসূল স. ছাড়া বলো
কি আছে উপায়?
১। আমার লেখা এবং সুর করা এ মারফতি স্টাইলের গানটি যথা সম্ভব ১৯৯১ থেকে ১৯৯৫ এর ভেতরে লেখা। গানটি আমার শুভাকাঙ্খীরা এখনো মনে রেখেছেন। তাদের সাথে দেখা হলে; উক্ত গানের কথাগুলো- যখন আমাকে মনে করিয়ে দিয়ে শুনায়, তখন আমি মুগ্ধ না হয়ে পারি না।
২। এ লেখাটি লেখার পরে, আমি চিন্তা-চেতনার দিক থেকে অনেকটাই পরিবর্তন হতে থাকি এবং মাঝে মধ্যে দু’চারটি গান ব্যতীত বেশির ভাগ ক্ষেত্রেই গজল লিখতে অনুপ্রেরণা লাভ করি।
৩। আমার লেখা প্রথম ইসলামী গজলের বইটির নাম দিয়েছি- রূহানী গজল-১। ভবিষ্যতে রূহানী গজলের সংকলন থেকে কিছু গজল পাঠক সমাজে উপস্থাপন করার আশা রাখি। লেখক, পাঠক, শ্রোতা ও ব্লগার ভাই-বোনদের কাছে দু’আর দরখাস্ত। মহান আল্লাহপাক আমাকে যেনো সে তৈফিক দান করেন, ইনশা-আল্লাহ।
* নিবেদক- হাকীম আল-মীযান। তারিখ: ০৯-০২-২০১৬ইং।
©somewhere in net ltd.