নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

সামু বিষয়ক একটি ছোট্ট টিপস্

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

গতকাল ২ বৈশাখ রাত প্রায় ১টা ৩০। এর পর আমার একটি পোষ্টে মন্তব্যের উত্তরে কিছু লিখে পোষ্ট করতেছিলাম ।
এরপর থেকে ব্রাউজারে টাইম আউট এর সংকেত আসতে থাকে।
আজ সকালেও একবার চেষ্টা করেছিলাম।
এরপর দুপুরেও একই অবস্থা।
ঢুকতে পারিনি সামুতে।

আজ সন্ধ্যা ৬টা:
এখন পর্যন্ত নিম্নের লেখাটির পর নতুন কোন পোষ্ট না আসায় বুঝলাম;
কোথাও বোধ হয় কোন টেকনিক্যাল ট্রাবল হয়েছিলো;

সকল পোস্ট (ক্রমানুসারে)
আমি বাঙালী বলে আনন্দিত তবে মুসলিম বলে গর্বিত!
লিখেছেন Ahmad Faiz, ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

সামু নিয়ে আমি ১০ লাইনের কিছু লিখলাম:
লেখাটি পড়লে বুঝবেন;
আমরা যতই লেখা-লেখি করি না কেন
সামু ছাড়া বেকার।

সামু! তুমি ছাড়া আমি বড় অসহায়,
লেখা-লেখি করি কিছু
তবু যদি তা প্রকাশ করা না যায়।
থাকি বড় বিপদে-
করি কষ্ট অনুভব, মন-মানসিকতায়।

সামু! তুমি ঠিক হও তাড়াতাড়ি
ভালো লাগে না তোমার সাথে
বেশিক্ষণের ছাড়া-ছাড়ি।

সামু! তুমি ঠিক হয়েছো বুঝতে পেরে
আনন্দ পেলাম আবার- হৃদয় জুড়ে।


ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
১৫/০৪/২০১৬ ইং।

বি:দ্র: আমি কিছু লেখার আগেই নিম্নের পোষ্টটি চলে এসেছে;
তামিল, তেলুগু অভিনেতা রিভিউঃ ৬ষ্ঠ পর্বঃ সুপারস্টার রজনীকান্ত
লিখেছেন ব্লগার আকাশ, ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

এরপরও
বার বার চেষ্টা করে এ পোষ্টটি পাঠাতে পারছিলাম না।
অটোড্রাফট পর্যন্ত শেষ।

অবশেষে রাত এগারোটায়
বাসায় ফিরে দেখি সামুতে অনেক পোষ্ট।
তবে উপরোক্ত পোষ্টের পরে
নিচের লেখাটি ছিলো প্রথম পোষ্ট:

গুপ্ত স্বাধীনতা
লিখেছেন কবি হাফেজ আহমেদ, ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

১১ টার পর সামুতে অবশ্য একটা হামদ সফল ভাবে পোষ্ট করতে পেরে বুঝে ফেলেছি
সামু ঠিক হয়ে গেছে।
কিন্তু ছবি যোগ করতে পারলাম না।
আশা করি এ সমস্যার সমাধানটাও শীঘ্রই হয়ে যাবে।
সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

* আমার উপলব্ধিতে কোন রূপ ত্রুটি মনে হলে জানাবেন।
তবে প্রাসংগিক মন্তব্য ভালোলাগে।

আবারো ধন্যবাদ-
হাকীম আল-মীযান।
১৬/০৪/২০১৬
রাত-১টা ২১ মিনিট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.