![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাকীম আল-মীযান।
সূর্যের কাছে নাই কোন ঋণ
চাঁদের কাছেও নাই কোন ঋণ,
আছে শুধু স্রষ্টার কাছে
যাঁর হুকুমে চলি প্রতিদিন।
চাঁদ দেখলে ভালো লাগবেই
সূর্য উঠলেও ভালো লাগবেই,
ভালো লাগার চোখ দু'টো
সময়ে; হবেই হবে লীন।
অস্থায়ী দুনিয়া ছেড়ে
স্থায়ী স্বর্গের তরে,
চলো; পথ চলি তত দিন
বেঁচে আছি যত দিন।
রচনাকাল: ০১/১০/২০১৪ইং
সামহোয়্যারে: ১২/০৫/২০১৬ইং।
হাকীম আল-মীযান।
১২ ই মে, ২০১৬ রাত ১০:৪৫
আল মীযান বলেছেন: আপনাকেও ++++++++++++++++++++।
ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ ভোর ৬:৩৫
দইজ্জার তুআন বলেছেন: ++++++++++++