![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাকীম আল-মীযান।
অবশেষে; উত্তর খুঁজে পেয়েছি।
কুরআনে, হাদীসে,
কিসের তরে মোরা দুনিয়ায় এসেছি।
দুনিয়াবী রাস্তায় চলতে গিয়ে
সত্যের সন্ধান করতে গিয়ে;
এথা-সেথা কত পথ ঘুরেছি।
পাইনি কোথাও জীবনের কারণ
পাইনি কোথাও মরণের কারণ;
কত যে বৃথা সময় হারিয়েছি।
সব হারিয়ে কুরআনেই পেলাম
সব হারিয়ে হাদীসেই পেলাম;
স্রষ্টার ইবাদত করতেই এসেছি।
রচনাকাল: ২১/০২/২০১৫ ইং।
সামহোয়্যারে: ১২/০৫/২০১৬ইং।
ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
১২ ই মে, ২০১৬ রাত ১১:১০
আল মীযান বলেছেন: কিছু মনে করবেন না, ভাই। যা লিখছি তা আমার জীবন ঘনিষ্ট বাস্তব কিছুই লিখছি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখালেখি সম্পর্কে প্রাথমিক ধারণা
আজ থেকে প্রায় ত্রিশ বছর আগেই কিছুটা হলে নেবার চেষ্টা করেছি।
তবে, আমি লেখি আমার নিজস্ব স্টাইলে।
আমার লেখার প্রতি আমার যথেষ্ট কনফিডেন্স আছে।
আলহামদুলিল্লাহ।
তবুও রেসপন্সের জন্য ধন্যবাদ।
হাকীম আল-মীযান।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ রাত ১০:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: কী অাবোল-তাবোল লিখছেন? কাজী নজরুলের গজল নিয়ে একটু স্টাডি করুন, ভালো আইডিয়া পাবেন ।