![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় পাঠকবৃন্দ, আমি সপরিবারে আগামী মাসে কলকাতা যাবো ভাবছি। তাই কিছু তথ্য পাওয়া খুব জরুরী হয়ে পড়েছে। কারো জানা থাকলে আমায় জানান, উপকৃত হবো।
- ঢাকা থেকে কলকাতা যেতে হলে কোন বাসের টিকিট কাটলে ভিসা পেতে সুবিধা হবে? আই মিন, কনফার্মড টিকিট কোন বাসের কাটতে হবে?
- কোথা থেকে কাটতে হবে? রাতের বেলা রওনা দেয় কি না? রাতে রওনা হলে ভাল হয়।
- টিকিটের মুল্যের সাখে কি কোন খাবারের মুল্য সংযুক্ত আছে কিনা? শুনেছিলাম এসি বাস সার্ভিস গুলো সৌজন্য খাবারের ব্যবস্থা করে থাকে (যদিও এর মুল্য টিকিটের সাথে সংযুক্ত করা থাকে।)
- একজনের জন্য কেনা টিকিট দিয়ে কি অন্যজন ভ্রমন করতে পারবে?
এছাড়াও বাসের অন্যান্য সার্বিক সুযোগ সুবিধা কেমন?
এর আগে বহু বার কলকাতা গেলেও কখনো ঢাকা-কলকাতা সরাসরি বাসে যাইনি। আগে ব্যাচেলর ছিলাম একা একা ঘুরতে যেতাম, যেমন তেমন ভাবে চলে যেতাম, কিন্তু এবার বৌ-মা- বাবা সবাইকে নিয়ে যাচ্ছি তাই সরাসরি বাসে যাবো। তাছাড়া, এই সরাসরি বাসের সাথে ভিসা প্রাপ্তির ব্যাপারটা জুড়ে যাওয়াতে একরকম বাধ্য হচ্ছি।
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮
অরন্যে রোদন - ২ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
২| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১
পদ্মপুকুর বলেছেন: Click This Link
http://www.somewhereinblog.net/blog/podmopukurblog/29376167
http://www.somewhereinblog.net/blog/podmopukurblog/29384585
কলকাতা ভ্রমণের আগে পড়ে দেখতে পারেন...
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৩
অরন্যে রোদন - ২ বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ঢাকা থেকে স্থলপথে, রেলপথে অথবা আকাশ পথে কলকাতা ভ্রমণের বিস্তারিত তথ্যঃ
স্থল পথ/ বাসে ভ্রমন-
যদি স্থলপথে অর্থাৎ বাসে করে যেতে চান, সে ক্ষেত্রে আপনার ভিসার অবশ্যই বাই রোড হরিদাস পুর উল্লেখ থাকতে হবে। যদি বাসে করে সরাসরি কলকাতায় যেতে চান তাহলে আপনি ঢাকা থেকে শ্যামলী, গ্রিন লাইন, সৌহার্দ কিংবা সোহাগে যেতে পারেন। বাসগুলো নামাবে একেবারে কলকাতা নিউমার্কেট সংলগ্ন মারকুইস স্ট্রিটে।
রুটঃ
এগুলো ঢাকা থেকে দুটি রুটে ছেড়ে যায়
১। মতিঝিল(আরামবাগ) – কলাবাগান – কল্যানপুর -সাভার – পাটুরিয়া হয়ে
২। মালিবাগ- উত্তরা- আব্দুল্লাহপুর- সাভার- পাটুরিয়া হয়ে
সময়-
বাস গুলো যাত্রীদের সুবিধার্থে খুব সকালে এবং বেশী রাতে এই দুই সময়ে ঢাকা থেকে ছেড়ে যায়।
(সকাল ৬টা থেকে ৮টা এবং রাত ৯টা থেকে ১১ টা) সাধারনত এই সময়ের মধ্যে যাত্রা শুরু হয়।
এই বাস গুলোতে ঢাকা থেকে বেনাপোল বনগা হয়ে কোলকাতা মারকুইস স্ট্রিটে পৌছতে প্রায় ১৫ /১৬ ঘণ্টা লেগে যাবে (মাঝে ইমিগ্রেশনে লাগবে এক-দুই ঘণ্টা)
ভাড়া-
এসি হলে ১৬-১৭ শ টাকা
নন এসি হলে ৯-১১শ টাকার মত লাগবে।
২। স্থলপথঃ ট্রেনে ভ্রমন
আপনি ট্রেনে করেও যেতে পারেন কলকাতায়। সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশ সরকারের উদ্যোগে চলা ‘মৈত্রী’ এক্সপ্রেসে করে যেতে হবে। তবে অবশ্যই আপনার ভিসায় গেদে রুট উল্লেখ থাকতে হবে। মৈত্রী এক্সপ্রেস সরাসরি ‘কলকাতা স্টেশন’ নামক স্থানে নামাবে। যেটি কলকাতার চিৎপুরে অবস্থিত। ৩শ ৯২ কিলোমিটার রাস্তা পেরোতে মোট সময় লাগবে কমবেশি ১২ ঘণ্টা। এর মধ্যে দুই বর্ডারে ইমিগ্রেশন করতে দুই তিন ঘণ্টা সময় লাগে।
ট্রেনের সময় সূচি-
দিন যাত্রা ষ্টেশন গন্তব্য ষ্টেশন ট্রেন নাম্বার রেক
শুক্রবার ঢাকা কলকাতা ৩১০৭ বাংলাদেশ
শনিবার কলকাতা ঢাকা ৩১০৮ বাংলাদেশ
রবিবার কলকাতা ঢাকা ১৩১০৯ ভারতীয়
সোমবার ঢাকা কলকাতা ১৩১১০ ভারতীয়
মঙ্গলবার কলকাতা ঢাকা ১৩১০৯ ভারতীয়
বুধবার ঢাকা কলকাতা ১৩১১০ ভারতীয়
বৃহস্পতিবার বন্ধ
ভাড়াঃ
ননএসিতে ভাড়া পড়বে ৬৬০ টাকা
এসি-চেয়ার ১১শ ৩৩ টাকা
এবং বাথ ১৬শ ৫০ টাকা
আকাশ পথ/ প্লেনে ভ্রমনঃ
আপনি বিমানে ভ্রমন করতে চাইলে ভিসাতে অবশ্যই বাই এয়ার উল্লেখ থাকতে হবে। বাংলাদেশ বিমান, রিজেন্ট, ইউনাইটেড ছাড়াও আসতে পারেন জেট এয়ার ওয়েজ, এয়ার ইন্ডিয়ার প্লেনে। সময় লাগবে কমবেশি ৪৫ মিনিট। নামবেন নেতাজী সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
ভাড়াঃ
ওয়ান ওয়ে ৪,৫০০ টাকা থেকে ৮ হাজার টাকার মধ্যে। আর রিটার্ন হলে ৯ থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
সর্তকতাঃ
মনে রাখবেন ইমিগ্রেশনে দালালদের ফাঁদে পা দেবেন না। নিজের ইমিগ্রেশন ফর্ম নিজে পূরণ করুন। দরকার হলে ইমিগ্রেশনের কর্মকর্তাদের সাহায্য নিন। আরও একটি বিষয় এ প্রসঙ্গে অবশ্যই মন রাখবেন। কারেন্সি পরিবর্তন করার জন্য এখানে কিছু দালাল আপনাকে নানা রকম ভয় দেখাতেও পারে। ভয়ের কোনো কারণ নেই। নির্ভয়ে থাকুন।
কেউ বলতে পারে ভারতে বাংলাদেশের কারেন্সি বা ডলার নিয়ে ঘুরলে আপনাকে ভারতীয় পুলিশ ধরতে পারে। এ কথা একবারে ভিত্তিহীন। যদি আপনি কারেন্সি ‘এনডোর্স’ করিয়ে নিয়ে থাকেন তবে কোনো সমস্যা নেই। প্রয়োজন অনুসারে আপনি যেকোনো জায়গায় কারেন্সি ভাঙাতে পারেন। কলকাতায় প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান আছে। ঘুরে ঘুরে নিজের ইচ্ছামতো দোকানে কারেন্সি এক্সচেঞ্জ করুন।
এই হলো মোটামুটি হিসাব। তবে যদি মানিব্যাগের স্বাস্থ্য খুব একটা ভালো না থাকে তবে নিচের ব্যবস্থা নিতে পারেন।
কম খরচে কোলকাতা থেকে ঘুরে আসতে চান ভারত থেকে ? হ্যা সে উপায়ও আছে। আপনাকে আসতে হবে ভেঙে ভেঙে। উঠে পড়ুন বেনাপোলগামী যে কোনো বাসে। ভাড়া লাগবে ৫শ টাকার মতো। কিংবা যশোরগামী ট্রেনে, ভাড়া পরবে ২৫০/৩০০ টাকার মত সেখান থেকে বাসে বেনাপোর ৫০ টাকা লাগবে। এরপর ট্রাভেল ট্যাক্স ও ইমিগ্রেশনর কাজ শেষ করে হেঁটে পার হন নোম্যানস ল্যান্ড। এরপর প্রবেশ করুন হরিদাসপুরে (পেট্রাপোল) ভারতীয় ইমিগ্রেশন দপ্তরে। ইমিগ্রেশন পর্ব শেষ করুন।
এরপর অটোরিকশায় চলে যান বনগাঁ স্টেশন। ভাড়া নেবে জনপ্রতি ২৫ রুপি। বনগাঁ স্টেশন নেমে ২০ রুপির টিকিট কেটে নামতে পারেন শিয়ালদাহ স্টেশনে। যা উত্তর কলকাতায় অবস্থিত অথবা বনগাঁ থেকে ১৮ রুপির টিকিট কেটে নামতে পারেন দমদম।
এখান থেকে মেট্রোয় ১০ রুপি টিকিট কেটে চলে যান পার্ক স্ট্রিট। অথবা বাসে ৫ রুপি দিয়ে নেমে যান কোলকাতা নিউমার্কেট এলাকায়।
পরামর্শ যুৎসই হলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫
অরন্যে রোদন - ২ বলেছেন: অত্যন্ত উপকারী পরামর্শ দিয়েছেন নূর মোহাম্মদ নূরু ভাই। অসংখ্য ধন্যবাদ। অনেকবার ভারতে যাওয়ার অভিজ্ঞতা থাকলেও কখনো ঢাকা-কলকাতা সরাসরি বাসে যাইনি।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২
ঢাকাবাসী বলেছেন: ট্রেনে যান কমলাপুর থেকে এসি ট্রেনের টিকিট কাটবেন, অনেক আরামদায়ক, বাবা মার জন্য আরো ভাল, বাসে কস্ট!। খাবার আলাদা কিনতে হবে ট্রেনেই। সকাল ৮-১০ ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়ে।