নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকিত সপ্ন

আলোকিত সপ্ন › বিস্তারিত পোস্টঃ

নিস্পাপ হাসি

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৭

আমি দেখেছি,
তোমার স্নিগ্ধ হাসি।
যে হাসির আনুভুতি আমার কাছে স্বর্গীয়।
যে হাসি মায়াময় কল্পলোকের হাতছানি।
যা মুহূর্তে আমার মাঝে বয়ে আনে,
এক চির প্রশান্তি।

মানবি তোমার হাসি যে সৃষ্টিকর্তার নিজ হাতে গড়া,
এক অপরুপ সৃষ্টি।
তোমার হাসি মোনালিসার সাথে আমি তোলনা করবনা।
কারণ তোমার নিস্পাপ হাসি ইহলৌকিক জগতের বাইরের কোন কিছু।
যা ভাষা দিয়ে প্রকাশ করা সম্বব না।
যে হাসি দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত পাপ সমস্ত পংকিলতা তোমার কাছে লজ্জিত।
চিরদিন তুমি তোমার হাসির মায়ায় আমাকে জরিয়ে রাখ।
জীবনে কোন কারণে যদি হতাশ হই,
তুমি তোমার হাসি দিয়ে আমার হতাশা দূর করে দিও।
আমার সমস্ত ভালবাসা গিরে তুমি জরিয়ে রাখ তোমার নিস্পাপ হাসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা দিয়ে ব্লগিং শুরু।
ভাল লেগেছে কবিতা।

ব্লগে স্বাগতম।
শুভকামনা, শুভ ব্লগিং।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১২

আলোকিত সপ্ন বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.