![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি স্বপ্ন নাকি বাস্তব।
নাকি কোন এক প্রেমিকের তন্দ্রাছন্ন কল্পনা।
নাকি কোন এক তরুণের একান্ত ভাবনা।
নাকি কোন এক স্বপ্নচারীর স্বপ্নের মায়া।
নাকি কোন পথহারা পথিকের পথের দিশা।
নাকি কোন দিকহীন নাবিকের শেষ আশার আলো।
নাকি জীবন যুদ্ধে পরাজিত কোন এক অসীম সম্বাবনাময়,
যুবকের অন্ধকার থেকে ফিরে এসে সমাজ আলোকিত করার প্রেরণা।
নাকি কোন এক বিধবার সমাজে টিকে থাকার সাহস।
নাকি কোন এক সপ্নভঙ্গ হৃদয়ের বেঁচে থাকার আকাঙ্ক্ষা।
নাকি কোন এক মায়ের আশীর্বাদের বাস্তব প্রতিচ্ছবি।
২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুন হয়েছে !
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
বিজন রয় বলেছেন: যুবকের অন্ধকার থেকে ফিরে এসে সমাজ আলোকিত করার প্রেরণা।
নাকি কোন এক বিধবার সমাজে টিকে থাকার সাহস।
নাকি কোন এক সপ্নভঙ্গ হৃদয়ের বেঁচে থাকার আকাঙ্ক্ষা।
নাকি কোন এক মায়ের আশীর্বাদের বাস্তব প্রতিচ্ছবি।
সুন্দর।