|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
সেই তো আবার দেখা হলো
কাঠাঁল তলায় বসা ছিলো
মেঘের নিচে চাঁদ ডুবে যায়
খানিক পরে মুখ তুলে চায়। 
নয়কো আলো নয়কো আধাঁর
ভাসতে দেখি নয়ন তাহার
হাত উঠিয়ে চোখ মুছালাম
বুকের মাঝে জড়িয়ে নিলাম
হু হু করে উঠলো কেঁদে
ছেড়ে যেতেও বুকে বাঁধে
রাত টা কি তবে তারই কাছে
পার করে আজ দিবো মিছে?
বহু দিনের ফারাক শেষে
মুখে আহার দিলো হেসে
আমায় ও দিলো মুখে তুলে
আমিও নিলাম দুঃখ ভুলে
আহার শেষে নিদ্রা বেলায়
মত্ত হলো জোৎস্না মেলায়
চারদিকে যে বড্ড আধার
জোৎস্না পেলো কোথায়? কাহার?
চিবুক টেনে মৃদু স্বরে
বললো এবার ছোট্ট করে
"তুমিই আমার নয়ন তারা,
আমার আকাশ জোৎস্না ভরা।" 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.