|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ভালোবাসা উড়িয়ে দিলাম 
দক্ষিণা হাওয়ায়,
থমকে গেছে পথ আমার
সকল চাওয়া পাওয়ায়। 
সেবার যখন বলেছিলাম
থাকবে আমার পাশে?
পাশ কাটিয়ে চলে গেলো
আরেক জনার আশে। 
সেই সে জনা এখনো তো 
করে তারই ঘর,
যাকে কাছে নেয়ার জন্য
করলো আমায় পর। 
পর করেছে বেশ করেছে
তবে কেনো এখন
আমায় পাবার জন্য এত
হাজার মেসেজ ফোন?
 
এবার যদি তারই মতো
আমিও পাশ কাটি,
লোক লশকর জমিয়ে কিনা
করে কান্নাকাটি। 
আমার নিন্দে করে বেড়া
ঘরে-পথে-ঘাটে
সুযোগ পেলেই হুঙ্কার ছেড়ে
দাড়ায় চেনা বাটে। 
ভালোবাসার মানুষ যদি
এমন পাগল হয়,
মনের যতো রাগ-অনুরাগ
সে কি আর রয়?
আবার যদি সব ভুলে যাই
বুকে টেনে নিই,
নতুন করে কষ্ট সাজায়
আবার প্রতিদিন ই।   
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.