|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
আমাদের পুরুষ জাতি এ সমাজে গর্বিত, 
নারী কে কলঙ্ক দিয়েই এ গর্ব তাদের অর্জিত। 
যাদের তরে বিলায় নারী নিজের সতীত্ব, 
তারাই করে মিথ্যে অহঙ্কার, দেখায় মাহাত্ম। 
এইযে পুরুষ চুমু আঁকে যার কপালে-ঠোঁটে, 
তারই মুখে নারীর জন্য কলঙ্ক খানিই রটে। 
যেই দেহেতেই ভোগের পসরা সাজাও সুখ চেয়ে, 
সেই দেহেরই উপাধি করো "সমাজের নষ্ট মেয়ে"?
তোমার কাছে নারীর দেহ টাকার বদলে খেলার, 
নারীর জীবন পুরুষ সমাজে এতোই অবহেলার?
লোক সমাজে ঘৃণা করো দেখাও এমন ভাব, 
আধাঁরেতে সেই তুমিই আবার করো পাপ। 
নষ্ট মেয়ে, কলঙ্কিনী, দূর্ণাম রটাও যতো, 
জীবন নামের যুদ্ধে তখন নারী অবিরত। 
যার তরেতে হয় নারীর নারীত্বেরই বলি,
সেই পুরুষেই মাখিয়ে দেয় কলঙ্কেরই কালি। 
একটি প্রশ্ন শুধাই আমি সুশীল সমাজে,
নষ্ট মেয়ে যদি আমি, নষ্ট পুরুষ কে? 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.