|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
আলেয়ার আলোতে যখন লুকোচুরি চলছে
ঢেকে রাখা মুখোশ গুলি ক্রমশই খুলছে 
আলেয়ার টানে এবার ছিড়ে দেবো বন্ধন 
তাই জানিয়ে সবাইকে দিলাম আমন্ত্রণ
বন্ধন সুতো যখন ছিড়ে ছিড়ে যায়
কিছু আপন জন কেঁদে বুক ভাসায়
সব উপেক্ষা করেও ফিরলাম না পিছু
খুব কষ্টে যুগিয়েছিলাম উছিলাও কিছু
যার জন্য এতো কিছু এতো আয়োজন
তার কাছেই ফুরিয়েছে আমার প্রয়োজন
জেনে গেলাম সেও তার সুখ নিয়ে ব্যস্ত 
জীবন মরন মাঝে যা সব তার ঘরেই বিন্যস্ত
শূন্য বুকে এলাম ফিরে নিজ ছোট্ট নীড়ে
সয়ে যাচ্ছে সব কিছুই, কিন্তু খুব ধীরে
রাখে আল্লাহ্ মারে কে তা তো জানে সবাই
নতুন করে স্বপ্ন এবার থরে থরে সাজাই 
যা কিছুকে শেষ করতে চেয়েছিলাম খুব 
তবু নাকি ছাড়বে না সে, দিবে এতেই ডুব
ফিরিয়ে দিলো একজন আমায় করে বড় নিঃস্ব 
এমন সময় কে একজন রাঙালো আমার বিশ্ব। 
এবার আমার চলার পথ হলো রঙীনময়
ভালোবাসা হারালে সব হারায় কে কয়?
যাকে আমি দিয়েছিলাম প্রাণের ভালোবাসা
বুঝে গেলাম সেইতো ছিলো ভরা সর্বনাশা। 
সত্যি এখন তোমার জন্য সময় আমার নেই 
তাকেই নিজের মানবো আমি, পাশে দাড়ালো যেই। 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.