|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
আধার রাত্রির শেষ প্রহরে
দূরের আযান শুনি, 
সময় হলো, এবার তবে
আরেকটি দিন গুনি। 
প্রতিদিনের মতোই বুঝি 
কাটবে একলা বেলা,
প্রেম শিখিয়ে কেড়ে নিবে 
এই বিধাতার খেলা?
মাঝে মাঝে ফিসফিসানি 
শুনি কারো স্বর,
রিমিক্স আর পপ মিউজিক তাই
চলে রাত্রি ভর। 
মনরে বুঝাই ও কিছুনা
ইট দালানের ছায়া,
চমকে উঠি, এলো বুঝি
প্রেতাত্মারই মায়া। 
ঘুমেও যদি বিভোর থাকি
বোবা কাছে আসে,
জাপটে ধরে শক্ত করে
অচল করে গ্রাসে। 
গভীর ঘুম আর নির্ঘুম রাত
কতোই কাটালাম,
মুক্তি লোভে প্রার্থনা-ফরিয়াদ
শতোই জানালাম। 
ঢেকে রাখা সত্য গুলি 
সবই জেনে গেলাম,
খোদা তোমার দরবারেতে
লক্ষ কোটি সালাম। 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.