|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
টুকরো টুকরো সুখ কুড়িয়ে
সব সীমাহীন বাধা পেরিয়ে 
তবেই প্রাণে বেঁধে নিলেম,
এবার বুকে আগলে রাখো 
এতোটুকু ব্যাথা দিতাম না গো
তুমি যে সেই যদি জানতেম।
ধৈর্য তোমার বড়ই বেশী
কষ্ট রেখে মুখে হাসি
মানাতো তোমায় খুব,
বুঝতে আমি চাইনি তোমায় 
ভূল প্রেমে আর ভূল ঠিকানায়
দিয়েছিলাম ডুব। 
অতীত এবার ছুড়ে ফেলে
সুখ পাখিটার ডানা মেলে
এবার সুখে ভাসবো, 
আসুক তবে নতুন কেউ
প্রাণের মাঝে তুলাতে ঢেউ
প্রাপ্তি নামে ডাকবো।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.