|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
সূর্যের আলো যখন নিভে নিভে যায়
কোথা থেকে কে যেনো ডাকে ঈশারায়,
আশে পাশে চেয়ে দেখি ব্যস্ত শহর
তারি মাঝে দেখলাম তোমায় এক নজর। 
কি জানি কেনো যেনো খালি খালি লাগলো
চুপটি করে তোমার বুকেই থাকার ইচ্ছে জাগলো,
তোমার ও কি আমার মতো এমন ইচ্ছে হয়
নাহ, আজকাল তো কতো রঙ্গ তোমায় ঘিরে রয়। 
এমন ভূল ভাবনা আমার রোজ রোজই আসে
যখন অনেক সুখ তোমার থাকে চারি পাশে,
এইটা সেইটা কতো কিছু বুঝাই ভুল চুক
সিগারেট আর মাতলামি? সেটাই এখন সুখ। 
তাতেও তোমার ঘৃণা জানি, এটা তো করিনা ঠিক
আসলে তো তোমায় হারিয়ে পাইনা খুঁজে দিক,
পাশের বাড়ির মানুষ গুলোর বড়ই সন্দেহ
চুপি সারে আমার ঘরে আসে নাকি কেহ?
বুঝে আমি একলা হাসি, মনে মনে বলি
আসতো যদি তবে কি আর একলা আমি চলি?
তাদের কথায় যায় কি আসে? আমি আমার কাজে
সিগারেট আর মাতলামি কি শুধু তারেই সাজে?
আর তো কদিন, গোটা মাসেক, যাবেই তো তারা চলে
তখন এসব করবে কে গো যাওনা আমায় বলে,
লক্ষ কোটি প্রতিচ্ছবি হৃদয় মাঝে যাচে
একলা একা এ মন আমার স্মৃতি নিয়েই বাঁচে। 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.