|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
একজন কে এতো ভালোবাসতাম কিন্তু সে আমার প্রতিটা বিপদের দিনে আমায় আগলে না রেখে সব অস্বীকার করে দূরে ঠেলে দিয়েছে। 
প্রতিনিয়ত মিথ্যে বলে আমার ভালোবাসার দূর্বলতা কে কাজে লাগিয়েছে। যার কিছু প্রমাণ আজ পেলাম। 
আজ যে প্রমাণ গুলো পেলাম তা সে আজ জেদ করে দিয়েছে সত্যি, কিন্তু তা তো আর আজকের সৃষ্টি নয়। বিভিন্ন সময়ের সৃষ্টি।
এর মানে সে দিনের পর দিন আমায় ঠকিয়ে গেছে। আর আমাকে বুঝিয়েছে অন্য কিছু। 
আমিই পারলাম না। 
আমার পরিবার কে অনেক দোষ দেই, দোষ আমার নিজেরও আছে অনেক, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা টা ছিলো সব কিছুর উর্ধ্বে।
জানিনা এ কেমন তার ভালোবাসা। 
সে চেয়েছে তার সব কিছু ঠিক রেখে আমার সাথে মিশতে। সব কিছুর মাঝে ভালোবাসাটাকেই হার মানিয়ে দিলো। 
কিন্তু আমি আর পারলাম কই?
মুখে যাই বলিনা কেনো তাকে তো আর মন থেকে সরাতে পারিনা। 
যদি পারতাম!
যদি ঘুম থেকে সজাগ হয়ে দেখতাম তার দেখানো সব প্রমাণ মিথ্যে, যদি দেখতাম তার প্রতি আমার এই ধারণা গুলো ভূল তবে এই পৃথিবীতে আমার চেয়ে আর কেউ বেশী সুখী হতো না। 
আমার ভালোবাসা টা কে সম্মান করলে তার সব কিছুকে আমিও অনেক সম্মান করতাম। 
কিন্তু না। সে আমার ভালোবাসার দূর্বলতা কে পুঁজি করে দিনের পর দিন আমায় ঠকিয়েছে। 
সব সহ্য করতে পারি, কিন্তু অবহেলা নয়। 
যদি জানতাম আমার এ ভালোবাসা একতরফা তবে কি আর এতো কিছু হতো?
কবেই মুক্ত করে দিতাম, কবেই মন টাকে বুঝিয়ে নিতে পারতাম। 
সে তো কখনো বলেনি যে আমাকে ভালোবাসেনা। সব টা সময় বুঝিয়েছে সে একা। কিন্তু বুঝিয়ে দিলো শেষ বেলায়। সে মোটেও একা নয়। দু একজন নয়। সবাইকে নিয়েই আনন্দে মাতোয়ারা। 
এতোদিন যা শুনেছি তার মুখে সব ভূল। 
এ কষ্ট ভূলার মতো নয়। ধুঁকে ধুঁকে এতোদিন পুড়ছিলাম। আজ একেবারেই পুড়ে ছাই। 
এভাবেই হাসিমুখে সকলের সাথে আনন্দে থেকো। সেই ভালো, সেই মঙ্গল।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.