নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি › বিস্তারিত পোস্টঃ

সমাজ যেনো ব্যাঙ্গস্বরে বলে "দিজ দ্যা রুলস, টেক ইট নরমাল"

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৪

অন্য কারো কথা জানিনা, নিজের কথাই জানি। অনেক কিছুই এ সমাজে আমার মনের সাথে মিলেনা। দ্বিমুখী ভাব। অনেকে আড়চোখে তাকায়, অনেক ফিস ফিস করে, কেউবা মুখের উপর বলে দেয়, কেউ শাসন করে, আবার কেউ এমন করে মিনতি করে যেনো তাদের কথা না মানলে আমার জন্য তারা সমাজে অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি বুঝিনা কেনো এমন হয়, হয়তো বুঝতে চেষ্টাও করিনি।
.
আমাদের দেশের মেয়েরা সাধারণত জামা, পায়জামা, উড়না বা শাড়ি পড়ে। কিন্তু আমি বুঝিনা খাটো জামার সাথে চুড়িদার (পায়জামা) যদি শালীন পোষাক হয়, তবে লম্বা ফতুয়ার সাথে জিন্স পড়লে কেনো অশালীন হয়ে যায়? আমি কিন্তু টি-শার্ট বা শার্ট এর সাথে সংযুক্ত করে বলছিনা। জিন্স তো পায়জামার চেয়েও মোটা কাপড়ের। এই কথা বলতে গেলেই শুনতে হয় “মেয়ে অশালীন কথাবার্তা বলে, মেয়ে টি খারাপ।“
.
অনেক মেয়েই আজকাল চাকরী করছে। প্রয়োজনের তাগিদে অনেক দুর থেকে অফিসে যাতায়াত করতে হচ্ছে। বাস এ উঠতে হচ্ছে। আর বাস গুলোর যা অবস্থা চলছে তা তে করে অনেক দিন ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও বাসে উঠা যায়না। আর উঠা গেলেও চাপা খেয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এটা কোন ব্যাপার না। কিন্তু গ্রাম-বাংলায় নিজের বাবা আর স্বামী ছাড়া অন্য কারো সাথে রিকশায় উঠলেও ছিঃ ছিঃ জয়ধ্বনি উঠে যায়। উহু... ছেলেটির কিছুই হয়না, মেয়েটির চরিত্র নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। যাকে বলে দুঃশ্চরিত্রা।
.
অফিসের কাজের জন্য অনেক সময় অনেক অফিসেই যেতে হয় পরিদর্শনের জন্য। নতুন কোন জায়গায় যাবার পর সেখানকার পিয়ন থেকে শুরু করে উপরস্থ কর্মকতারা পা থেকে শুরু করে মাথার চুল অবধি তাকিয়ে তাকিয়ে দেখে। সবার দৃষ্টি তো এক নয়, একেকজনের দৃষ্টি একেক রকম। তখন তো আমরা মেয়েরা কিছুই বলতে পারিনা।
আসলে আমরা মেয়েরা খুব সহজেই অনেক কিছু মেনে নিই। আর তাই আমাদের কে অপবাদ দেয়া অনেক সহজ। যারা একটু প্রতিবাদ করবে তারাই কখনো কখনো বেহায়া, দুঃশ্চরিত্রা, বেয়াদব বলে চিহ্নিত হবে।
.
মনে হচ্ছে সমাজ আমাদের দিকে তাকিয়ে ব্যাঙ্গস্বরে বলছেঃ- দিস ইস দ্যা রুলস, টেক ইট নরমাল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৭

ছন্নছাড়া বেদূইন বলেছেন: শান্ত নদীতেও ঝড় ওঠে। সে আলোড়নে তোলপাড় হয় পৃথিবী। হয়তো আগামী পৃথিবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.