![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ওগো যা পেয়েছি, সেই টুকুতেই খুশি আমার মন,
কেনো একলা বসে হিসেব কষে নিজেরে আর কাঁদাই অকারণ?
.
জীবনে যা পেয়েছি, সে টুকুই বা কজনে পায়? আমি পেয়েছি, ধরে রাখতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। হয়তোবা পৃথিবিতে আসার আগে সৃষ্টিকর্তার নিকট এমন টায় চেয়েছিলাম আমি। তবে এটাই স্বাভাবিক নয় কি? তবুও তো নিজের চেষ্টা বলে কিছু আছে। হ্যাঁ, করেছিলাম চেষ্টা। কিন্তু ওইযে, এক হাতে তালি বাজেনা। তাই তুড়ি বাজিয়েই কাঁদিয়ে চলে গেলো হাসতে হাসতে। ভাবখানা এমন যেনো কিছুই হয়নি, প্রচন্ড গরমে একটু হাপিয়ে উঠেছিলো বলে পুকুরের স্নানটা সেরে এবার নিজের ঘরে চলে গেলো। একটি বার ও ভাবলো না যে পানিতে স্নান করলো সেই পানি তার গা থেকে মুছে ফেললেও পানি কিন্তু তার গায়ের তৃষ্ণা মিটিয়েছে ঠিকই।
.
যদি তোমার ডায়রী তে যদি কয়েকদিন ধরে সুখের কথা আনন্দের কথা লিখো, ঠিক কদিন পর দেখবে সে ডায়রী টাই তোমার সুখের কথাগুলোর ছোয়া পেয়ে সতেজ হয়ে উঠবে। আর একই রকম ডায়রীতে যদি কয়েকদিন আশা ভঙ্গের কথা লিখো, তবে কদিন পর দেখবে ডায়রীর পাতা গুলো ধূসর মলিন হয়ে গেছে। ঠিক এভাবেই আমার মন টাও মলিন হয়ে গেছে। আর কিছুতেই রঙ ধরেনা। তুমি যতই আমায় এখন আগ্রহ ভরে ডাকো আমি আর চাইনা ফিরে যেতে। এখন ফিরে গেলে আমায় হয়তো এর চেয়েও দ্বিগুন কষ্ট পেতে হবে। তাই আমি যা পেয়েছি সেটুকুতেই খুশি থাকতে চাই। পাওয়া না পাওয়ার হিসেব আর কষবো না।
©somewhere in net ltd.