|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
বিন্দু আমাকে শতো দিন, শতো বার, শতো ভাবে, শতো টা প্রপোজ করেছে। কিন্তু পাত্তাই দেয়নি। ভেবেছি সে কি আর ছেড়ে যাবে নাকি আমায়? একবার ও ভাবিনি বেনী করা এই লম্বা দীঘল কালো কেশ টারও যে গ্যারান্টি নেই। তবুও কেনো যেনো বিশ্বাস করতে ইচ্ছে করে। বিশ্বাস করতে ইচ্ছে করে সে আমায় ছেড়ে কখনো যাবেনা, কোন অবস্থাতেই না। কিন্তু কোথায় থেকে যে কি হয়ে গেলো কিছুই বুঝলাম না। মনে মনে ভালো বাসতাম। বলিনি কখনো। যাই হোক, আমার ভালোবাসার জায়গাটা দখল করে নিলো ম্যাশ, আর সে হয়ে গেলো প্রিয় বন্ধু। একটু আগেই হোয়াটস আপে কথা হচ্ছিলো, 
-বিন্দু, সকালে চলে আসিস। সাতটার মধ্যে বাসার গেট এ দেখতে চাই। 
-কেনো? গেট এ কেনো? আমি কি দারোয়ান নাকি?
-না, আমার বডিগার্ড। 
-ঠিক আছে, ড্রেস রেডি রাখিস। 
-ড্রেস রেডি রাখবো মানে?
-মানে বডিগার্ড এর আলাদা ড্রেস থাকেনা ?
-হুম, শাড়ি আর চুড়ি। 
-তাই রাখিস, এখন ঘুমাই। সকালে ডেকে দিস। নাহলে সজাগ পাবোনা। 
-লে খোকা, তুই উল্টা আমারে পাহারাদার বানালি? 
-শুভ রাত্রী। 
বলেই কেটে দিলো। আমি ফেসবুক আর গেমস এর সাথে সময় কাটাচ্ছি। আবার মেসেজ,
-শাবানা, ঘুম যে আসেনা। 
-তুই আমাকে শাবানা বললি কেনো?
-তুই আমার শাবানা। 
-আমি তো শাবানা নই রে, আমি তোর রওশন জামিল। 
-তুই ঘুমাস না কেনো? ঘুমা। 
বলেই আবার কেটে দিলো। এবার ফেসবুক আর গেমস বাদ দিয়ে ভাবছি শাবানা কতো উদার, শান্ত-শিষ্ট, ভদ্র, মিষ্টি ভাষ্যের, ধৈর্য্যশীল, লাজুক একটি মেয়ে। 
আর এদিকে আমি? বদমেজাজি, উগ্র, অস্থির, কটু ভাষ্যের, ধৈর্যহীন, লাজ লজ্জার বালাই নেই, কি যাতা লিখি। কার সাথে কি? পান্তা ভাতে ঘি। 
অতঃপর সকাল বেলা সেই এসে ঘুম ভাঙ্গালো। উল্টা পাল্টা ডাক দিয়ে সকাল বেলায় মেজাজ খারাপ করে দিছে। বললাম তোকে আজ থেকে বিন্দু না ডেকে বিল্লু বলে ডাকবো। সিড়িতে নামতে নামতে বললাম "কিরে বিল্লু, চান্দিতে দেখি চুল নাই। টাক না কি?" নিচের সিড়ি তে বাড়িওয়ালা চাচা ছিলো। উনি চেঁচিয়ে উঠলো "আজকালকার পোলাপানের বিবেকবোধ তো নাই ই, সাধারণ জ্ঞান টাও নাই। মুরুব্বীদের কে সম্মান করে কথাও বলতে পারেনা। সামনের মাসে বাসা খালি করে দিবা।"
পুরাই টাসকি খাইলাম। পরে জানতে পারলাম বাড়িওয়ালার নাম বিল্লাল। টাক বিল্লু নামে তাকে একসময় ক্ষেপানো হতো। 
(মাঝে মাঝে নামের অপব্যবহার খুব ভয়ঙ্কর ও হয়)
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.